নিরাপদ হোক ঈদ যাত্রা
আর দু-তিন দিন পরেই ঈদ। সবার মনেই উৎসবের আমেজ কাজ করছে, ইট পাথরের ব্যস্ত নগরী গুলো ক্রমশ ফাঁকা হতে চলছে, সবাই ছুটছে নাড়ির টানে বাড়ির পথে। এ দৃশ্য প্রতি উৎসবের সময়কার। তবে একটা বাস্তব সত্য কথা বলি, এই উৎসবের সময় যাত্রাপথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।
এমনিতেই ট্রাফিক ব্যবস্থার যা-তা অবস্থা, তাছাড়াও সিস্টেমের তো ঝামেলা আছেই। তার মধ্যে নদী-আকাশ-সড়ক পথ যে কথাই বলি না কেন, যাত্রী পরিবহন ব্যবস্থার অবস্থা বেশ করুণ। যানবাহন গুলোর বেশির ভাগের ফিটনেসের অবস্থাও নাজুক, তার উপরে তো অতিরিক্ত যাত্রী বোঝাই ব্যাপারটা লেগেই আছেই। এটাই বাস্তব চিত্র, যা বিশ্বাস না হলে কিছুই করার নেই।
উৎসবের সময়ে কয়েকটা দিনের ছুটি যেন বাড়তি উত্তেজনা তৈরি করে সকলের মাঝে । সবাই সবার পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে চায় বিধায় উৎসবের সময় এতো ব্যস্ত হয়ে ওঠে যাত্রাপথ গুলো।
গতকাল প্রধান সড়কের দিকে একবার গিয়েছিলাম, মনে হচ্ছিল যেন কিলবিল করে গাড়ি ছুটে যাচ্ছে। অধিক গতি, ওভারটেকিং কিংবা এলোমেলো ড্রাইভিং তো আছেই। এতকিছুর পরেও মানুষের মনে আনন্দের শেষ নেই, নাড়ির টানে বাড়ি ফিরছে এটাই তো মূল কথা।
সব রকম বাধা-বিপত্তি উপেক্ষা করে যে যার মতো করে ছুটে চলছে, তবে এই যাত্রাপথেই আবার ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত সব দুর্ঘটনা। প্রতিটি ঘটনাই অনাকাঙ্ক্ষিত, তবে যদি একটু সচেতনতা ছড়িয়ে যেত, তাহলে হয়তো খানিকটা দুর্ঘটনা কমে আসতো।
কেননা উৎসব আনন্দের সময়, এমন দুর্ঘটনার খবরগুলো সত্যিই অনেক দুঃখজনক। সবার ঈদ যাত্রা নিরাপদ হোক, উৎসবের সময় গুলো ভালো কাটুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Upvoted! Thank you for supporting witness @jswit.