"নিউ টাউন কফি হাউজে কাটানো সুন্দর একটি সন্ধ্যা"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন যাবৎ খুবই ব্যাস্ততার মধ্যে যাচ্ছে।তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি তাহলে মনটা ও ভালো লাগবে। আসলে আমরা যেতে হলে সবাই মিলে একসাথে যেতে পছন্দ করি।একদিন আমার এক বোনের মুখে শুনেছিলাম নিউ টাউন কফি হাউজের কথা। সেই থেকে আমার খুব যাবার ইচ্ছা ছিলো নিউ টাউন কফি হাউজে। কিন্তু সময় সুযোগের অভাবে তা হয়ে উঠে না। আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা পরিবারের সবাই মিলে নিউ টাউন কফি হাউজে গিয়েছিলাম। সেখানে যাওয়ার ও একটা কারণ আছে আর তা হলো আমি চাইছিলাম কিছুটা সময় নিজের পরিবার নিয়ে আনন্দ করতে। আমার প্রিয় মানুষটি সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর দেবোর এর পড়াশুনা ও বিভিন্ন ধরনের কাজ আর আমার সংসারের কাজ ও টিনটিন বাবুকে নিয়ে ব্যাস্ত থাকতে হয়। তাই কিছুটা সময় নিজেদের মতো সময় কাটাতে গত ২৫ মার্চ শুক্রবার গিয়েছিলাম কফি হাউজ।

IMG_20220325_201514.jpg

IMG_20220325_201423.jpg
কফি হাউজ এর শুনলে প্রথমেই আছে কোলকাতা কফি হাউজের কথা। আমার একবার সুযোগ হয়েছিলো কলকাতা কফি হাউজে যাবার। বেশ ভালোই লেগেছিল কলকাতা কফি হাউস। আসলে কফি হাউজে গেলে সব সময়ই মনে পড়ে মান্না দে সেই বিখ্যাত গানটি।
" কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই"
কিন্তু এখন টিনটিন বাবুর কথা মাথায় রেখে ভাবলাম কলকাতা অত দূরে না গিয়ে কাছাকাছি নিউ টাউন থেকে ঘুরে আসি।

IMG_20220325_201508.jpg

IMG_20220325_201311.jpg

IMG_20220325_201305.jpg

আমাদের রেডি হয়ে রওয়ানা দিতে দিতে প্রায় ৫.০০ টা বেজে গিয়েছিলো। আর আমাদের কফি হাউজে পৌঁছাতে আমাদের প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিলো। আসলে আমাদের কলকাতার রাস্তায় প্রচুর জ্যাম থাকে তাই আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল।নিউ টাউন কফি হাউজের বাইরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল। কফি হাউজের ভিতরে না ঢুকতে চাইলে ও আপনারা বাইরে বসে সময় কাটাতে পারেন। কারণ বাইরে বাইরে সারি সারি চেয়ার টেবিল রয়েছে। আর সুন্দর হওয়া দিচ্ছিলো। সত্যি বলতে বাইরের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর তো কফি হাউজের ভিতরে ঢুকতেই দেখি একদম কলকাতা কফি হাউজের মতো তৈরি করেছে।

IMG_20220325_195030.jpg

IMG_20220325_191851.jpg

IMG_20220325_191847.jpg
এরপর আমরা একটি টেবিলে গিয়ে বসলাম। টিনটিন বাবু আবদার ধরলো সে কোল্ড ড্রিঙ্কস খাবে। টিনটিন বাবু কোল্ড ড্রিঙ্কস ও আইস ক্রিম খেতে খুব পছন্দ করে। বাবু চাওয়া মাত্র তার কাকা কোল্ড ড্রিঙ্কস ও আইস ক্রিম আনতে গেলো। কিছুক্ষন পর নিয়ে আসলো। এরপর আমরা অনেক প্রকার খাবার অর্ডার দিলাম। আমি এই মাসে মাছ খাই না তাই আমি শুধু এক কাপ কফি, দুইটি স্যান্ডউইচ ও কোল্ড কফি খেলাম। এরপর খাওয়া দাওয়া করে পুরো কপি হাউজ ঘুরলাম। কিছুক্ষন ভিতরে বসে গল্প করে বেরিয়ে গেলাম। এরপর আমি , টিনটিন বাবু ও আর আমার প্রিয় মানুষটি কিছুক্ষণ বাইরে বসে হওয়া খেলাম আর গল্প করছিলাম আর এদিকে টিনটিন বাবু মনের আনন্দে খেলা করছিলো। কলকাতা কফি হাউজের থেকে হাজার গুনে সুন্দর এই নিউ টাউন কফি হাউজ।এই কফি হাউজ কোলাহল মুক্ত এবং নির্জন পরিবেশে অবস্থিত। সত্যি বলতে এই কফি হাউজ টি আমার মন কেড়েছে । আমরা প্রায় ৪ ঘণ্টার মতো নিউ টাউন কফি হাউজে থাকার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আর ও একবার নিউ টাউন কফি হাউজে যাবার ইচ্ছা আছে।কারণ আমাদের খুব ভালো লেগেছে কফি হাউজের পরিবেশ।

