মধ্যমগ্রাম ইয়ং সেন্টারের কালীপূজা
নমস্কার বন্ধুরা,
প্রথমেই সকলকে জানাই শুভ দীপাবলীর প্রীতি এবং শুভেচ্ছা ।আজ আমি আপনাদের সঙ্গে মধ্যমগ্রামের একটি কালী পূজার পূজা মন্ডপ ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে ।
আজ কালী পূজা। গতকাল মধ্যমগ্রামে কিছু কাজের জন্য গিয়েছিলাম ওখানে খুব বড় করে কালীপুজো হয়। অনেক কলকাতার মানুষ এই কালীপুজো উপলক্ষে মধ্যমগ্রাম ,বারাসাতের দিকে ঠাকুর দেখতে আসে ।আমাদের কলকাতায় যেমন খুব সুন্দর থিম বানিয়ে দুর্গাপুজো করা হয় ,তেমনভাবেই বারাসাতে খুব সুন্দর করে থিম বানিয়ে কালীপুজো করা হয় ।তাই বহু মানুষ এই কালী পূজা থেকে ভাইফোঁটার মধ্যে ঠাকুর দেখতে আসে এখানে।
আমি যেহেতু কাজের সূত্রে গিয়েছিলাম ,তো আজকে যেহেতু কালীপুজো আর গতকাল অনেক পুজো প্যান্ডেল খোলা হয়ে গিয়েছিল দেখার জন্য। তাই আমিও একটি প্যান্ডেল ঘুরে চলে এসেছিলাম।এই পূজা মণ্ডবটি মধ্যমগ্রাম ইয়ং সেন্টারের পুজো । এই মণ্ডপের ভাবনা হচ্ছে সময়ের বেড়াজাল।
সময়ের বেড়াজাল বলতে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়ের বেড়াজালে আটকে থাকে যেমন শিশু অবস্থায় প্রত্যেক শিশুর মনে অনেক স্বপ্ন থাকে, যেগুলো ছোট ছোট সোলার দ্বারা শিশু বানিয়ে পাখির মতো করে বানানো হয়েছে। যেগুলোকে বোঝানো হয়েছে যে শিশু মনে অনেক ধরনের স্বপ্ন থাকে ।তেমনভাবেই এখানে কিছু ছোট ছোট কাপড় দিয়ে মানুষ বানিয়ে সেগুলোকে সেলাই করে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে মানুষ বয়সের সাথে সাথে সমস্ত কিছুর বেড়াজালে আটকে থাকে। অনেক নিয়ম কানুন এবং তার ছোট থেকে বড় হওয়া সব কিছু একটা নিয়ম এবং বদ্ধতার সাথে আটকে থাকে।
এত সুন্দর চিন্তা ভাবনাটি মণ্ডপের মধ্যে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাই আপনাদের সঙ্গে আমি এই মন্ডপটি ভাগ করে নিলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বেশতো একসাথে দু'কাজ করে নিলেন দিদি। কাজে গিয়ে মন্ডপও ঘুরে এলেন। আর ঘুরে এলেন বলেই না আমরা সুন্দর একটা থিম এর কালিপুজা সম্পর্কে জানতে পারলাম।আসলেই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের বেড়াজালে আটকে থাকে। তবে ফটোগ্রাফিগুলে বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
দিদি প্রথমেই আপনাকে কালীপূজার শুভেচ্ছা জানাচ্ছি। কালীপূজা উপলক্ষে মধ্যমগ্রাম ইয়ং সেন্টার দুর্দান্ত আয়োজন করেছে। সময়ের বেড়াজাল থিমটি দারুণ লেগেছে আমার কাছে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
কালি পুজোর শুভেচ্ছা রইলো দিদি ৷ আসলেই আপনাদের ওই দিকে কালিপুজো অনেক বেশি জাঁকজমক ভাবে করা হয় ৷ আর থিম গুলোও ভীষণ সুন্দর ৷ অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে বারাসার কালিপুজোর থিম দেখে ৷ যাক আপনি কাজের ফাকে বারাসাতে কালিঠাকুর দর্শন করেছেন জেনে ভালো লাগলো ৷ নিশ্চয়ই ভালো সময় কাটিয়েছেন সেখানে ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে , শুভকামনা রইল আপনার জন্য ৷
বাহ্ এখনকার কালী পূজার থিম তো আসলেই চমৎকার দিদি। কোলকাতার পূজার মতোই অনেকটা ঘটা করেই বারাসাতে পূজার উৎসব পালিত হয়।ডেকোরেশন আলোকসজ্জা সব মিলিয়ে ভালো লাগছে দেখতে অনেক দিদি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
মধ্যমগ্রাম ইয়ং সেন্টারের কালীপূজার প্যান্ডেলের
ডেকোরেশন ও আলোকসজ্জা দেখে, জাস্ট অবাক হয়ে গিয়েছি। এক কথায় দুর্দান্ত ও চোখ ধাঁধানো।
দীপাবলীর শুভেচ্ছা রইল দিদিভাই।