লাইফস্টাইল :- হলে গিয়ে মোয়ানা-২ মুভি দেখার মুহুর্ত 😍
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারসহ সুস্থ আছি, ভালো আছি। যাই হোক, আজ আপনাদের সাথে নতুন একটি পোষ্ট শেয়ার করতে চলে এসেছি। আজ লাইফস্টাইল বিষয়ক একটি পোস্ট করতে চলেছি।আশা করবো আপনাদের ভালো লাগবে। পোস্ট টি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের পোষ্ট টি তে.... ৷
মুভি দেখতে কে না পছন্দ করে! আর তা যদি হয় স্টার সিনেপ্লেক্সে গিয়ে পছন্দের মুভির সিকুয়েল - তবে তো সোনায় সোহাগা! আমরা হাজবেন্ড - ওয়াইফ দুজনে মিলে মাঝে মাঝেই মুভি ডেইট এ যেতে ভীষণ পছন্দ করি। যদিও সপ্তাহের শেষে বাসাতেই বিভিন্ন ধরনের মুভি দেখা আমাদের জন্য বেশ কমন একটি বিষয়। তবে সিনেমা হলে গিয়ে থ্রি ডি মুভি দেখার অভিজ্ঞতা টা বাসায় বসে মুভি দেখার চেয়ে সব দিক থেকেই আলাদা! তাই মাঝে মাঝেই সেই অভিজ্ঞতাও মিস দেই না আমরা ! মুভির চয়েজ এর ক্ষেত্রে আমাদের দুজনের চয়েজ আবার বেশ ভালোই মিলে।
২৫ শে ডিসেম্বরের ছুটির দিন সকাল থেকে হাজবেন্ড এর বাহিরে কিছু কাজ ছিলো। ল্যাপটপের কিছু কাজ করানোর জন্য সকাল সকাল ই বের হয়ে গিয়েছিল। কাজ সেরে বাসায় ফিরতে ফিরতে দুপুর ৩ টে পার! এসেই বলে ৪ টার পর কিন্তু আবার বের হবো। সময় মতো যেনো রেডি হয়ে নেই আমি। সে যে বিকেলের শো এর " মোয়ানা- ২" মুভির টিকিট অনলাইনে আগের দিন ই মনে করে কিনে রেখেছিলো, সেটা আবার আমাকে বলেই নি! কোথায় যাবো শুনে আমি তো রীতিমতো সারপ্রাইজড সাথে এক্সাইটেড ও! এনিমেশন মুভি ওর চেয়ে আমার ই বেশি পছন্দের! 😄 খুশি মনে রেডি হয়ে যথাসময়ে বেড়িয়ে পরলাম দুজনে। যথাসময়ে পৌঁছে আগে টিকিট নিয়ে নিলো সে। তারপর যথারীতি কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।
আমি ভেবেছিলাম যেহেতু ছুটির দিন, তাই অনেক বেশি ভীড় হবে। তবে টিকিট কাউন্টার কিংবা পপকর্ন, ড্রিংকস কেনার সময় ও বেশি ভীড় ছিলো না। পপকর্ন আর সফট ড্রিংকস ছাড়া কি আর মুভি দেখা জমে! একদম ঠিক সময়ে মুভি শুরু হলো। তখন বুঝলাম হলও আসলে হাউজফুল না। তবে অনেকেই ফ্যামিলির ছোট ছোট বাবুদের নিয়ে এসেছেন- এই বিষয় টি আমার ভীষণ ভালো লাগে। কারণ আমার এখনো ফুল ফ্যামিলি (মানে বাবা মা ভাই সহ একসাথে) সিনেমা হলে গিয়ে কোনো মুভি দেখা হয় নি! যআই হোক, মোয়ানা - ২ মুভিটা খুব বেশি দীর্ঘ সময়ের না। থ্রি ডি চশমা দিয়েই দিয়েছিলো হলে ঢোকার সময়েই। তবে আমরা দুজনেই চাশমিস, চশমার উপর থ্রি ডি গ্লাস পরে যতটুকু পারা যায় এডযাস্ট করেই দেখতে হয় থ্রি ডি মুভিগুলো! পপকর্ন খেতে খেতে, পেপসিতে চুমুক দিতে দিতে সেভাবেই দেখে ফেললাম মোয়ানা-২ মুভি টা। যেহেতু একদম নতুন রিলিজ, মুভি নিয়ে কোনো স্পয়লার দিলাম না। তবে সামনে কোনো দিন অবশ্যই রিভিউ নিয়ে হাজির হতে পারি!
যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আজ অবশ্য আরেকটি অভিজ্ঞতাও হয়েছে। সেটা অন্য আরেকটি পোস্ট এ শেয়ার করবো পরে। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ ভাইয়াকে নিয়ে ছুটির দিনে ভালো সময় কাটিয়েছেন দেখছি। স্টারসিনেপ্লেক্সে আমিও বেশ কিছুদিন আগে মুভি দেখতে গিয়েও দেখা হয়নি। মোয়ানা মুভিটির অনেক নাম শুনেছি। স্টার সিনেপ্লেক্সে দেখার ইচ্ছা আছে। জানিনা দেখতে পারব কিনা। ধন্যবাদ আপু আপনারও ভাইয়ার সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
দোয়া করি যেন আপনার ও খুব শীঘ্রই দেখার সময়-সুযোগ এর মিলবন্ধন হয় 😍
প্রথমেই বলি দুজনকে একসাথে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এভাবে হুট করে সিনেমা দেখতে গেলে নিজেদের মধ্যে ভালোলাগা হুট করেই বেড়ে যায়। এটা একটা ভীষণ ভালো অনুভূতি হয়তো লিখে বোঝানো যাবে না। অসম্ভব ভালো লাগলো আপনার আজকের পোস্ট।
দুজনেই খুব ভালো থাকুন এবং সুখের সংসার করুন আমৃত্যু এই কামনা করছি ❤️
অসংখ্য ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন। ❤️
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপনারা হাজবেন্ড ওয়াইফ হলে গিয়ে মোয়ানা-২ মুভি দেখার মুহুর্ত আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। আসলে হাজবেন্ড ওয়াইফ একসাথে যেকোনো জিনিসে অংশগ্রহণ করলে সত্যি সেটা নিজেদের কাছে বেশ ভালো লাগে। সেখানে আপনারা দারুণ সময় অতিবাহিত করেছেন পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার পোস্ট টি পড়ে বেশ সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাই।
বাহ্ আপু আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে।আপনারা একসঙ্গে সিনেমা হলে গিয়ে কিছু ভালো মুহূর্ত কাটিয়েছেন তা পোস্টের মাধ্যমেই বুঝতে পারছি।মোয়ানা -১ মুভি দেখা হয়েছে কিন্তু মোয়ানা -২ মুভি এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আপনাদের দুজনের সুন্দর কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আসলেই বেশ কোয়ালিটি টাইম কাটানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও এমন সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য।
বাহ দুজন মিলে মুভি দেখার দারুন সময় অতিবাহিত করেছেন আপু। পপকর্ন আর ড্রিংক নিয়ে চললেন মুভি দেখতে। মোয়ানা টু মুভিটি আমি এখনো দেখিনি। ছুটি দিনে ভাইয়া কাজ শেষ করে এসে বিকেলে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপু।
জি আপু, বেশ সুন্দর সময় কাটিয়েছি সব মিলিয়ে। আপনাকে ধন্যবাদ।
অ্যানিমেশন মুভি গুলো আমারও বেশ পছন্দ। মোয়ানা 2 এখনো দেখা হয়নি। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন দুইজনে। আর আপু, আপনাকে কিন্তু শাড়ি টা তে খুবই সুন্দর লাগছে দেখতে। সুন্দর মুহূর্ত গুলোর কিছু অংশ শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
শাড়ি মানেই ভালোবাসা 😍
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত্ত সুন্দর কমেন্ট করে মন খুশি করে দেয়ার জন্য৷ ❤️
স্পয়লার দিলেও কিছু হতো না। কারণ এই ধরনের মুভি আমি একেবারেই দেখি না। যদিও অন্যরা হয়তো দেখে। ছুটির দিনে দুজন মিলে সিনেমা ডেট বাহ এর চেয়ে দারুণ আর কী হতে পারে। তবে সবচাইতে ভালো লাগল দেখে ছুটির দিন হওয়ার পরেও খুব একটা ভীড় ছিল না। এটা বেশ ভালো।।
আসলেই তাই, ছুটির দিনে আশা করেছিলাম অনেক ভীড় হবে বুঝি! ফাঁকা পেয়ে ভালোই লেগেছিলো।
থ্রি ডি মুভিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আর স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার মজাই আলাদা। সিনেমা হলে বসে মুভি দেখার সময় পপকর্ন না থাকলে একেবারেই জমে না। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। আপনাদের সামনের দিনগুলো আরও রঙিন হোক সেই কামনা করছি।
একদম সত্যি ভাই! হলে বসে মুভি দেখার সময় হাতে পপকর্ণ না থাকলে একদম ই জমে না! তাই তো একজনের টিকিটের সমপরিমাণ টাকা খরচ করে হলেও পপকর্ণ আর ড্রিংস কেনাই লাগে 😂 ওদিকে টাকার কথা চিন্তা করলে গায়েও লাগে 🫢