আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ০২ -০৪-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।কিন্তু আজ অনেক দিন পর সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে একজন ইউজার পাওয়া গিয়েছে।তিনি @aflatunn এ সপ্তাহে shy-fox থেকে মাত্র একটি সাপোর্ট পেয়েছেন।আগামী সপ্তাহে তিনি shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।
সময়কাল : ২৭ মার্চ ২০২৩ থেকে ০২ এপ্রিল ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০৩ এপ্রিল ২০২৩ থেকে ০৯ এপ্রিল ২০২৩.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@aflatunn/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR




প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদের মাঝে সাপোর্টবিহীন ইউজার এর লিস্ট প্রকাশ করা হয়েছে। যে সকল ইউজার সুপার একটিভ লিস্ট থেকে সাপোর্টের আওতায় আসতে পারেনি সে সকল ইউজারকে কে খুঁজে অনেক সুন্দর ভাবে একটি পোস্ট করেছে আমাদের তানজিলা আপু। এই সপ্তাহে একজন ইউজারকে পাওয়া গিয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আফলাতুন আপুকে বাড়তি সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ সপ্তাহে তিনি তিনটি সাপোর্ট পাবেন। সাপোর্ট বঞ্চিতদের এই তালিকায় নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আজকে অনেকদিন পরে দেখছি সাপোর্টবিহীন লিস্টে একজনের নাম দেখতে পেলাম। আশা করি সে খুব তাড়াতাড়ি নিজের সাপোর্ট গুলো পাবে। এই রিপোর্ট এত সুন্দর ভাবে পাবলিশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
রিপোর্ট টি দেখে অনেক ভালো লাগলো ৷ সবাই সাপোর্ট পাচ্ছে এটা জেনে আরো বেশি ভালো লাগলো ৷ আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই সেরা কিছু ৷ এখানে সবার সুবিধার কথা সব সময় চিন্তা করা হয় ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু
এটা কিন্তু আরো একটা বিষয় প্রমান করে আর সেটা হলো আমার বাংলা ব্লগ কোয়ালিটি ইউজারদের সর্বোচ্চ সাপোর্ট দেয়ার চেষ্টা করে। মাত্র একজন ইউজার ছিলো এই সপ্তাহে, খুব সুন্দর রিপোর্ট। ধন্যবাদ
Upvote me also bro
প্রতিনিয়ত আপনার এই রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে। এতে করে একজন ইউজার ও যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাকে সাপোর্টের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনি প্রতি সপ্তাহে আপনার কাজ করে যাচ্ছেন। সাপোর্ট বিহীন ইউজারকে সাপোর্টের আওতায়েন আনছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
খুবই পজেটিভ ব্যাপার যে,এই সপ্তাহে সাপোর্ট বিহীন ইউজার এর সংখ্যা মাত্র একজন।
আপনার এই উদ্যোগের সাধুবাদ জানাই।এই উদ্যোগের মাধ্যমে যারা সুবিধা বঞ্চিত থাকে,তাদেরকে আপনি সুবিধার আওতায় আনেন সেটা অনেক ভালো লাগে। প্রশংসনীয় একটি উদ্যোগ ধন্যবাদ আপনাকে।