স্বরচিত নতুন একটি কবিতা " আমি কষ্ট বিক্রেতা "

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20210403_171334.jpg

আমি কষ্ট বিক্রেতা

আমার কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি?
কিছু কষ্ট খুব পুরনো হীরের চেয়েও দামি!
কিছু কষ্ট খুব স্পষ্ট কিছু কষ্ট ফিকে
একটা কষ্ট ভালবেসে হাত বাড়াবে তোমার দিকে,
যখন তোমায় ছুঁতে যাব আমি দেখি নাই!

কিছু কষ্ট তুমি আমি কিছু কষ্ট একা
কিছু কষ্ট বুকের মাঝে চোখে যায় না দেখা।
কিছু কষ্ট পাথর কোমল কিছু কষ্ট লাজুক
একটা কষ্ট কেঁদে কেটে ভেজাবে দুচোখ,
যখন তুমি ছুঁতে যাবে আমি দেখি নাই!
তুমি আমার কষ্টকে ভালোবাসো নাই।

আমার কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি?
কিছু কষ্ট খুব পুরনো হীরের চেয়েও দামি!
কিছু কষ্ট উড়ছে উড়ুক কিছু কষ্ট আছে নিরবে,
কিছু কষ্ট ইশারাতে ডাকবে তোমায় কাছে,
তুমি কি আমার কষ্টকে কাছে টেনে নেবে।
জানি তুমি তো আমার কষ্টকে ভালোবাসো নাই।

Sort:  
 2 years ago 

বৌদি কি বলবো এক কথায় অসাধারণ একটি কবিতা লিখেছেন। বিশেষ করে শেষের লাইনগুলো আমার বেশ ভালো লেগেছে। আর পুরো কবিতা জুড়ে কষ্টের এক গভীরতা খুঁজে পেলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আপনি বা দাদা যখন কবিতাগুলো লেখেন আর সেগুলো পড়ার পর সব আগে আমার একটা কথাই মনে হয়,মানুষের মনের ভাব এতো গভীর কেমনে হয়!
মূল পয়েন্ট বুঝতে পেরেছি বলে মনে হয়না।তবে ভাবটুকু বেশ মন কেড়েছে।
শুভ কামনা জানাই বৌদি❤️

 2 years ago 

কিছু কষ্ট তুমি আমি কিছু কষ্ট একা
কিছু কষ্ট বুকের মাঝে চোখে যায় না দেখা।

আমাদের জীবনে এমন কিছু কষ্ট আছে যেগুলো একান্তই আমাদের নিজের। হয়তো সেই কষ্টের ভাগীদার কেউ হয় না। হয়তো সেই কষ্টগুলো কেউ অনুভব করতে পারে না। আসলে কষ্টগুলো একান্তই আমাদের নিজের। সত্যি বৌদি আপনার লেখা কবিতা পড়ে কেন জানি অন্য জগতের মাঝে হারিয়ে গিয়েছিলাম। অসাধারণ হয়েছে বৌদি।

 2 years ago 

কষ্ট গুলো আসলেই বৌদি হীরের চেয়েও দামি।কারণ কষ্ট গুলো কতো চড়া দাম দিয়ে কেনা হয় বলুন!কত কিছু মিশে থাকে সে কষ্টে।সত্যিই দারুণ লিখেছেন।

 2 years ago 

খুবই দারুণ একটি কবিতা লিখেছো ,বৌদি। আজকের কবিতায় কষ্টকেই অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এটা সত্যি কিছু কষ্ট থাকে যা সম্পূর্ণ নিজেরই, সে কষ্টের ভাগীদার কেউই হয় না।

 2 years ago 

বৌদি দারুন একটা কবিতা লিখেছেন তো,কষ্ট নিয়ে। কিছু কিছু কষ্ট আসলেই হীরের চেয়ে দামি হয়।কিছু কষ্ট একার।যাই হোক একেক লাইন একেক রকম সুন্দর।ধন্যবাদ

খুব সুন্দর লিখেছো বৌদি। আমি তো বরাবরই দাদার কবিতার ফ্যান ছিলাম। এখন দেখছি তোমার ফ্যান হয়ে যাবো। সত্যি কথা বলতে কষ্ট আসলেই হীরার থেকেও দামি। কারণ অনেক ত্যাগ স্বীকার করলেই বা বড় কোনো কিছু হারানোর দ্বারাই কষ্ট পাওয়া যায়।

 2 years ago 

দিদিভাই অনেকদিন পর আপনার কাছ থেকে ভিন্ন ধারার একটা লেখা পেলাম। অসম্ভব ভালো লাগলো। সত্যি বলতে সত্যি সত্যি যদি কষ্ট বিক্রি করা যেত তাহলে হয়তো কিছুটা বিক্রি করে হালকা হতাম। আর সবাই কিন্তু কষ্ট কিনতে পারেনা দিদিভাই। কষ্ট কেনার জন্যও মন থাকা চাই।

 2 years ago 

বৌদি সম্পুন্ন ব্যতিক্রম একটি কবিতা লিখেছেন আসলে কবিতার নামটা পড়েই আমি প্রথমেই মনে করেছিলাম এরকমই একটি ব্যতিক্রম ধর্মী কবিতা হবে। যাই হোক কষ্ট নিয়ে আপনি খুব সুন্দর ভাবে তাদের ছন্দে মিলিয়ে কবিতার লাইনগুলো ফুটিয়ে তুলেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 67677.71
ETH 3825.40
USDT 1.00
SBD 3.65