২০২৫ কে স্বাগতম!

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যাল্লো বন্ধুরা

|| ১ জানুয়ারি, ২০২৫ | বুধবার ||


প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। সবাইকেই সবার প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারসহ সুস্থ আছি, ভালো আছি। যদিও ২০২৪ সালের মতো ২০২৪ এর শেষ দিনটাও আমার জন্যই বেশ খারাপ ই গিয়েছে। কাল সকাল থেকেই সারাদিনই প্রচন্ড মাথা ব্যাথায় ভুগেছি। কারণ কাল থেকেই মূলত ঢাকাতেও ঠান্ডার প্রকোপ টা ভাল মতোই বোঝা যাওয়া শুরু হয়েছে। আজ তো একদম কুয়াশাছন্ন হয়েই ছিলো সারাটা সময়! শীত বুঝি এবার জেঁকেই বসলো ঢাকাতেও! মাথা ব্যাথা নিয়ে গতকালও তেমন কোন কাজ করতে পারি নি।

ai-generated-9291566_1920.png


Image Source : pixabay.com

ক্যালেন্ডারের পাতা ঘুরতে ঘুরতে যখন পাতা শেষ হয়ে আসে, নতুন ক্যালেন্ডারের প্রয়োজন হয়ে উঠে, অর্থাৎ নতুন বছরের আগমন দরজায় কড়া নাড়তে থাকে। তখন বোধ হয় কম- বেশি সকল মানুষ ই একটু হিসেব নিকেশ করতে বসে! কেমন গেলো গত বছরটা, কি পেলো, কী হারালো, সামনের বছরটায় কি করতে চায়- এসবের হিসেব নিকেশ আর কি! অনেকে খাতা কলমে করে, অনেকে মনে মনেই চোখ বুলিয়ে নেয়! আমি যদিও হিসেব নিকেশে বেশ কাঁচা, তবুও ২০২৪ সাল আমার জন্য সবচেয়ে স্ট্রাগলের সাল হিসেবে মনে থেকে যাবে! ২০২৪ এর শুরুটাই হয়েছে চাকরি জীবন থেকে সেচ্ছায় ছুটি নিয়ে! বি. এস. সি ডিগ্রী পাওয়ার পর থেকে শুরু করে টানা ৭ বছর চাকরি করেছি। সেখান থেকে পুরোপুরি গৃহিণী হওয়ার পথটা সহজ ছিলো না। তারপর নিজের ভেতর নতুন অতিথির আভাস পাওয়া আবার তার কয়েক সপ্তাহর মাঝেই তাকে হারিয়ে ফেলার অভিজ্ঞতা, অনুভূতি আমাকে ভেঙে দিয়েছিলো পুরোপুরিভাবেই! ঠিক এমন একটা কঠিন মুহুর্তেই পরিবারের মানুষগুলোর সাথে মনোমালিন্য, পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া- সবকিছুই লাইফটাইম এর শিক্ষা হয়ে থাকবে আমার জন্য! যদিও জীবন থেমে থাকে না! তবুও কোথায় গিয়ে মনের মাঝে হিসেব উঁকি দেয় যে সৃষ্টিকর্তা চাইলেই আজ আমার কোল আলো করে আমার সেই সন্তান থাকতো! সেটা ভাগ্যে নেই, তাই তেমন হয় নি। সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ নেই। তবে নিজের প্রতি হয়তো করুণা হয় মাঝেমধ্যে! তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, বেশ সাপোর্টিভ পার্টনার পেয়েছি জীবনে। সে আগলে রেখেছে সবকিছুতে। নিজেকে সামলে নিয়েছি অনেকখানি, সেজন্যও শক্তি উপরওয়ালাই দিয়েছেন।



