এলোমেলো আলোকচিত্র

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কয়েকটি এলোমেলো ছবি ভাগ করে নিচ্ছি। যে ছবিগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2024-05-04 at 23.09.00_9ba0a526.jpg

এই ছবিটি ঠিক বিকেলবেলা সময়টা তোলা হয়েছিল। আর এই ছবিটি বাগজোলা খালের ঠিক সামনেটা । সেই সময়টা আমরা ওই খালের পাশ থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ করেই আকাশের দিকে তাকাতে এত সুন্দর লাগলো যে না ছবি তুলে থাকতে পারলাম না।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2024-05-04 at 23.09.00_cb280425.jpg

এই ছবিটি দেখে বুঝতেই পারছেন যে বটগাছের ছবি । আমার ঠিক বাড়ির সামনেই এই গাছটি রয়েছে।বট গাছ খুব বড় জায়গা জুড়ে জমির সমান্তরাল শাখাপ্রশাখা বিস্তার করে যারা স্তম্ভমূলের উপর ভর দিয়ে থাকে। বট গাছের ঝুড়িগুলো দেখতে বেশ ভালোই লাগে আর যেহেতু এই ছবিটি বিকেল বেলায় তোলা আরো যেন সুন্দর লাগছিল।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2024-05-04 at 23.10.09_94d63778.jpg

ছবি দেখেই বুঝতে পারছেন এটা নয়নতারা ফুলের ছবি। এই ছবিটা ছাদবাগান থেকে তোলা ঠিক বর্ষাকালের সময়টা ।আর বর্ষাকালে ফুলের সৌন্দর্য একদম আলাদাই থাকে যা এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2024-05-04 at 23.13.26_105502d4.jpg

এই শের বেঙ্গল রিসোর্টটি মন্দারমনিতে যখন গিয়েছিলাম তখন এই জায়গাতেই থেকেছিলাম। এই রিসোর্টটি এত সুন্দর ছিল যেটা বলে বোঝাতে পারবো না। কারণ এই রিসর্টের সাথেই সমুদ্র লাগোয়া ছিল আর এই ছবিটি বিকেলবেলা সময়টাতে তোলা। সন্ধ্যেবেলার সময়টা এই রিসোর্টটাকে দেখতে আরো সুন্দর লাগছিল। যেহেতু অনেকটা জায়গা জুড়ে রিসোর্টটি তাই অনেকটা খোলামেলা ও বলা যেতে পারে।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2024-05-04 at 23.17.05_1a554a42.jpg

এই ছবিটি পার্ক স্ট্রিটের রাস্তা থেকে তোলা। ২৫ শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনটি পার্ক স্ট্রিটের রাস্তা আলোয় আলোকিত হয়ে ওঠে। এই দিন কলকাতার প্রায় মানুষই এই আলো দেখার জন্য পার্ক স্ট্রিট এ চলে আসে। এবং অনেকটা সময় এখানে সময় কাটায়। অনেকটা জায়গা জুড়ে এরকম ভাবে আলোকিত থাকে বলে দেখতেও খুব সুন্দর লাগে।


ডিভাইসiphone 13pro
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

এলোমেলো কিছু চমৎকার ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে দিদি।সুন্দর উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month 

দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট সাজিয়ে শেয়ার করেছেন দিদি। নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বর্ষাকালে ফুলের সৌন্দর্য সত্যিই অন্যরকম হয়। খুব ভালো লাগলো পোস্টটি দেখে।

 last month 

দিদি আপনাদের শেয়ার করা আলোচিত্র গুলো ভালো লেগেছে দেখে। নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে বর্ষাকাল আসলে নয়ন তারা ফুলের মধ্যে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন বেশ ভালো লাগে। এছাড়াও মান্দার মনির রিসোর্ট থেকে নেওয়া ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। অন্যান্য ফটোগ্রাফি গুলো খুব চমৎকার ভাবে আপনি ক্যাপচার করলেন। আমাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে নয়ন তারা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দিদি। স্বচ্ছ সুন্দর ছবিগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

চমৎকার কিছু এলোমেলো আলোকচিত্র উপহার দিলেন।প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন দিদি। নয়নতারা ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে এবং পার্ক স্ট্রিটের রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম দিদি। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 last month 

আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো আমার কাছে। যেখানেই প্রাকৃতিক পরিবেশের চিত্রসহ ফুল ও গাছ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পাশাপাশি খুব সুন্দর বর্ণনা করেছেন তাই আরো ভালো লেগেছে আমার।

 last month 

আপনার করা এলোমেলো আলোকচিত্র গুলো দেখে অনেক ভালো লাগলো দিদি। মাঝেমধ্যে এমনটা হয় যে হঠাৎ করেই আকাশের দিকে তাকালে আকাশের সৌন্দর্য দেখে সারপ্রাইজ হয়ে যাওয়া লাগে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 last month 

২৫ শে ডিসেম্বর পার্কস্টিটের আলো ঝলমলে রাস্তা টা বেশ দারুণ লাগছে তো। চমৎকার দৃশ্য। দারুণ ছিল দিদি এটা। মন্দারমনির রিসোর্ট টাও বেশ চমৎকার। বটগাছ টা দেখে বেশ নিরিবিলি একটা পরিবেশের আভাস পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ! আপু আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটো তুলতে আমারও অনেক ভালো লাগে৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলোর মধ্যে নয়নতারা ফুলের ফটোগ্রাফি ও খাল পাড়ের ফটোগ্রাফি। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপু আপনার তোলা সুন্দর সুন্দর দৃশ্যের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে এরকম ফটোগ্রাফি গুলো যতই দেখি ততই ভালো লাগে। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফির মধ্যে নয়নতারা ফুলের চমৎকার ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70453.17
ETH 3808.25
USDT 1.00
SBD 3.51