ভারাক্রান্ত মন
ঘুম থেকে ওঠার পরে ফেসবুকের নিউজফিড চেক করেই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গিয়েছে। যদি বাস্তবিক অর্থেই বলতে চাই, সঠিক কি কারণে আমার মন খারাপ, তাহলে হয়তো ঘটনা শুনলে সবার মনটাই খারাপ হয়ে যাবে। তাছাড়া আমার মনেহয় ঘটনাটা সবাই কমবেশি জানেন।
তারপরেও একটু বলার চেষ্টা করছি, যে ছোট বাচ্চা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল, পাশবিক নির্যাতনে যাকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল, সে আর বেঁচে নেই।একটিবার চিন্তা করে দেখেছেন, মেয়েটা বেড়াতে গিয়েছিল তার বোনের বাড়িতে সেখানে গিয়ে এই ঘটনার শিকার হয়। আর ঘটনাটা ঘটিয়েছিল তার বোনের শ্বশুর। কি একটা অবস্থা, ভাবতেই যেন শরীরে কাঁটা দিচ্ছে।
প্রতিনিয়ত যে সকল ঘটনা ঘটছে, তা দেখে সত্যিই আমি মর্মাহত। আসলে এতটা পরিমাণ বর্বর আচরণ মানুষের ভিতরে দেখা দিচ্ছে যা আসলে চিন্তার বাহিরে। বাকরুদ্ধ হয়ে যাই মানুষের কার্যক্রম দেখে।
যে বয়সে মেয়েটার হাসি আনন্দে বেড়ে ওঠার কথা,সেই বয়সেই মেয়েটাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। এই অল্প বয়সেই যেন হায়নাদের অত্যাচারে সে নরকের স্বাদ পেয়ে গেল।
যতবার মেয়েটার কথা মনে পড়ছে, ততবারই যেন রক্তক্ষরণ হচ্ছে নিজের বুকের ভিতরে। ভাবা যায়, আই সি ইউ তে থাকা অবস্থাতেই চারবার কার্ডিয়াক অ্যারেস্ট করেছিল মেয়েটা। বারবার রক্তচাপ কমে যাচ্ছিল, শরীর দুর্বল হচ্ছিল সব মিলিয়ে একদম যা তা অবস্থা। ইশ্ মৃত্যুযন্ত্রণা যে কতটা কষ্টকর হয়, তা হয়তো ফুলের মত ছোট মেয়েটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল চিকিৎসাধীন অবস্থাতেই।
আট বছরের ছোট মেয়েটার মৃত্যু চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিয়ে গেল আপনাদের ? নাকি এখনো কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, নাকি কানে তুলো গুঁজে রেখেছেন !
এই যে হ্যালো, আপনাকেই বলছি। নিজ অবস্থান থেকে আওয়াজ তুলুন, ছোট মেয়েটার কবর হওয়ার আগেই যেন, ধর্ষকের মৃত্যু কার্যকর করা হয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Upvoted! Thank you for supporting witness @jswit.
কতটা নৃশংস হলে একজন মানুষ এমন পাশবিক কাজ করতে পারে! ছোট্ট একটি প্রাণ যে কষ্ট সহ্য করে গেল, তা ভাবতেই গা শিউরে ওঠে। এই দানবদের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে আর কোনো নিষ্পাপ শিশুকে এমন পরিণতি ভোগ করতে না হয়। আমরা সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, যেন এমন ঘটনা আর না ঘটে। বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
মানুষ আর মানুষ নেই আপু, সব মানসিক ভাবে বিকৃত হয়ে গিয়েছে।
আছিয়ার মৃত্যু সত্যি হৃদয়বিদারক একটি ঘটনা সকলের হৃদয় নাড়িয়ে দিয়েছে অথচ যারা এর বিচার করবে তাদের মনে কি একটুও প্রভাব পড়েনি,তাদের কি একটুও কষ্ট হচ্ছে না,তারা কি রক্তে মাংসে গড়া মানুষ নয়!জানিনা আর কত আছিয়ার মৃত্যু দেখার পর তাদের হুঁশ ফিরবে?আর বলার মতো কোনো ভাষা আমার জানা নেই! 😭😭🙏
সবার সুবুদ্ধির উদয় হোক বৌদি, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
এই ঘটনাটি আসলেই মেনে নেওয়ার মতো নয়। ঘটনাটি শুনে সত্যিই খুব কষ্ট লেগেছে এবং বারবার মনে হচ্ছে, আছিয়ার বোনের শ্বশুরকে যদি ইচ্ছেমতো মারতে পারতাম। সেই অমানুষের কোনো অধিকার নেই পৃথিবীতে বেঁচে থাকার। তাকে অবশ্যই ফাঁসি দেওয়া উচিত।