গুঞ্জন
গতকাল সোশ্যাল মিডিয়ার নিউজফিড চেক করার সময় হঠাৎই আমাদের রকি ভাইয়ের @narocky71 একটা স্ট্যাটাস চোখে পড়েছিল। তাতে স্পষ্ট করে লেখা ছিল, সবাই শুধু বাহির থেকে আমাদের ইনকামটা দেখে, তবে এই ইনকামের পিছনে আমাদের কতটা পরিমাণ শারীরিক-মানসিক পরিশ্রম, রাতজাগা, কষ্ট কিংবা অন্যান্য বিষয় স্যাক্রিফাইস করতে হয়, তা কেউ দেখতে চায় না।
স্ট্যাটাসটা সংক্ষিপ্ত হলেও এর পিছনের ঘটনা, কেউ না বুঝলেও আমি বুঝি। তাছাড়া বোঝে আমাদের মত মানুষরা, যারা কিনা একই কাজের সঙ্গে সম্পৃক্ত আছে ঠিক তারা।
আমাদের পারিপার্শ্বিক অবস্থাতে টিকটিকি মার্কা লোকের অভাব নেই, যারা কোনদিন কোন কিছু বুঝতেও চাবে না কিংবা জানতেও চাবে না, তারা শুধু উপরের ব্যাপারটা দেখেই হা-হুতাশ করবে এবং তিক্ত সমালোচনা করবে।
এরা না পারে নিজেদের অবস্থান পরিবর্তন করতে, না পারে কোন কিছু শেখার জন্য আগ্রহ পোষণ করতে কিংবা না পারে অন্যকে অনুপ্রাণিত করতে। শুধু এরা একটা কাজেই পটু, সেটা হচ্ছে তিক্ত সমালোচনা করে অন্যকে বিব্রত করাই এদের কাজ।
সত্যি বলতে গেলে কি, আমাদের সমাজে এরকম হীনমন্যতায় ভোগা স্বভাবের মানুষের অভাব নেই। সমাজটাই ভরে গিয়েছে এদের দিয়ে। তাই যারা নিজের কাজকর্ম ঠিকঠাক মতো করছে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের দেখলেই হীনমন্যতায় ভোগা মানুষজন জ্বলে পুড়ে যায়।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে চাই, আজ পর্যন্ত আমি এসব কথা শুনে প্রচুরভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং এসব কথা কখনো কানে নেই না বরং চুপচাপ থাকি আর দারুণভাবে উপভোগ করি।
আমি মনে করি, আমরা সঠিক কাজকর্ম করছি বিধায় এমন গুঞ্জন হচ্ছে। জীবনে এমন সমালোচনার দরকার আছে, তাহলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা আরো প্রসারিত হয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে কিছু কিছু মানুষের কাজ ই হচ্ছে মানুষের সমালোচনা করা। তারা চায় সমালোচনার মাধ্যমে আমাদের ক্ষতি করতে। কিন্তু যে বা যারা তাদের কথা কানে না নিয়ে,সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তারাই দিনশেষে সফলতা অর্জন করতে সক্ষম হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মতামতের সঙ্গে সহমত পোষণ করছি ভাই।
এরা এদের কথা বলতেই থাকবে ভাই। আমি আপনি সেটা বন্ধ করতে পারব না। এই যে দীর্ঘদিন লেগে থাকা চেষ্টা করা অনেক গুলো রাত না ঘুমিয়ে অতিবাহিত করা সত্যি এগুলো কেউ দেখবে না। দিনশেষে সবাই ঐ টাকা টা দেখে এবং নিজের মনগড়া একটা অপ্রাসঙ্গিক কথা বলে দেয়।