বাঙালির প্রাণ তুমি ❤️।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে রবি ঠাকুরের একটি চিত্র অঙ্কন করে ভাগ করে নিলাম।।
গ তকাল ছিল ২৫ শে বৈশাখ ।বাংলার ঘরে ঘরে রবি বন্দনা ।সত্যিই রবীন্দ্রনাথ আমাদের সকলের কাছে একটা সূক্ষ্ম আবেগ-অনুভূতি সমান। সাথে সাথে দুর্বলতা ও বটে ।জীবনের মনে হয় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবি ঠাকুরের উপস্থিতি চোখে পড়ে না প্রতিটা ক্ষেত্রেই সমান উপস্থিতি ।জীবনের প্রতিটা বাঁকে রবীন্দ্রনাথ যেন আমাদের যত্নে পথ দেখিয়েছেন একখানি আলোকিত প্রদীপ হাতে নিয়ে। যে প্রদীপের শিখা কখনো নেভে না কখনো নিভভে ও না। কবিতার পাতায় ,গানের সুরে, তুলির টানে গল্প-উপন্যাসের প্রতিটা অধ্যায় রবি ঠাকুরের কলম কথা বলেছে সব ক্ষেত্রে ।আসলে সাহিত্যে রবীন্দ্রনাথ নিজেই একটি যুগ তাঁর মতো প্রতিভা দুর্লভ ।প্রত্যেকটি মানুষের জীবনে গান ,কবিতা ,গল্প সবকিছুর মধ্যে যেন মনে হয় জড়িয়ে আছেন উনি ।আমাদের প্রকৃতি বাংলা ছয় ঋতুর সাথে ছিল যার অমোঘ টান তিনিই রবীন্দ্রনাথ । যতটুকু বুঝি বা যতোটুকু জানি বা যতোটুকু জেনেছি তাঁকে শুধু এইটুকু বুঝেছি তিনি আমাদেরই লোক, আমাদের ঘরের লোক ,আত্মার আত্মীয় ,মনের আনন্দ। তিনি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে বিরাজ করেছেন ।প্রতিটা মানুষের জীবনে সুখে দুঃখে রবীন্দ্রনাথ জুড়ে আছেন ।একদিকে ওনাকে প্রাণের ঠাকুর ও বলা যেতে পারে। এই রবি সদা বিরাজমান প্রত্যেকটি মানুষের হৃদয় মাঝে ।সবার ঘরে ঘরে।
উপকরণ
• সাদা খাতা
• পেন্সিল
• রবার
• কালো পেন
প্রথম ধাপ
• প্রথমে একটি খাতা, পেন্সিল ,রাবার ও একটি কালো পেন নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• এরপর পেন্সিল দিয়ে মাথার কিছুটা অংশ এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
চতুর্থ ধাপ
• এরপর চোখ ও নাকের আউটলাইন করলাম।
পঞ্চম ধাপ
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
• এরপর কালো পেন দিয়ে বর্ডার করে নিলাম।
অষ্টম ধাপ
নবম ধাপ
• এইভাবে পুরো চিত্রটি অঙ্কন করে নিলাম ।
রবি ঠাকুরের আর্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপু আপনার দক্ষতা আপনার আর্ট এর মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপু এতো সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
শুভকামনা রইল।
রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাই
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপনি খুব সুন্দর লিখেছেন আসলেই আমাদের জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে রবি ঠাকুরের বিচরণ নেই তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই লিখে গেছেন তাঁর অসাধারণ জীবদ্দশায় তিনি অমর কিছু কীর্তি রেখে গেছেন আমাদের জন্য। বাংলা সাহিত্যের তার অবদান কখনো ভোলার নয়।
আপনি খুব সুন্দর ভাবে রবি ঠাকুরের স্কেচ অঙ্কন করেছেন। আপনার স্কেচ অঙ্কনের পদ্ধতি আমার বেশ ভাল লেগেছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে রবি ঠাকুরের স্কেচ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর আঁকেন সব সময়ই।রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি ছবি এঁকেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ।
দিদি ইউ ডিজার্ড গুড । তোমার হাতে যে জাদু আছে, তা কিন্তু তোমার অংকন দেখেই বোঝা যাচ্ছে । রবি ঠাকুরের ছবিটা বেশ ভালোই এঁকেছো । শুভেচ্ছা রইল তোমার জন্য ।
ভালোবাসা অবিরাম 😊🙏
রবি ঠাকুরের গান, গল্প, কবিতা , উপন্যাসের আমি যে কতবড় ভক্ত তা আপনাকে বলে বোঝাতে পারব না দিদি। তার মতো প্রতিভা সত্যিই দুর্লভ।
রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আপনি দারুন একটি আর্ট করেছেন দিদি। সত্যি মুগ্ধ হয়ে গেলাম আপনার আর্ট করার দক্ষতা দেখে। ধন্যবাদ।
সব সময় রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করি। আপনি খুব সুন্দর করে রবীন্দ্রনাথের মুখ স্মৃতি অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরলেন আপু। যেটা দেখে সত্যিই অনেক মুগ্ধ হলাম খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন।
নিঃসন্দেহে আমিও আপনার টাইটেল এর সাথে সহমত পোষণ করছি। দারুন ছিল উনার জন্মদিন উপলক্ষে উইশ করার পদ্ধতি টি। আর সেই সাথে খুব চমৎকার লেখনি। শুভকামনা রইল দিদি আপনার জন্য।
আমাদের সকল বাঙালির প্রাণ প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, দিদি মনি আপনি অনেক সুন্দর করে প্রিয় মানুষটির চিত্র আর্ট করেছেন, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রিয় মানুষটির জন্মদিনের উপহার অনেক সুন্দর ছিলো।
ওয়াও আপু আপনার আর্টের প্রশংসা আর কত করবো। দারুন এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। একটা কথা ঠিকই বলেছেন, গান ,কবিতা ,গল্প সবকিছুর মধ্যে যেন মনে হয় জড়িয়ে আছেন উনি। উনার কথা বলে শেষ করা যাবেনা। আপনার পোস্টগুলো আমার কাছে ভালই লাগে।
ওয়াও! আপনার আর্টের প্রশংসা না করলেই নয়। এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। 💜💜💜