IMG_20220325_200133.jpg

IMG_20220325_191907.jpg
তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে।আজ এই পর্যন্ত আগামী কাল নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

অনেক বড় একটা কফি হাউস মনে হচ্ছে। টিনটিন বাবুর মত আমিও আইসক্রিম খেতে খুব পছন্দ করি। মুহূর্তটা বেশ ভালো কাটিয়েছেন মনে হচ্ছে। আমার কাছে সবকিছুই খুব ভালো লেগেছে। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে বৌদি। এরকম একটা মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হুম আমাদের সাথে শেয়ার করলেন সাথে একটু লোভও লাগালেন সেটা কিন্তু বলেন নাই বৌদি হি হি হি। সত্যি ডেকোরেশনটা বেশ দারুণ। কোলকাতা আসলে অবশ্যই এখানে আসবো এবং কফির সাথে সাথে সুন্দর পরিবেশটা উপভোগ করবো। ধন্যবাদ

আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। সেই সাথে আপনিও অনেক ইনজয় করেছেন নিউ টাউন কফি হাউস। আপনি ছবিগুলো অনেক সাজিয়ে-গুছিয়ে তুলেছেন এবং তা আমাদের সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

বৌদি এই কফি হাউস টি সত্যিই অনেক সুন্দর দেখেই এর সুন্দর্য উপভোগ করতে ইচ্ছে করছে এবং ইচ্ছে করছে বসে কফি খেতে, আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন, যদি কখনো কলকাতা যাওয়া হয় তাহলে অবশ্যই এই কফি হাউসে যাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কফি হাউজ এর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কিভাবে ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন?

 3 years ago 

আপনি পবিবার সহ বেশ সুন্দর সময় কাটালেন। মাঝে মাঝে পরিবার সহ এভাবে ঘুরতে গেলে ভালোই লাগে। সবশেষে ছবিতে আপনাকে দারুণ লাগছে বৌদি। ধন্যবাদ আপনাকে আপনার কফি হাউজ এ যাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো বৌদি।

 3 years ago 

পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বৌদি।আসলেই কফি হাউজ নামটি শুনলেই মান্নাদের বিখ্যাত গানের কথা মনে পড়ে যায়।দারুণ পরিবেশ এখানে, ভালো লাগলো দেখে।ধন্যবাদ বৌদি।

 3 years ago 

কফি হাউজের সেই আড্ডাটা আর নেই। এই গানটা বেশ ভালো লাগে।বাহিরের ছবিটা বেশ সুন্দর। আপু আপনাকে বেশ কিউট লাগছে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পরিবারের সাথে মাঝেমাঝেই সময় কাটালে অনেক ভালো লাগে। আপনি আজকে কফি হাউসে গিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন বৌদি সেটা আপনার লেখা এবং ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। কফি হাউস টি সত্যিই অনেক সুন্দর ও ডেকোরেশন খুবই সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি আপনি খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে তা উপস্থাপন করেছেন। নিউ টাউন কফি হাউস অনেক সুন্দর। কলকাতায় বা ভারতে কফি হাউজ গুলো বেশ জনপ্রিয় মনে হচ্ছে আমাদের দেশে কফি হাউজগুলো এত জমজমাট কখনোই হয় না ।বলতে পারেন আপনাদের মতো বিখ্যাত কফি হাউজ আমাদের নেই। আমাদের মাঝে মাঝে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া উচিত, আনন্দ করা উচিত ,,তাঁতে পরিবারের বন্ধন সুদৃঢ় হয়। দারুন একটি সময় কাটিয়েছেন আপনি সেই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বৌদি শেয়ার করে আরো বেশি ভালো হতো আমাকে সহ সাথে করে নিয়ে গেলে।😝
সত্যিই দারুণ জায়গাটা,চোখ ফেরানো যায়না একেবারে।