নিউজ পেপার দিয়ে গরুর গাড়ি কিংবা ঠেলাগাড়ি তৈরি
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও ভিন্ন ধরনের একটি ডাই নিয়ে চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টের মধ্যে ভিন্ন কিছু তোলে ধরার। ভিন্ন পোস্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি করতেও ভালো লাগে। কিছু কাজ থাকে যা দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু করতে গেলে বুঝা যায় কতটা সহজ, আবার কিছু কাজ দেখতে কঠিন মনে হলেও করতে গেলে সহজ লাগে। তারজন্য যত বেশি সময় নিয়ে কাজ করা যায় ততই দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ধরনের কাজ করতে যথেষ্ট সময়ের ব্যাপার। সেজন্য সবসময় করা হয়না। তবে যখন কোনো কাজ পরিশ্রম দিয়ে করার পর আপনাদের কাছ থেকে উৎসাহ পাওয়া যায় তখন মনে হয় সত্যি আমার সেই কাজ সার্থক।
আজ শেয়ার করবো নিউজ পেপার দিয়ে গরুর গাড়ি। বর্তমানে গ্ৰামের কোথায়ও গরুর গাড়ি দেখা যায় না। এটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। তাই চিন্তা করলাম নিউজ পেপারের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে আপনাদের একটু মনে করিয়ে দেই। আপনাদের কি এই গরুর গাড়ির কথা মনে আছে? এটা বলতে গেলে নব্বই দশকের দিকে যারা রয়েছেন তারা ভালো করে চিনবেন। আমাদের দিকে এঁকে আবার ঠেলাগাড়িও বলে। এই ধরনের গাড়ি দিয়ে মালামাল আনা নেওয়া করা হতো। বিশেষ করে ধানের সিজনে আগের মানুষ পাকা ধান কেটে অনেক দূরের যে জমি রয়েছে সেখান থেকে ধান বাড়ি নিয়ে আসতো। তাছাড়া বাড়ির কাজের জন্য ইট প্রয়োজন হলে সেগুলোও এই গাড়ির সাহায্য আনা নেওয়া করা হতো। তবে মাঝে মাঝে সুযোগ পেলে মানুষকেও তার গন্তব্যে পৌঁছে দিতো। কিন্তু ডিজিটাল যান্ত্রিক কবলে পড়ে ঠেলাগাড়ি কিংবা গরুর গাড়ি যাই বলি না কেন সেগুলো হারিয়ে গিয়েছে। এখন গ্ৰামে গেলে আর এই ধরনের ঠেলাগাড়ি কিংবা গরুর গাড়ি দেখা যায় না। বর্তমানের ছেলেমেয়েরা একদমই এই ধরনের গাড়ি চিনবে না। যাই হোক কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
২. পোস্টার রং
৩. তুলি
৪. কাঁচি
৫ . গাম
ডাই তৈরির করার ধাপ নিচে দেওয়া হলো----
✠ ১ম ধাপ✠
প্রথমে নিউজ পেপার পিস পিস করে কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর চিকন ভাবে ভাঁজ করে স্টিকৈর মতো বানিয়ে নেবো। এরপর ১৪ সে.মি.মাপ দিয়ে স্টিক গুলো কেটে নেবো। এরপর ১৪ টি স্টিক একসাথে গাম দিয়ে লাগিয়ে নেবো।
✠২য় ধাপ✠
এবার আর কিছু স্টিক নিয়ে চ্যাপ্টা করে দরজার মতো বানিয়ে নেব।
✠৩য় ধাপ✠
এরপর আরও কিছু স্টিক নিয়ে বোতলের মধ্যে লাগিয়ে গোল বানিয়ে নেবো।
✠৪র্থ ধাপ✠
এবার আরও কিছু স্টিক নিয়ে হাতের সাহায্যে ছোট গোল বানিয়ে নেবো। এখন কিছু স্টিক ছোট ছোট করে কেটে গাম দিয়ে লাগিয়ে গরুর গাড়ির চাকা বানিয়ে নেবো।
✠৫ম ধাপ✠
এরপর নিউজ পেপার দিয়ে বানানো পাঁচটি স্টিক ৯সে.মি. ও ৩টি স্টিক ৪সে. মি. করে কেটে গাম দিয়ে লাগিয়ে নেবো। গরুর গাড়ি বানানোর জন্য আমার সবগুলো রেডি করে নিলাম।
✠৬ষ্ট ধাপ✠
এবার মাঝখানে সমান অংশ এবং দু'পাশে দুটি অংশ লাগিয়ে নেবো। এরপর চাকা লাগিয়ে নেবো।
✠শেষ ধাপ✠
এরপর সামনের অংশ গাম দিয়ে লাগিয়ে নেবো। এরপর বিভিন্ন কালারের সাহায্যে সম্পূর্ণ অংশ কালার করে নেবো।
✠ফাইনাল আউটপুট✠
এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। বন্ধুরা, আজকে শেয়ার করা "নিউজ পেপার দিয়ে গরুর গাড়ি কিংবা ঠেলাগাড়ি তৈরি" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আগে কিন্তু গ্রামে গরুর গাড়ি দেখা যেত তবে এখন আর দেখা যায় না। আপনি দেখতেছি নিউজ পেপার দিয়ে চমৎকার গরুর গাড়ি তৈরি করেছেন। সত্যি আপনার গরুর গাড়ি তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের কাজগুলো ধৈর্য ধরে করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত গরুর গাড়ি তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।
হ্যাঁ ভাইয়া অনেক ধৈর্য্য সহকারে এই ধরনের কাজগুলো করতে হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
https://x.com/TanjimaAkter16/status/1860276977120477266?t=tGgDy_BmWQobwglhwiX39A&s=19
নিউজ পেপার দিয়ে আপনি খুব সুন্দর গরুর গাড়ি তৈরি করেছেন। ঠিক বলেছেন এই গরুর গাড়ি অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছেন। বলতে গেলে এখন গরুর গাড়ি দেখাই যায় না। আপনার তৈরি করা ডাই প্রজেক্ট দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু এখন আর গরুর গাড়ি দেখা যায় না। তবে আগে কিন্তু এই গাড়িই ভালো ছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ডেইলি টাস্ক রিপোর্ট
অনেক দক্ষতা সম্পন্ন একটি পোস্ট তৈরি করেছেন আপনি। এভাবে কোন কিছু তৈরি করার মজা আলাদা। তবে অনেকটা সময় লাগে। আপনি কিন্তু দারুণভাবে ঠেলাগাড়িটা তৈরি করে দেখিয়েছেন।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
এরকম ডাই পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যেখানে নিজের দারুণ অভিজ্ঞতা তুলে ধরা যায়। ঠিক তেমনি ছিল আপনার আজকের এই ঠেলা গাড়ি তৈরি করা। এক কথায় অসাধারণ হয়েছে।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
এধরনের কাজগুলো বেশ কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তবে কাজ শেষ করার পর সত্যিই দারুন দেখা যায়। আপনার কাজটি নিখুঁত ফিনিশিং দিয়েছেন। দারুন লাগলো, ডাই প্রজেক্টটি।
ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
কী চমৎকার বানিয়েছেন। অপূর্ব হয়েছে। এরম হাতে তৈরি জিনিস আমার খুব ভালো লাগে৷ আমিও করতে ভালোবাসি৷ সব সময় সুযোগ করে উঠতে পারি না৷ কিন্তু করি৷ আপনার ঠেলা গাড়িটা এক কথায় অসাধারণ লাগছে।
আপু আমি যখনই সময় পাই তখনই এই ধরনের কাজ করার চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
নিউজ পেপার দিয়ে আপনি চমৎকার একটি ঠেলা গাড়ি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন যা প্রশংসার যোগ্য।আপনার তৈরি করা ডাই প্রজেক্ট দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
একদম ঠিক বলেছেন আপু কিছু কাজ দেখলে সহজ মনে হলেও করার সময় খুব কঠিন লাগে। আবার অনেক কাজ কঠিন মনে হলেও সহজেই করা যায়। আপনার ঠেলাগাড়িটি কালকেই দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এগুলো যে কাগজের তৈরি বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে যে চিকন চিকন বাঁশ দিয়ে তৈরি করেছেন। একেবারে নিখুঁত হাতে তৈরি যার কারনে এত সুন্দর লাগছে দেখতে।
আপু বাঁশ কালারের রং করাতে একদম অরিজিনাল মনে হচ্ছিল। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।