রঙ-বেরঙের ফুলের ফটোগ্রাফি।।
পরম করুনাময় অসীম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
হ্যালো প্রিয় আমার বাংলা ব্লগ বাসি বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে রঙ বেরঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।
ফুলকে সবাই ভালোবাসে। কারন ফুল হলো পবিত্র জিনিষ। আমরা যখন ফুল বাগানে বা কোন ফুল গাছের পাশে যায় তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। আমরা বাগনে বিভিন্ন ধরনের ফুল দেখতে পায়। একেকটা ফুলের বৈশিষ্ট্য একেক রকম। একেকটা ফুলের ঘ্রান একেক রকম। একটি ফুল অন্য ফুলের সাথে মিলে না। আমরা মানুষ সবার হাত পা আছে, সবার চোখ মুখ নাক এক জাগায় সেটিং করা। তারপরেও কিন্তুু আমাদের একজনের চেহেরা অন্য জনের সাথে মিলে না। একেক জনের বৈশিষ্ট্য অন্য জনের সাথে মিলে না। এটা সব প্রাণী, উদ্ভিদের ক্ষেত্রে এমন।
যেখানে গাছপালা বেশি সেখানে ফুলের সংখ্যাও বেশি। অনেকে বলতে পারেন অনেক জাগায় বড় বড় প্রচুর গাছপালা রয়েছে, সেখানে তো ফুল দেখা যায় না। বড় বড় গাছেও ফুল হয়। হয়তোবা আমরা গাছের মধ্যে উঠে দেখতে পারি না। বট কত বড় গাছ। বট গাছেরও ফুল হয়। অর্থাৎ প্রত্যেকটা গাছের মধ্যেই ফুল ফল হয়। বড় গাছের ফুল গুলো আমরা মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। এভাবে প্রত্যেকটা উদ্ভিদের সুন্দর্য আলাদা আলাদা। সবাইকে আবার সব ফুল আকর্ষন করে না। এটা যার যার মনস্ত্রান্তিক ব্যাপার। চলুন তাহলে ফুল গুলো দেখা যাক।
এই ফুল গুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভাবে ফুটে আছে। এখানে একটি ফুলের মধ্যে দুইটি কালার রয়েছে। সাদা ও লাল। প্রথমে সাদা আবরন থেকে লাল কলিটা বের হয়। সব কিছু কত সুন্দর ভাবে সাজানো রয়েছে। কারো কিছু বলার দরকার হয় না, নিয়ম নীতি বুঝানোর দরকার পড়ে না। সৃষ্টিকর্তার কুদরতে গাছ থেকে ফুল গুলো ফুটেতেছে। সবই সৃষ্টিকর্তার রহমত।
এখানে দেখতে পাচ্ছেন, আরো দুটি ফুলের ফটোগ্রাফি। এগুলো কি ফুল সেটা আমি জানি না। তবে ফুল গুলো দেখে আমার ভালো লেগে যায়। বড় বড় ছড়ার মধ্যে ছোট ছোট ফুল গুলো দেখা যায়। ফুলের কালারটি কিন্তুু দেখতে দারুন লাগছে। এই ফুলের ফটোগ্রাফিটা আমি সিলেট থেকে নিয়েছিলাম। ঐ দিকে প্রচুর গাছ পালা রয়েছে। আর গাছের ফাঁকে ফাঁকে প্রচুর ফুল গাছও দেখা যায়।
আর এই ফুলটাকে তো সবাই চিনেন। লাল জবা ফুল। একমাত্র এই গাছটিকে আমি সব জাগায় দেখতে পায়। আমাদের কলেজের চার পাশে প্রচুর জবা ফুল গাছ রয়েছে। এই গাছটা কোনরকম লাগাতে পারলেই হয়। অনেক ফুল ধরে গাছ গুলোতে। আমি দুর থেকে একটি ফটোগ্রাফি নিয়েছি। দেখতে পাচ্ছেন গাছটির চারপাশে ডাল পালা মেলে ফুল ফুটে আছে। এটি আমাদের কলেজের ভবনের এক পাশ থেকে ক্যাপচার করেছিলাম।
এই ফুলটির নাম হলো টগর ফুল। এই ফুলটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ঘ্রানটাও অনেক ভালো। সাদা রঙের ফুলটি সবার নজর আকর্ষন করে। এটা আবার একটি দামি ফুল। সব জাগায় দেখতে পাবেন না। এগুলো সাধারনত বাগানের মধ্যেই বেশি দেখা যায়। এটা আমি সিলেটের একটি পার্ক থেকে ক্যাপচার করেছিলাম। ঐ পার্কটিতে প্রচুর ফুল গাছ ছিল।
বন্ধুরা দেখতে দেখতে অনেক গুলো ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ফুল গুলোর সবার কাছেই ভালো লাগবে। কারন ফুল গুলো ভালো লাগার মতই ফুল। তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | রঙ বেরঙের ফুলের ফটোগ্রাফি।। |
স্থান | মৌলভী বাজার, সিলেট,বাংলাদেশ। |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @titash |
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে রংবেরঙের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই যেকোনো ধরনের ফটোগ্রাফি দেখতে আমি বেশ পছন্দ করি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে টগর ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন হবে আপনি ফুলের ফটো ধারণ করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফুলগুলো বেশ চমৎকার ছিল। দেখে অনেক ভালো লাগলো আমার।
আপনার রংবেরঙের ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। এগুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল প্রথম ফুলের ফোটোগ্রাফিটা শুভকামনা রইল এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপু রং বেরঙের ফুল গুলো দেখে অনেক ভালো লাগে। সাদা ও লাল ফুলটি দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। টগর ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। জবা ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। রঙ্গিন ফুল গুলো সৌন্দর্য খুবই দারুণ। এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার কাছ থেকে আজকের শেয়ার করা রংবেরঙের ফটোগ্রাফি গুলো দেখে আমার অসাধারণ ভালো লেগেছে। বিশেষ করে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম যা অনেকদিন দেখি নাই। গ্রামের পরিবেশ এই ধরনের ফটোগ্রাফি গুলো বেশি দেখা যায়। অনেক ধন্যবাদ আপু।
আপনি আমাদের মাঝে আজ দারুন দারুন কতগুলো ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। যদিও অন্যান্য ফুলগুলো আমার চেনা হলেও দ্বিতীয় ফুলটি কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। এছাড়াও আপনি প্রত্যেকটা ফটোগ্রাফির সম্পর্কে দারুণ দারুণ মন্তব্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার রঙ-বেরঙের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। সত্যি আপনি অসাধারণ অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে এ ধরনের ফটোগ্রাফি দেখলে মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
জাস্ট ওয়াও আপু আপনি অনেক সুন্দর সুন্দর রঙ-বেরঙের ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম । আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হল বেগুনী ড্রাসেনা ফুল।অর্থাৎ আপনার দ্বিতীয় ফটোগ্রাফিটা যে ফুলের নাম আপনি জানেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।