বাচ্চাদের ছুটির দিনে দারুণ একটি অ্যাক্টিভিটি
সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে শনিবার, বাচ্চাদের স্কুল ছিল বন্ধ। বন্ধের দিনগুলো কাটানো খুবই কষ্টকর।আর এই দিনে শুধু ট্যাব এবং টেলিভিশন নিয়ে তারা ব্যস্ত থাকে। তাই মাঝে মাঝে চেষ্টা করি তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে ব্যস্ত রাখতে। অনলাইনে অর্ডার করেছিলাম তাদের পছন্দমত ব্রেসলেট মেকিং কিট। প্রথমে আমি জানতাম না জিনিসটা আসলে কি?কিভাবে তৈরি করা হয়? বক্স দেখে তেমন একটা ভালো লাগেনি। কিন্তু তারা বানানোর পর আমি তো দেখে অবাক! খুবই চমৎকার চমৎকার কিছু ইয়াররিং, ব্রেসলেট, মালা, রিং সহ আরও অনেক আইটেম তারা বানিয়েছে। ছুটির দিন দু'বোন অনেক আনন্দের সাথে বসে বসে এই আইটেম গুলো বানিয়েছে।আর আমি তো দেখে একেবারেই মুগ্ধ।আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।চলুন এক নজরে তাদের বানানো আইটেমগুলো দেখে নেয়া যাক।
বক্সের মধ্যে যেসব আইটেম ছিল।
উপরের ওই বস্তুগুলোর সাহায্যে আইটেমগুলো বানানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে একটি সিজার, দুটি নিডেল,একটি ফরসেপ ও সুতা।
উপরের সবগুলোই কানের দুল। খুবই এক্সাইটেড ছিল তারা কানের দুলগুলো বানানোর সময়। শুধু নিজেদের জন্যই বানায়নি, তাদের ফ্রেন্ডের জন্যও বানিয়েছে কানের দুল, ব্রেসলেট। আমার ছোট মেয়ে তো নিজের কানেও পড়েছে এবং আমার কানে ও পড়িয়ে দেখেছে কেমন লাগে। আসলেই কানের দুলগুলো দেখতে খুবই চমৎকার লাগছে।
এটি কি-চেইন।
উপরের দুটি ব্রেসলেট। ব্রেসলেট গুলোতে তাদের নিজেদের নাম বানিয়ে নিয়েছে। এখানে অনেকগুলো লেটার দিয়েছে। ওই লেটারগুলোর সাহায্যে নিজেদের নাম বানিয়ে নিয়েছে খুব সহজেই। সত্যিই বাচ্চাদের আনন্দের জন্য এবং সময় কাটানোর জন্য দারুণ একটি খেলনা ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
Location |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আসলেই তাদের কাজের দক্ষতা দেখে মুগ্ধ হওয়া স্বাভাবিক। কানের দুল তৈরি করেছে আবার ব্রেসলেট তৈরি করেছে যেখানে নিজেদের নামও আবার ফুটিয়ে তুলেছে। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ট্যাব এবং টেলিভিশন এসব ডিভাইস থেকে দূরে রাখার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিস দেওয়া টা খুবই ভালো। এতে তারা নতুন কিছু শিখতেও পারে আর ডিভাইস থেকেও দূরে থাকে। তাদের বানানো জিনিস গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। ব্রেসলেট মেকিং কিট আমিও আজ প্রথম দেখলাম। বেশ কয়েক ধরনের কিট রয়েছে দেখছি। নাম দেওয়া ব্রেসলেট গুলো অনেক বেশি ভালো লাগছে।
আমাদের সময় তো এগুলো ছিল না তাই যখন স্কুল ছুটি পেতাম তখন খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন খেলায় ব্যস্ত হয়ে পড়তাম। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগের বাচ্চারা ছুটি পেলেই টেলিভিশন আর মোবাইলের মধ্যে মজে যায়। তবে সেগুলো থেকে দূরে রাখতে আপনি খুব সুন্দর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করেছেন। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। মোবাইল আর টিভি দেখে সময় নষ্ট না করে কোনো কাজ করলে সেটাতে বরং তাদের জ্ঞান বাড়বে। আপনার দুই মেয়ে মিলে দারুন সব জিনিস বানিয়েছে। কানের দুল যেমন সুন্দর হয়েছে তেমনি সুন্দর হয়েছে ব্রেসলেট। তাদের নামের অক্ষর দিয়ে ব্রেসলেট বানানোতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। প্রতিসপ্তাহে তাদের নতুন নতুন অ্যাক্টিভিটিস দেওয়ার চেষ্টা করবেন এতে তারা যেমন আনন্দ পাবে তেমনি আপনার কাছেও ভালো লাগবে।
