একগুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ।
২৮ জিলকদ ১৪৪৫ হিজরি। ০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
---|
গত কয়েকদিন ধরে মেঘের আনাগোনা চলছে। কিন্তু বৃষ্টির কোন দেখা নেই। কালকে সন্ধ্যার দিকে অসম্ভব গরম পড়তে লাগলো। বলেই ফেললাম আজকে হয়তো বা বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ পরে ঝড় বাতাস চারিদিকে ধুলোবালি যেন ঘরের মধ্যে ঢেলে পড়ার মতো। দ্রুত জানালা দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে বাতাস কিছুটা থেমে গেল, গরম বেড়ে গেল। এরপরে শুরু হলো ঝমঝম বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে তুফান মত বয়ে গেল ঝড়। যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল তাতে মনে হয়েছিল আজকে আর থামবে না। আর এভাবে যদি আরো কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে মানুষের জন্য বেশ ভালো খবর। বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। কিন্তু ঝড়ের প্রকোপ থেমে থাকলো না। যাই হোক কম বেশি যতটুকু বৃষ্টি হয়েছে রাতে ঘুমিয়ে বেশ শান্তি পেয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই বাইরে যেতে ভীষণ গরম। আবারো শুরু হয়ে গেল তীব্র গরম। আর কারেন্টের কথা কি বলবো? কালকে যখন একটু বাতাস বইছে তখন থেকে কারেন্ট নেই। জানিনা কখন আবার কারেন্ট দিবে। মানুষ একটু শান্তির জন্য কারেন্ট ব্যবহার করে। কিন্তু কারেন্ট শান্তির থেকে অশান্তি বেশি দেয়। রাত্রে যেহেতু ঝড় হয়েছে তাই বাইরে একটু ঘুরে আসলাম। তেমন কারোর খুব একটা ক্ষতি হয়নি। তবে কিছু গাছের ডাল ভেঙে পড়েছে। যাইহোক আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অণু কবিতা। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ.....।
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
🌻 অনু কবিতা-১
রাস্তা দিয়ে গভীর ভঙ্গিতে কোথায় হেঁটে যাও
একবার হলেও আমার দিকে একটু ফিরে তাকাও।
চন্দ্র তারাকে সাক্ষী রেখে বলছি তোমাকে
আমি তোমাকে ভালোবাসি এ কথাটা শুনে যাও।
🌺 অনু কবিতা-২
বউ ধরেছে বায়না চাই আমার গয়না
আমি বলি পারবো না সে তো আমায় ছাড়েনা।
বউ আমার অভিমানী কি যে করে বুঝিনা
বউয়ের মন জোগাতে আমি যে আর পারিনা।
🎋 অনু কবিতা-৩
তুমি যদি শীতের সকালের কুয়াশা হও
আমি হবো মেঘের দিনের এক পশলা বৃষ্টি
তুমি যদি বসন্তের গোলাপের স্নিগ্ধতা হও
আমি হব রজনীগন্ধার সুবাস।
🍁 অনু কবিতা-৪
চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে
ভেসে যাবো আমরা কোন এক অজানা দেশে।
যেখানে পাহাড়ের বুকে ঝর্ণার মাতোয়ারা
যার আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস বয়ে যায়।
🌹 অনু কবিতা-৫
হঠাৎ আকাশ ঘন ভরা মেঘে ঢাকা
বজ্রপাতের শব্দে চারিদিকে দিশেহারা।
ঝড়ের বেগে নড়বড়ে চালের টিন
বৃষ্টির ঝাঁপটা ধেয়ে আসে জানালায়।
পোস্ট বিবরণ
শ্রেণী | অনু কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
বাহ দারুন দারুন কিছু অনুভূত আমাদের মাঝে শেয়ার করেছেন। তিন নাম্বার কবিতাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার ভালো লেগেছে জেনে নিজের কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
https://twitter.com/ABashar45/status/1798173263178412480?t=hvU-kw6kNxALmPHLpSLqZA&s=19
খুব সুন্দর অনু কবিতা লিখি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করতে খুবই ভালো লাগলো। বেশ দারুন ভাবে আপনি ছোট ছোট কবিতা মোট পাঁচটা লিখেছেন। পাঁচটা কবিতায় বেশি দারুন মনের অনুভূতি ব্যক্ত হয়েছে। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আমার লেখা অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে এটা যেন ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকেও আপনি বেশ চমৎকার পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। প্রতিটা কবিতা পড়ে খুব ভালো লেগেছে। ছোট ছোট ছন্দ দিয়ে কবিতা গুলো লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পাঁচটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাদের ভালোলাগা আমার সার্থকতা। চেষ্টা করি প্রতি সপ্তাহে অনু কবিতা গুলো সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি বলতে এই বিদ্যুতের জন্য আমরাও বেশ বিভ্রান্ত এবং হতাশ কখন যে বিদ্যুৎ আসে আর কখন যে যায় তার ওপরে গতকাল রাতে ভালো মানের ঝড় হয়েছে জানিনা আজকে কবে বিদ্যুৎ দিবে। আপনার কবিতাগুলোর মধ্যে ভালোবাসা ছায়া পেলাম কবিতাটি পড়ে মনটা ফুরফুরি হয়ে গেল । ধন্যবাদ আপনাকে এমন ভালোবাসার কবিতা শেয়ার করার জন্য।
গতকালকে তো বিদ্যুৎ ছিল ভাই। আজ সকাল থেকে বিদ্যুৎ নাই। না জানি কয়দিন এভাবে থাকবে। তবে এই সমস্যা করতে থাকলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়বে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এই সময়টার এই বৃষ্টি অনেক বেশি ভালো লাগতেছে। হঠাৎ করে বৃষ্টি আসে আর হঠাৎ করেই চলে যায়। বাইরে যখন অনেক বেশি বাতাস থাকে ওই মুহূর্তে তখন খুব ভালো লাগে। আর কারেন্টের কথা তো না বললেই চলে। বৃষ্টি হলেও কারেন্ট থাকে না আর এমনিতেও থাকেনা। তবে রাতে যদি বৃষ্টি হয় তাহলে ঘুমটা অনেক বেশি ভালো হয়। যাই হোক আপনি তো দেখছি সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে অনেকগুলো অনু কবিতা লিখে ফেলেছেন। সবগুলো কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে ৩ এবং ৫ নম্বর অনু কবিতা বেশি ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এই অনু কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সব সময় চেষ্টা করি সুন্দর অনু কবিতা গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমান সময়ে কারেন্টের অবস্থা খুবই খারাপ। তবে কারেন্ট থাকার চেয়ে না থাকাই বেশি দেখা যায়। তবে আজকে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার ছোট অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে এ ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।
গতকাল হালকা বৃষ্টি ঝড় হয়েছে এর ফলে আজকে সারাদিন কারেন্ট নাই। না জানি কয়দিন এভাবে থাকবে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
বাহ আপনি তো খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে এবং লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায় অনু কবিতা মাধ্যমে। তবে আপনার সবগুলো অনু কবিতা অসাধারণ হয়েছে। বর্তমান সময়ে বিদ্যুৎ নিয়ে সব জায়গাতে অনেক সমস্যা ভাই। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কালকে একটু ঝড় হয়েছে এই কারণে আজ সারদিন কারেন্ট নেই আপু। কি একটা অবস্থার মধ্যে দিন পার করছি। ধন্যবাদ আপনাকে আমার লেখা কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।