কয়েকটি বই এর ফটোগ্রাফি
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি খুব একটা দক্ষ না ফটোগ্রাফি তে। তবে চেষ্টা করছি নিজেকে উন্নত করার। আজকের পোষ্ট এ আমি বেশিরভাগ ই নআনা সময়ে করা আমার বিভিন্ন বই এর ফটোগ্রাফি শেয়ার করবো। একজন বইপ্রেমী হিসেবে মাঝে মাঝে পছন্দের বই গুলোর বা বিশেষ বিশেষ বই গুলোর ফটোগ্রাফি করা হয়েছে। সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---
সর্ব প্রথম ছবি টি তে আমার এবছরের অর্থাৎ ২০২৪ এর বইমেলা থেকে কেনা বই এর কালেকশন দেখতে পারছেন। আগে আরোও অনেক বেশি বই কেনা হতো বই মেলা থেকে। তবে এখন যেহেতু আগের চেয়ে বই এর দাম অনেক বেশি, আর বই পড়ার সময় হয় কম, তাই বেছে বেছেই আগের তুলনায় বেশ অল্প কিছু বই ই কেনা হয়।
(বি: দ্র: লেখকদের নামের মাঝে কিন্তু আমাদের পরিচিত একজন মানুষের নামও দেখা যাচ্ছে 😇😇)
এই ছবিটাতে আমার ভীষণ পছন্দের একটি বই দেখা যাচ্ছে। বইটি বেশ বিখ্যাতও বটে! পছন্দের কড়া লিকারের চা তে চুমুক দিতে দিতে পছন্দের বই এ হারিয়ে যাওয়ার যে কী মজা, তা আমার মতো বই আর চা প্রেমী মানুষ ভালোই জানে! তাই সময় পেলেই আয়েশ করে বই পড়ার আয়োজন এর অংশের স্মৃতি হিসেবেই তুলে রাখা হয়েছিলো এই ছবিটি।
নিচের ছবিটি দেখেই বোঝা যাচ্ছে ফুটপাতের একটি বই এর দোকান এ তোলা ছবি। ছবিটি নীলক্ষেত থেকে তোলা। এই এক ছবিতেই কত্ত গুলা উইশলিস্টের বই দেখা যাচ্ছে। অথচ কোন টা ছেড়ে কোনটা নিবো মতোন অবস্থা!! আবার, সত্যি কথা বলতে এত ছোট একটা ছেলেকে বইএর দোকানে কাজ করতে দেখেও বেশ খারাপ লাগছিলো। জীবনের প্রয়োজনে কত মানুষকেই কত পরিস্থিতি ফেইস করতে হয়,তা কেবল সেই মানুষ ই জানে!
নিচের ছবিতে দেখা যাচ্ছে আমার ২০১৯ সালের একদিনের বইমেলা থেকে কেনা বই এর কালেকশন। তখন কবিতার প্রতি ঝোঁক আমার তুঙ্গে! দেখতেই পাচ্ছেন, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্ এর কালেকশন! সাথে জীবনানন্দ দাস এর জীবনী নিয়ে লেখা বই একজন কমলালেবু ও একই সাথে সংগ্রহ করেছিলাম।
নিচের ছবিটি তোলা ২০১৮ সালে! আমার খুব কাছের এক বন্ধুর থেকে পাওয়া জন্মদিনের উপহার ছিলো এগুলো। বই আর কিটক্যাট - দুটোই ভীষণ পছন্দের আমার। জন্মদিনে যদি নিজের মনের মতো জিনিস পাওয়া যায়, তবে তো সেটা অবশ্যই স্পেশাল ফীল করাবে, তাই না? সেদিনের সেই স্মৃতি টুকু আজও স্পষ্ট যেন!
আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।
পোষ্টের ধরন : ফটোগ্রাফি
লোকেশন : ঢাকা
ছবি: @tithyrani
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমরা কোন কিছুতেই প্রথমেই দক্ষ হতে পারিনা, তবে ধীরে ধীরে চেষ্টা করতে করতে সেটা চমৎকার হয়ে ওঠে। ঠিক তেমনি করে দেখবেন একদিন আপনিও দারুন ফটোগ্রাফার হয়ে উঠবেন।
প্রথম ছবিটাতে সেলিনা সাথী আপুর বই দেখছি 😍
আপনি কতটা রুচিশীল মানুষ তা আপনার চায়ের কাপটা দেখে বোঝা গেলো। আসলে মাটির কাপে চুমুক দিতে হলে মাটির মতো মন হতে হয়।
সত্যিই অসাধারণ লাগলো ছবিগুলো, সেই সাথে আপনার লিখনী।
আপনার বাসার পাশাপাশি থাকলে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ র বইটি চেয়ে পড়তাম। অনেকবারই ভেবেছি কিনব কিন্তু কেনা আর হয়নি৷ আপনার বইয়ের কালেকশন দেখে বোঝা যায় স্বাদ কেমন। আর সেটা বেশ প্রশংসনীয়৷
অসংখ্য ধন্যবাদ দিদিভাই! উৎসাহ পেলাম অনেকখানি! ❤️❤️
অসাধারণ লাগল আপু। একটু ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট ছিল। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। দেশে বিদেশে বইটার সম্পর্কে শুনেছি কিন্তু এখন পযর্ন্ত পড়া হয়নি। ঐটা খুব দ্রুতই সংগ্রহ করে পড়া শুরু করব। আর নীলক্ষেত তো আমার সবচাইতে পছন্দের জায়গা। সময় পেলেই ছুটে যায়। চমৎকার লাগল আপনার বইয়ের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
নিজের ভালোলাগা থেকেই সময়ে অসময়ে তুলে রাখা বই এর ফটোগ্রাফি গুলো শেয়ার করতে মন চাইলো সেদিন। আসলে বইপ্রেমীদের কাছে বই মানে যে কী আবেগ, তা শুধু বইপ্রেমীই জানে! 😍😍
এটি শুনে ভালো লাগলো আপনি বইপ্রেমী হিসেবে পছন্দের বই গুলোর ফটোগ্রাফি করেছেন। তবে বই হচ্ছে মানুষের জ্ঞানের সঙ্গী। তবে আপনার বইয়ের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো আপনার পছন্দের বইয়ের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
এটা ঠিক বলেছেন ভাই। বই মানুষের জ্ঞানের সঙ্গী! অসংখ্য ধন্যবাদ আপনার দারুণ মন্তব্যের জন্য।