আপু ছুটির দিনে আপনি বাচ্চাদের সঙ্গে ভালই খেলাধুলা করেন যা দেখে খুব ভালো লাগে। এই অর্নামেন্টস সেটগুলো তো খুব চমৎকার। খুব সুন্দর সুন্দর ইয়ার রিং এবং ব্রেসলেট তৈরি করেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে নাম লেখা ব্রেসলেট দুটি। বাচ্চাদের বান্ধবীদের জন্য যে বানিয়েছে তারা পেলে নিশ্চয় অনেক খুশি হবে। খুব সুন্দর হয়েছে।
স্কুল ছুটির দিনের ট্যাব এবং টেলিভিশন থেকে দূরে রাখার জন্য এই ধরনের এক্টিভিটিস দিয়ে খুব ভালো কাজ করেছেন আপু। এতে মেয়েদের সময়ও যেমন খুব সুন্দরভাবে পার হচ্ছে ঠিক তেমনি অনেক চমৎকার কিছু ইয়ার রিং এবং ব্রেসলেট তৈরি করে ফেলেছে।বাচ্চারা শুধু তাদের জন্য বানাইনি তাদের বান্ধবীদের জন্য বানিয়েছে, নিশ্চয়ই বান্ধবীরা এগুলো পেলে অনেক হ্যাপি হবে।
বাহ সত্যি চমৎকার আপু দেখে ভালো লাগল। কী সুন্দর ব্রেসলেট টা তাও নিজের নাম দিয়ে তৈরি করেছে। ওগুলো ছাড়াও কানের দুল তৈরি করেছে। এবং নিজের ফ্রেন্ডসদের জন্যেও তৈরি করেছে। আপনার মেয়েদের নিয়ে এই এক্টিভিটি টা দারুণ ছিল। ওদেরই সময় ভালো কাটলো সময় টাও কাটলো ।
শিশুদের বন্ধের দিনে ট্যাব ও মোবাইল থেকে দূরে রাখার জন্য, খেলাধুলা ও এ ধরনের বিভিন্ন এক্টিভিটিতে ব্যস্ত রাখা খুব দরকার। যেহেতু আজকাল শিশুরা খেলাধুলা করতে পছন্দ করে না তারা ট্যাব বা মোবাইলে সময় কাটাতে বেশি পছন্দ করে। তবে আপনিবাচ্চাদের জন্য বেশ সুন্দর একটি জিনিস কিনে দিয়েছেন। যার মা্ধ্যমে তাদের সময় ভালো কাটবে সেই সাথে ক্রিয়েটিভিটিও বৃদ্ধি পাবে।বেশ ভালো লাগলো আপনার বাচ্চাদের বানানো গয়নাগুলো দেখে। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে ছুটির দিন বাচ্চারা কি করবে কি করবে খুঁজে পায় না তাই মূলত ট্যাব টেলিভিশন এগুলো নিয়েই পড়ে থাকে। তবে গ্রামের বাচ্চাদের ক্ষেত্রে এগুলো ভিন্ন। যাই হোক আপনি খুবই ভালো করেছেন আপনার মেয়েদের জন্য ভিন্ন কিছুর আয়োজন করে যার মাধ্যমে তারা কিছুটা হলেও আনন্দ পাবে আবার ট্যাব টেলিভিশন এগুলো থেকেও দূরে থাকবে।
বাহ্! দারুণ তো,ছুটির দিন ট্যাব এবং টেলিভিশন নিয়ে সময় কাটানোর চেয়ে, এই ধরনের এক্টিভিটি বাচ্চাদের মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এগুলো করতে বেশ বুদ্ধি প্রয়োগ করতে হয়েছে তাদেরকে। ব্রেসলেট, কানের দুল এবং কি-চেইন দেখে সত্যিই খুব ভালো লাগলো আপু। পোস্টটি আসলেই বেশ উপভোগ করলাম। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
স্কুল ছুটির দিনগুলোতে টিভি,ট্যাব নিয়ে বসে থাকবে এজন্য আপনি মেয়েদের নিয়ে আগেও ডাই পোস্ট করে শেয়ার করেছিলেন আপু।তখন ভীষণ ভালো লেগেছিল মেয়েদের কাজ দেখে।অনলাইনে তাদের পছন্দ মতো ব্রেসলেট মেকিং কিট অর্ডার করে এনেছিলেন।তবে আপনি বুঝতে না পারলেও তারা কিন্তু চমৎকার চমৎকার কানের দুল,ব্রেসলেট করে নিয়েছে।আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগলো। মেয়ে কানের দুল করে আপনার কানে দিয়ে ও দেখেছে।আসলে বাচ্চারা এ ধরনের কাজগুলো করলে দেখতে যেমন ভালো লাগে। তেমনি সময়টা ও আনন্দেই কাটে।আপনার অর্ডার করা সার্থক আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।