new-year-9264474_1280.jpg


Image source:- pixabay.com

যাই হোক, নতুন বছরের নতুন দিনে আরোও পুরাতন একটি কথা শেয়ার করি। হলিক্রস কলেজের ১ম দিনে কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা আমাদের সকল ছাত্রীদের স্বাগতম জানিয়েছিলেন। সিস্টার শিখা বলেছিলেন, জীবনের যে কোন পর্যায়ে কাউকে বা কোন কিছুকে ভেবেচিন্তে স্বাগতম জানাতে! " স্বাগতম " শব্দটার অর্থ - সু ( ভালো) আগমনে তম ( অন্ধকার) গত হয়। তাই স্বাগতম জানানোর আগে ভালোভাবে ভেবেচিন্তে জীবনে উদার চিত্তে " স্বাগতম " জানাবে। আজ আমি ২০২৫ সালকে জীবনে উদার চিত্তে " স্বাগতম " জানাই! আমি বিশ্বাস করি, ২০২৫ এর সু আগমনে আমার জীবনের অন্ধকার দূরীভূত হবে। সকলের কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো। আপনাদের জন্যও আমার পক্ষ থেকে সেই শুভকামনাই রইলো। ২০২৫ সকলের জন্য ভালো কাটুক, আনন্দে কাটুক- এটাই চাওয়ার।



যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে আবারো নতুন বছরের শুভেচ্ছা।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGtwLJVFBv6maPKns1AXnjxA8WUe6nLS4NJJfZ3CB7KfPZ5A6oEj4TkszSxR7UosQmkub8d2fzjrP9co7EgE.jpeg

JnhEU9gVzZMffiHru1FCCifZgfLf1KHZrcFaXmLESgE7XAVr1TuziH6edSQ6dMzDGSGumjPgPpqZ1K8goH4pfbdC2NpAwNr2ucTetouivc...eHirWAv2L4dLmHwKtLLAMCqZXh77gKzZVGaeE74Z5m2w5ZUPfFTAUP1CrLjBrUfhgEjz25bTs1ssz4GnzPtkmPvdKk2ApeC5Vzob7mNDsHP3Kxw9Cc62Kaaq7.webp

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আশা করছি এই নতুন বছরের পথ চলা আপনার জন্য অনেক ভালো হবে।

 8 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। নতুন বছর আপনার জন্যও সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক, সেই কামনা।

 8 days ago 

GridArt_20250102_083802098.jpg

 8 days ago 

আমরা কিন্তু সকলে মনেপ্রাণে ২০২৪ কে বিদায় জানানোর পাশাপাশি ২৫ কে বরণ করে নিয়েছি। ইতোমধ্যে একটি দিন পার করে ফেললাম। তবে বছরের প্রথম দিনটা বেশ ঠান্ডা আর শীতল বাতাসে পরিপূর্ণ ছিল।

 8 days ago 

হ্যা, বছর এর শুরুটা বেশ শীতের আমেজেই হয়েছে আপু!

 8 days ago 

আমিও আপনার মতো করে নতুন বছর কে স্বাগম জানাই। নতুন বছর আমাদের জন্য নিয়ে আসুক নতুন বার্তা। আর সকল পুরানো গ্লানীকে ধয়ে মুছে আমাদের জীবন কে করে তুলুক সুন্দর করে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 days ago 

নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক আপু।

 6 days ago 

২০২৪ সাল আমার জন্য সবচেয়ে স্ট্রাগলের সাল হিসেবে মনে থেকে যাবে!

স্ট্রাগেল তো আমার চলছেই। তবে এই ২০২৪ আমার মনে থাকবে অন্য কারণে। অনেক কিছু শিখেছি অনেক মানুষ চিনেছি। সত্যি বলতে জীবনের সবচাইতে বড় লেসন টা হয়তো এই বছরেই পেয়ে গেছি আমি।।

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আপু। আপনার জন্য শুভকামনা।

 5 days ago 

২০২৪ এর শিক্ষা জীবনে থাকুক। সেই পথে হেটে ২০২৫ ভীষণ সুন্দর স্মৃতির জন্য মনে থাকুক, সেই প্রার্থনা রইলো, ভাই।