স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।
০৬ রমজান ১৪৪৫ হিজরি, ০৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
|---|
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
অনু কবিতা-১
গোলাপ ফুল, তুমি সুন্দরী, মধুরী রক্তিম লাল।
প্রেমের প্রতীক, হৃদয়ের রাগিণী তুমি ফুলের রানী।
তোমার পাপড়ির কোমল এক স্পর্শ ভরে যায় গন্ধে।
ভালোবাসা ছড়ায় মধুর সুবাসে মন ভুলায়,
চিরকাল থাকবে তোমার রূপের মাধুরী তুমিতো রানী।
অনু কবিতা-২
গাছের তলায় লুকিয়ে থাকে দুপুরের রুদ্র।
রুদ্র দুপুরের মত কাটে অস্থির গভীর রূঢ়।
ধূলির রাজ্যে দুপুর হয়ে ওঠে অন্ধকার ময়
তবুও চলতে থাকে জীবন অস্থির এই বেলা।
প্রচণ্ড রোদে শুকিয়ে যাওয়া রাস্তা ঘাট।
অনু কবিতা-৩
আমের মুকুল হাসে পুলকিত শাখায় শাখায়,
হালকা ফুলের কোলে, মিষ্টি গন্ধের খেলা।
সেই মুকুল হয়ে ওঠে চমৎকার স্বাদের খাবার।
যতই কেটে যায় দিন ততই বাড়ে আম
আমের মুকুল থেকে ফল এটা সৃষ্টি নেয়ামত ।
অনু কবিতা-৪
গ্রীষ্মের তপ্ত দুপুর বেলায় আকাশ আঁধারে ঢাকা
আকাশের কোলে ছুটে আসে মেঘের গর্জন,
পাখিরা ডানা মেলে উড়াল দেয় অজানায়।
ঝড়ের ঝাপটায় থেমে যায় জীবনের একধারায়।
গ্রীষ্মের ঝড়ে জীবন যেন এক নীরব অনুগ্রহ।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR





https://x.com/ABashar45/status/1897928836018585694?t=mki8HwuY7zoqSxM5DgxBAg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে তৃতীয় কবিতা টি একটু বেশি ভালো লেগেছে।
কবিতা ভাললাগার একটা বিষয়। আমার লেখা কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার ছোট কবিতাগুলো পড়ে আমি মুগ্ধ। আজকে আপনি বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটি কবিতাই খুব সুন্দর এবং হৃদয়স্পর্শী। বিশেষ করে তৃতীয় কবিতাটি আমার একটু বেশি ভালো লেগেছে। আপনার লেখার মাধ্যমে অনুপ্রেরণা পাচ্ছি। এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই বিষয়টা আমার দারুন লাগলো ভাই আপনি আমার লেখা দেখে অনুপ্রেরণা পাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার অনু কবিতার লাইনগুলো শেয়ার করেছেন এক কথায় দারুন লিখেছেন। এর আগেও আপনার লেখা বেশ কয়েকটি অনু কবিতা পড়েছিলাম বরাবরই সুন্দর ছিল। যাইহোক আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
নিজের জায়গা থেকে চেষ্টা করি ভাই সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অন কবিতা নয় ভাইয়া অণুকবিতা। টাইটেলটা এডিট করে নেবেন৷
প্রকৃতিকে ঘিরে প্রতিটা অণুকবিতাই খুব সুন্দর।লিখেছেন। আর দারুণ সব বিশেষণের প্রয়োগ করেছেন। যা আপনার কবিতাকে অনেকবেশি সুখপাঠ্য করে তুলেছে।
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট একটি ভুল আমাকে ধরিয়ে দেয়ার জন্য।
খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করলেন ভাইয়া। আপনার লেখা কবিতা এবং অনু কবিতা আমার কাছে বেশ ভালো লাগে। গোলাপ ফুল নিয়ে কি দারুন লিখেছেন সত্যি প্রশংসনীয়। গ্রীস্মের ঝড়ের দারুন মুহূর্ত কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন। প্রত্যেকটি কবিতা অসাধারণ লাগলো ভাইয়া। সুন্দর কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখার। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে বেশি উৎসাহিত করার জন্য।