আর্ট :- পুরোনো কাঁচের বোতলে পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ11 days ago

IMG_20241219_130151.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কাঁচের বোতলে পেইন্টিং করলাম।

পেইন্টিং করার জন্য আইডিয়া খুজতেছিলাম। হঠাৎ করে দেখি ঘরে একটা সসের বোতল রয়েছে। ওইটাতে সস শেষ হয়ে গেছে অনেকদিন হয়েছে। তখন বোতলটা চোখে পড়াতে পরিষ্কার করে নিয়েছি। এরপর বসে পড়লাম এখানে পেইন্টিং করার জন্য। তবে বোতলের মধ্যে পেইন্টিং করলে একটু বেশি সময় লেগে যায়। কারণ প্রথমে একটা কালার করে এর উপরে আবারও কালার করতে হয়। আমি এখানে ফুলের পেইন্টিং করেছি। তবে পুরোটা কমপ্লিট করার পর আমার কাছে অনেক বেশি দারুন লেগেছে। এই বোতলটাকে আমি ফুলদানি হিসেবে ব্যবহার করেছি। দেখতে বেশ দারুন লাগছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রলিক কালার ব্যবহার করেছি। এক্রলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241019-WA0033.jpg

IMG-20241019-WA0032.jpg

আঁকার উপকরণ

• কাঁচের বোতল
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কাঁচের বোতল নিলাম। বোতলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিলাম।

IMG-20241109-WA0041.jpg

ধাপ - ২ :

এরপরে আমি কালো রং দিয়ে পুরো বোতলটাকে প্রথমে রং করে নিলাম। এরপর আমি শুকিয়ে নিয়েছি।

IMG-20241109-WA0042.jpg

ধাপ - ৩ :

এরপর আমি মেজেন্ডা কালার দিয়ে একটা ফুল এঁকে নিলাম।

IMG-20241109-WA0048.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি এর পাশে আরো কয়েকটা ফুল আঁকা শুরু করি।

IMG-20241109-WA0047.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি একটা একটা করে বোতলের চারপাশে অনেকগুলো ফুল এঁকে নিলাম।

IMG-20241109-WA0046.jpg

ধাপ - ৬ :

এরপরে ফুলের মাঝখানের অংশে হলুদ কালার দিয়ে কতগুলো ফোঁটা দিয়ে দিলাম।

IMG-20241109-WA0043.jpg

ধাপ - ৭ :

এরপর আমি সবুজ এবং টিয়া কালার দিয়ে কয়েকটা পাতা আঁকা শুরু করি।

IMG-20241109-WA0045.jpg

ধাপ - ৮ :

এভাবে আমি সবগুলো ফুলের মধ্যে অনেকগুলো পাতা এঁকে নিলাম।

IMG-20241109-WA0044.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241019-WA0033.jpg

IMG-20241019-WA0032.jpg

IMG-20241019-WA0031.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 11 days ago 

Screenshot_2024-12-25-10-31-22-65_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-25-10-34-21-14_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-21-21-06-12-84_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 11 days ago 

বোতলের ওপর খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন। কালো রঙের উপর ফুলগুলো খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। দারুন হয়েছে আপনার বোতলের উপর এই পেইন্টিংটা। এগুলো ঘরে সাজিয়ে রাখলেও খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

 9 days ago 

কালো কালারের উপর যে কোনো কিছু অনেক সুন্দর ভাবে ফুটে উঠে, তেমনি এটাও ফুটে উঠেছে।

 11 days ago 

পুরনো কাঁচের বোতলের ওপরে দারুন পেইন্টিং করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু। কাঁচের বোতলের উপরে ফুলের সৌন্দর্যটা এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যার প্রশংসা না করলেই নয়। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

কাঁচের বোতলের উপরে করা ফুলের পেইন্টিং দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

আপনি আজকে দেখছি পুরোনো কাঁচের বোতলে অসাধারণ একটি পেইন্টিং করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনার পেইন্টিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতো সুন্দর করে পেইন্টিং করেছেন এবং ধাপে ধাপে বর্ণনাও দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

আমার এই পেইন্টিং আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো।।

 11 days ago 

পুরোনো কাঁচের বোতলে পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে এই পেইন্টিং করেছেন। পুরনো কাঁছের বোতল যেন প্রাণ ফিরে পেয়েছে।

 11 days ago 

আমার এই পেইন্টিং অসাধারণ হয়েছে শুনে খুশি হলাম।

 11 days ago 

আপনার বোতল পেইন্টিংটি দারুণ হয়েছে আপু।কালো রঙের উপর রঙিন ফুলগুলি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।তাছাড়া উপরের সুন্দরতার জন্য রাখা ফুলের সঙ্গে বোতলের পেইন্টিং করা ফুলগুলি মিলে মিশে গিয়েছে।ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আসলে রঙের উপর রঙিন ফুল গুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 11 days ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে পুরোনো কাঁচের বোতলে পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। সত্যি আপু আপনার শেয়ার করা পোস্ট দেখে আমি বেশ মুগ্ধ হয়ে গেছি। আসলে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

মুগ্ধ হওয়ার মত সুন্দর একটা পেইন্টিং করতে পেরে খুব ভালো লেগেছে।

 11 days ago 

আপনার হাতের কাজ দেখে বরাবরের মতো আজকে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি কত দক্ষতার সাথে কাজ গুলো সম্পন্ন করেন। পুরনো কাঁচের বোতলের ওপর পেইন্টিং করেছেন দারুন হয়েছে। কত সহজে পুরনো জিনিস নতুন করে ফেলেছেন। অসাধারণ হয়েছে আপু।

 11 days ago 

পুরনো জিনিসকে নতুন করে তুলতে খুব ভালো লাগে।

 11 days ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরোনো কাঁচের বোতলে পেইন্টিং করেছেন। আসলে আপনার হাতে আর্ট করা পেইন্টিং গুলো দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে। আজকের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু।পুরো পেইন্টিং টি খুবই সুন্দর করে আর্ট করেছেন।

 11 days ago 

এত সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।