নেচার ষ্টাডি পার্কে কিছুটা সময়
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে নেচার ষ্টাডি পার্কের কিছুটা সময় ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
বেশ কদিন মেঘলা আকাশ। হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে ।আর এই বৃষ্টি ঘরে বসে থাকলে বেশ ভালোই লাগে উপভোগ করতে ।আর রাস্তায় বের হলে তো বুঝতেই পারছেন ,রাস্তায় বের হলে তখন মনে হয় এই বৃষ্টি হওয়ার চেয়ে না হওয়াই ভালো।
আজ বেশ সকাল করেই ঘুম ভেঙে গেছে। একটু কলেজ যাওয়ার ছিল তাই সকাল সাতটা নাগাদ বেরিয়ে গেলাম কলেজ যাওয়ার জন্য ।কলেজের কাজ খুব তাড়াতাড়ি মিটে যাওয়াতে ভাবলাম একটুও পার্ক স্ট্রিট যাই। পার্ক স্ট্রিট জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা বলা যেতে পারে ।আর তার সাথে এই জায়গাটিকে অফিস পাড়া ও বলা যেতে পারে । পার্ক স্ট্রিট এর রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি নেচার স্টাডি পার্ক চোখে পড়ে ।
বাইরে থেকে এই পার্কটা দেখতে খুবই ভালো লাগলো ।তাই এক পাক ঘুরে দেখার জন্য ঢুকেই গেলাম। যেহেতু এখন বর্ষাকাল তাতে করে পার্কটায় ঢুকে বেশ ভালোই লাগলো।চারিদিকে অনেক অনেক রকম গাছপালা দেখতে পেলাম ।বিশেষ করে এখানে যেটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে কিছু কিছু গাছ বহু বছরের এবং সেটা খুব সংরক্ষণ করে রাখা হয়েছে।
তাছাড়াও পার্কটা একটু ছোটো হলেও ওই ছোট জায়গার মধ্যে কিছুটা জায়গা একটু বসে গল্প করার মত জায়গা রয়েছে। যেহেতু আমি সকালবেলায় গিয়েছিলাম সেহেতু দেখলাম অনেকেই মর্নিং ওয়াক জন্য এই জায়গাটি বেছে নিয়েছে। তাছাড়াও সামনে একটি পুকুর রয়েছে যেখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে তার সামনে লাইটিংয়ের ব্যবস্থা আছে যেটা রাত্রেবেলা এই লাইটিং এর ব্যবস্থা মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে ।
তাছাড়াও জলের মধ্যে কতগুলো হাঁস রয়েছে যেটা দূর থেকে দেখলেও খুব সুন্দর লাগছে এবং নানা ধরনের মাছ রয়েছে সব মিলিয়ে পার্কটি ভীষণ সুন্দর ।এবং সকাল সকল গিয়ে খুব ভালো লেগেছে আমার। তাই আজ আমি আপনাদের সাথে সেই মুহূর্তটা ভাগ করে নিলাম ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
নেচার স্টার্ডি পার্কের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো দিদি।পরিবেশটা খুব সুন্দর। তাইতো অনেকেই এখানে মর্নিং ওয়াকের জন্য আসেন।এখানে অনেক পুরনো গাছ ও সংরক্ষণ করা আছে।এখানে আবার পুকুর ও আছে। তার পাশে লাইটিং করা। রাতে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে।আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো দিদি।এমন পরিবেশে গেলে মন এম্নিতেই ভালো হয়ে যায়। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ইস্ দারুন সুন্দর তো এই পার্কটি। আমাদের দেশে হলে তো আমি প্রতিদিন যেয়ে বসে থাকতাম। ঝর্ণা আর প্রকৃতি যেন একাকার হয়ে গেছে এই পার্কের ভিতর। আবার স্নিগ্ধ এই পার্কেটিও কিন্তু বেশ পরিচ্ছন্ন। সকাল সকাল এই পার্কে গেলে তো প্রকৃতির র্নিমল বাতাশে প্রাণ ভরে যাবে। ধন্যবাদ দিদি। এত সুন্দর পার্ক দেখে প্রাণ না জুড়াতে পারি চোখ তো জুড়ালাম।
দিদি আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে বৃষ্টির কোন দেখা নেই। প্রচন্ড রোদে জীবন প্রায় অতিষ্ঠ। যাইহোক দিদি নেচার ষ্টাডি পার্কে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আর এরকম সুন্দর জায়গায় যদি সময় কাটানো যায় তাহলে অনেক ভালো লাগে। এছাড়া এত সুন্দর পরিবেশে মাঝে মাঝে গিয়ে সময় কাটালে মন ভালো হয়ে যায়।
একদম ঠিক বলেছেন দিদি,বর্ষাকালে রাস্তার বের হতেই ভালো লাগে না।ঘরে বসেই যেন দারুণ উপভোগ করা যায়।সকালবেলা পার্কগুলি ব্যায়াম করার জন্য একদম উপযোগী এবং দারুণ নীরবতা পাওয়া যায়।ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল, ধন্যবাদ দিদি।
দিদিভাই শহুরে জীবনে অভ্যস্ত মানুষের জন্য এমন পার্ক হতে পারে অনেকটা শান্তির জায়গা। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে যদিও স্বল্প সময়ের জন্য পার্কটিতে বেড়াতে গিয়েছিলেন, তবে সময়টা সম্ভবত ভালই কেটেছে আপনার।