নিজের লেখা আর ও একটি কবিতা " নারী"

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নিজের লেখা কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20210403_172353.jpg

নারী

নারীকে করোনা অসম্মান
মনে রেখো কোন এক নারীর গর্ভে পেয়েছো প্রাণ।
প্রাণ সৃষ্টি করা যতটা কঠিন
বিশ্বে আর কিছু নয় ততটা কঠিন
একটি প্রাণের জন্মের পিছনে রয়েছে
কি অপরিসীম কষ্ট বেদনা ও সহনশীলতা

মনে রেখ তোমার জন্ম কোনো এক নারীর গর্ভে
নারীর বুকে প্রতিপালিত,
নারী ছাড়া তুমি পুরুষ অস্তিত্বহীন
তোমার সূচনা নারীতে,
তোমার প্রতিপালন নারীতে
তোমার বেড়ে ওঠা নারীর হাত ধরে।

শৈশবে নারী, কৈশোরে নারী, তারুণ্যে নারী ,
যৌবনা নারী, বার্ধক্যে নারী।
নারী ছাড়া তুমি পুরুষ অসহায় ভারী।
সেই নারীকে যদি করো অসম্মান,
তোমার মত অকৃতজ্ঞ খুঁজে পাওয়া ভার।

নারীর ভালোবাসা নিয়ে জন্ম,
নারীর ভালোবাসা বুকে নিয়ে মৃত্যু।
নারে ছাড়া বন্ধু তুমি কিছুই না।
নারীর কারনে বেঁচে থাকা,
নারীর কারনে টিকে থাকা।
নারী ছাড়া ভালোবাসার শব্দ বৃথা।

Sort:  
 4 years ago 

আপনার আজকের কবিতাটি একেবারে হৃদয় ছুঁয়ে গেলো বৌদি। এতো সুন্দর করে আপনি কবিতাটি লিখেছেন যে কি আর বলবো! আর আরেকটি কথা বলতে চাই। তা হলো আপনাকে অনেক বেশি মিষ্টি লাগছে। যদিও আপনাকে আমার সবসময় অনেক বেশি মিষ্টি লাগে। হয়তো এই ভালোবাসার কারণেই সব সময় এই ভালোলাগা। আর কবিতার প্রত্যেকটি লাইন একেবারে চিরন্তন বাস্তব কথা।

 4 years ago 

অনেক সুন্দর কবিতা লিখছেন নারী সম্পর্কে আসলেই নারী ছাড়া এই পৃথিবী এবং পুরুষ মূল্যহীন। আপনার কবিতাটি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

এই সমাজে চলবেনা আর
নারীর অপমান
নারী ছাড়া জগৎ সংসারে
পুরুষের কি দাম
পুরুষ হল আদি পিতা
শ্রদ্ধা তার তরে
নারী হল মা জননী
বেহেশত তারই পদতলে
♥♥

 4 years ago 

প্রথমে বলব বৌদি আজকে আপনাকে খুবই সুন্দর দেখাচ্ছে। আর আপনার কবিতার তো তুলনা হয়না। আজকে অসাধারণ একটি কবিতা আপনি লিখেছেন
প্রত্যেকটি লাইন খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কবিতার লাইনগুলো আসলেই বাস্তব নারী ছাড়া পুরুষ অস্তিত্বহীন। কি আর বলব বৌদি প্রত্যেকটা লাইনে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি আপনি এত সুন্দর কবিতা মাঝে মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

 4 years ago 

আসলেই পৃথিবীতে জার মাধ্যমে আলো দেখা মা সেও একজন নারি যাকে নিয়ে জীবন পার করতে হবে সেও একজন নারি। নারী হলো ঘরের শোভা ভালোবাসা ভালো রাখার জিনিস তাকে কখুনো অসম্মান করা আসলেই অকৃতজ্ঞের ন্যয় কাজ।অনেক দারুন একটি কবিতা লিখেছেন আপু খুব সুন্দর হয়েছে।

 4 years ago 

শৈশবে নারী, কৈশোরে নারী, তারুণ্যে নারী ,
যৌবনা নারী, বার্ধক্যে নারী।
নারী ছাড়া তুমি পুরুষ অসহায় ভারী।

বৌদি আপনার লেখা কবিতাটি পড়ে বলার ভাষা হারিয়ে ফেলেছি। নারীদের নিয়ে আপনি এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন যেটা পড়ে আমার অনেক অনেক ভালো লাগলো। একজন নারী কখনো মা, কখনো কারো জীবন সঙ্গিনী, আবার কখনো কারো বন্ধু। কিন্তু এই নারীকে সবাই অনেক ক্ষেত্রে অসম্মান করে। নারীর গর্ভে জন্মগ্রহণ করে অথচ নারীর প্রতি সম্মান দেখাতে তাদের আত্মসম্মানে লাগে। পৃথিবীর এই কঠিন নিয়ম আমি বুঝিনা একজন নারীর জন্যই যারা পৃথিবীতে এসেছে অথচ তারাই নারীদের দিকে আঙুল তুলে অসম্মান করে। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো বৌদি। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

নারী নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন বৌদি। এই কবিতাটা অনেক ভালো লেগেছে আসলেই কবিতার মাধ্যমে আপনি নারীদের গুরুত্ব বুঝিয়েছেন। নারীরা প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক বড় অবদান রাখছেন। নারীরাই আমাদের এই পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক, কারণ একজন নারী একজন মা আর একজন মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। তাই আপনি খুবই সুন্দরভাবে কবিতাটি আমাদের মত প্রকাশ করেছেন। অনেক ভালো লেগেছে, ধন্যবাদ বৌদি।

 4 years ago 

দিদি অসাধারণ কবিতা লিখেছেন। নারী ছাড়া সত্যি সব কিছুই অসম্ভব কারণ, নারী ছাড়া আমার জন্ম হতো কার গর্ভে? আমাদের সকলের উচিত নারী জাতিকে সম্মান করা। দিদি ভালো থাকবেন। নিচের লাইনে একটু টাইপিং মিস্টেক আছে ঠিক করে নিবেন।↓

নারে ছাড়া বন্ধু তুমি কিছুই না।

 4 years ago 

বৌদি আপনি নারীদের সম্মান জানিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। নারী ছাড়া পুরুষ জাতি একেবারেই অচল। আমাদের এই পৃথিবীতে সবথেকে বেশি সম্মানের অধিকারী হলো নারী। নারীরা মা হয়ে, কখনো বোন হয়ে বা কখনো স্ত্রী হয়ে পুরুষদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। নারীরা সমান ভাবে ঘরে ও বাইরে সফলতার সাথে কাজ করে তাদের সম্মানের উচ্চ আসন প্রতিষ্ঠিত করেছেন। বৌদি আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

নারী ছাড়া তুমি পুরুষ অস্তিত্বহীন
তোমার সূচনা নারীতে,
তোমার প্রতিপালন নারীতে
তোমার বেড়ে ওঠা নারীর হাত ধরে।

একদম বৌদি, এই ব্যাপারে কোন কথা হবে না, নারী আছে বলেই আমাদের অস্তিত্ব এখনো টিকে আছে, নারীর মমতা আছে বলেই আমরা এখনো বুক ভরে শ্বাস নেয়ার সুযোগ পাই। অসম্ভব ভালো লেগেছে আপনার কবিতাটি, খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