কফি বীজ ও শিশুশ্রম

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি কফি বীজ ও শিশুশ্রম নিয়ে কিছু বিষয় আলোকপাত করব।আশা রাখছি

17303229148986895587778901022532.jpg

Image created by OpenAI

কফি বীজের ইতিহাস যেমন সুগন্ধি আর উত্তেজনাময় তেমনি এ শিল্পের পেছনে রয়েছে একটি গা-ছমছমে বাস্তবতা।বিশ্বব্যাপী কফির জনপ্রিয়তা দিন দিন বাড়লেও অনেক ক্ষেত্রেই এই শিল্পের অন্ধকার দিকগুলো আমাদের চোখের আড়ালে রয়ে গেছে।বিশেষ করে বিশ্বের অনেক অঞ্চলেই কফি চাষের ক্ষেত্রে শিশু শ্রম ও শিশু অত্যাচারের ঘটনা খুবই উদ্বেগজনক।

বিশ্বের কফি উৎপাদনের মূল কেন্দ্রগুলো যেমন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু দেশ সাধারণত গরীব এবং দুর্বল অর্থনীতির দেশ।এই দেশগুলোর গ্রামীণ এলাকাগুলোতে শিক্ষার অভাব ও কর্মসংস্থানের সুযোগের অভাব প্রায়শই শিশুদেরকে কৃষিকাজে যুক্ত হতে বাধ্য করে।গরীব পরিবারগুলো অনেক সময়ই শিশুদের শিক্ষার খরচ বহন করতে পারে না এবং তাদের অর্থনৈতিক চাহিদা মেটাতে শিশুরাও বাধ্য হয়ে কাজের খোঁজে বের হয়।এতে শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হয় এবং অধিকাংশ ক্ষেত্রে শারীরিক ও মানসিক কষ্টের শিকার হয়।

কফি চাষের ক্ষেত্রে শিশুরা সাধারণত বীজ রোপণ করা গাছের যত্ন নেওয়া কফি ফল সংগ্রহ করে এবং পরিশেষে ফলগুলো প্রসেসিংয়ের জন্য প্রক্রিয়াকরণের কাজে জড়িত থাকে।এই কাজগুলো বেশ কষ্টসাধ্য এবং দীর্ঘ সময় ধরে করতে হয়।একদিনের কাজের পরিশ্রমের জন্য শিশুরা পায় খুবই সামান্য মজুরি যা তাদের পরিশ্রমের তুলনায় নগণ্য।কিছু ক্ষেত্রে এই শিশুরা খুব কঠিন ও বিপজ্জনক পরিবেশে কাজ করে যেখানে তাদের শরীরে আঘাতের ঝুঁকি বেশি থাকে।

বিশেষ করে হন্ডুরাস, উগান্ডা এবং ব্রাজিলের মতো কিছু দেশে এই শিশুশ্রমের ঘটনা ব্যাপকভাবে বিদ্যমান।কফি উৎপাদনের মৌসুমে স্কুল ছুটির সময়ে শিশুদের কাজে নিয়ে আসা হয়, কিন্তু এটি পরে স্থায়ী হয়ে যায়।শিশুরা প্রায়শই এমন কঠিন শারীরিক কাজ করে যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং অনেকেই দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার মুখোমুখি হয়।

বড় বড় বাণিজ্যিক কফি কোম্পানিগুলো এই উৎপাদিত কফি বীজ সংগ্রহ করে এবং এর মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে।তবে এই শিল্পের লাভের বেশিরভাগ অংশই শিশুশ্রমে নিয়োজিত শিশুদের পরিবার বা তাদের কাছে পৌঁছায় না।অনেক কোম্পানিই টেকসই ও ন্যায়সঙ্গত কফি উৎপাদনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর বাস্তবায়ন সবসময় হয় না।

কিছু আন্তর্জাতিক সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠান শিশুশ্রমের ব্যবহার কমাতে উদ্যোগ নিচ্ছে।"ফেয়ার ট্রেড" এবং "রেইনফরেস্ট অ্যালায়েন্স" এর মতো সার্টিফিকেশন প্রোগ্রামগুলো নিশ্চিত করতে কাজ করছে যে কফি চাষে কোনো শিশুশ্রম ব্যবহার না হয় এবং শ্রমিকরা ন্যায্য মজুরি পায়।এছাড়া, গ্রামীণ এলাকায় শিক্ষার প্রসার ঘটানো এবং দারিদ্র্য দূরীকরণের জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

কফির কাপ হাতে নেওয়ার সময় আমরা অনেকেই চিন্তা করি না এর পিছনের গল্পটা।তবে এই অন্ধকারময় বাস্তবতাকে বদলানোর জন্য আন্তর্জাতিক সচেতনতা শিশু অধিকার সংরক্ষণ এবং বৃহৎ কোম্পানির দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।কফির এই গল্পটা শুধু একটি বীজ থেকে গাছ হয়ে ওঠার নয় বরং এটি একটি সংগ্রামের গল্প যেখানে শিশুরা তাদের ভবিষ্যৎ ফিরে পেতে এবং একটি সুন্দর পৃথিবীতে গড়ে ওঠার আশায় প্রহর গুনছে।

এই পরিবর্তনের পথে আমাদের সচেতনতা ও সমর্থনই তাদের জীবনকে আলোকিত করতে পারে।





VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  
 15 days ago 

সত্যি দিদি আমরা কেউ পেছনের বাস্তবতা জানার চেষ্টা করি না বরং আরামে বসে কফির নিদারুণ স্বাদ নেয়ার চেষ্টা করি মাত্র। শিশুশ্রম এর বিষয়ে আমাদের আরো বেশী সচেতন হওয়া প্রয়োজন। ধন্যবাদ

 15 days ago 

দারুন একটি বিষয়ে আপনি সচেতনতা মূলক একটি পোস্ট করলেন দিদি। শিশুশ্রম সারা পৃথিবীর একটি ভয়ংকর সমস্যা। আর এই সমস্যা থেকে আমরা কিছুতেই নিজেদের বের করতে পারছি না। আসলে শিশু শ্রমিক কম খরচে পাওয়া যায় বলে তার চাহিদা সারা পৃথিবীতে অনেক। তবে আমি যেখানেই দেখি সেখানেই প্রতিবাদ করি। কিন্তু তাতে যে কোন লাভ হয় না, তাও বিলক্ষণ জানি।

 15 days ago 

বেশ দারুণ ওসচেতন মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। এই ছোট ছোট শিশুদের দিয়ে কাজ করানো আসলে অনেক অন্যায়।এত অল্প বয়সে তারা কঠোর পরিশ্রম করছে এতে তাদের মানসিক শারীরিক বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আসলে শিশুশ্রমের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম দিদি। ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 14 days ago 

আসলে শিশুশ্রম বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হলেও,এটা তেমন কেউ মানতে চায় না। যাইহোক কফি বীজ ও শিশুশ্রম নিয়ে দারুণ আলোচনা করেছেন বৌদি। পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। এমন তথ্যবহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

অনেক ভয়ংকর অজানা শিশুশ্রম জানতে পেলাম দিদি আপনার পোস্টে।জেনে ভালো লাগলো আন্তর্জাতিক সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠান শিশুশ্রমের ব্যবহার কমাতে উদ্যোগ নিচ্ছে।সত্যি কফির কাপ হাতে নিয়ে পিছনের ভয়ংকর গল্প আমরা জানি না।আমিও জানতাম না আপনার পোস্টে জানতে পেলাম। ধন্যবাদ দিদি পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।