ক্রিয়েটিভ রাইটিং :-তুমি যা ছিলে সময় তোমাকে তাই বানাবে।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো তুমি যা ছিলে সময় তোমাকে তাই বানাবে। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...
বর্তমানে মানুষের এমন একটা অবস্থা মানুষ মনে করে যে আমরা কি একটা হয়ে গেছি। বর্তমান সমাজে এমন মানুষের অবস্থা অনেক রয়েছে যারা একটা সময় ছেঁড়া প্যান্ট ছেঁড়া স্যান্ডেল আর ছেঁড়া জামা গায়ে দিয়ে সমাজের বুকে ঘুরে বেড়ায়ছে। সেই মানুষগুলো কিছু মানুষের সহযোগিতায় বা কিছু মানুষের সাহায্য সহযোগিতার জন্য একটা সময় খুব ভালো একটা পর্যায়ে চলে এসেছে। যখন তার গায়ে চামড়া গায়ে জামা জুতা সবকিছু পরিবর্তন হয়েছে তখন সে ভুলে গেছে তাকে এখানে কে নিয়ে এসেছে। সে আজকে যে পর্যায়ে এসেছে সে কিন্তু একা আসতে পারেনি। সেই দুর্দিনের কথা গুলো হয়তো ভুলে গেছে। একটা সময় তুমি কি ছিলে আর এখন তুমি কোথায় এসেছ কোথায় দাঁড়িয়েছ। কিভাবে এসেছো এই কথাগুলো কেন ভুলে গেলে। তুমি কি জানো না তুমি আজকে যে পর্যায়ে রয়েছো একদিন তুমি সেই পর্যায় ছিলে না। তুমি কেমন মানুষ তোমার বিবেক আছে যদি বিবেক থাকতো তাহলে তুমি উপলব্ধি করতে পারতে তুমি যা ছিলে তার থেকে এখন তুমি আরো উত্তম। কিন্তু তুমি তাদেরকে ভুলে গেছো যারা তোমাকে আজকে এই পর্যন্তই এনেছে। আমি ওই সমস্ত মানুষগুলোর কথাই বলছি যারা নিজের অস্তিত্ব টাকে ভুলে গেছে। তারা কি ভুলে গেছে সৃষ্টিকর্তার কথা যে যিনি তাকে এখানে নিয়ে এসেছে তিনি যদি ইচ্ছা করেন তিনি আগের জায়গায় আবারও তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। যার এক ইশারায় আসমান জমিন একাকার হয়ে যাবে সে তো আপনার একটা ঠুনকোতেই আপনার সমস্ত অহংকার চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারে। বর্তমান সময়ের সমাজের বুকে এমন মানুষের উত্থাপন হয়েছে যারা একটা সময় ভাত পেত না, আর আজ তাদের দেখে মনে হয় যেন তারা জন্মগতভাবে জমিদার। মানুষ ভুলে যায় তার পেছনের কথাগুলো। সে মনে করে আমি আজকে এত বড় হয়ে গেছে আমাকে কেউ আর ছুঁতে পারবে না। কিন্তু সে জানেনা তার মাথার উপরে যে তাকে বড় করেছে সে বসে আছে।
সৃষ্টিকর্তা চাইলে যেকোন মানুষকে হাত ধরে উপরে উঠে নিয়ে যেতে পারে। আবার যে সৃষ্টিকর্তা আপনাকে উপরে উঠে নিয়ে যাবে সে সৃষ্টি কর্তা সেখান থেকে হাত ছেড়ে দিতেও পারে। মাঝখানে মানুষের অহংকার দম্ভতার কোন দাম নেই। তবে একটা বিষয় আপনারা আমার সাথে একমত হবেন ইট মারলে পাটকেল খেতেই হবে। জীবনের কোন একটা জায়গায় যদি আপনি সাকসেসফুল হন এবং এই সাকসেসফুল হওয়ার পেছনে যারা আপনাকে সব সময় পাশে থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন সেসব মানুষের কথা যদি আপনি ভুলে যান অর্থাৎ শিক্ষিত কথা যদি আপনার ভিতরে না থাকে আপনি নিশ্চয়ই সেই দিনের জন্য অপেক্ষা করবেন যেদিন আপনি নিজেই ধ্বংস হবেন। বর্তমান সমাজে এমন মানুষের অভাব নেই। যারা কম সময় নিজেকে পরিবর্তন করেছে এবং তার বহুমুখী আচরণ মানুষের সামনে তুলে ধরেছে। তবে যারা বেশধারী বহুরূপী তারা কিন্তু দিনের পর দিন তাদের মুখোশটাও কিন্তু খুলে গেছে। প্রথমের দিকে তারা যে জায়গায়তে ছিল পুনরায় তারা সেই জায়গাতেই চলে গেছে। আসলে জীবনটা হলো বৃষ্টির পানির মতো। জোয়ার এসেছে বন্যা চলছে মনে হচ্ছে যে পানি আর হয়তোবা নেমে যাবে না এভাবেই হয়তোবা জীবনের দুর্দশার মধ্যে দিয়ে চলবে কিন্তু হঠাৎ করে দেখবেন সেই পানি ভাঁটা নেমে গেছে। কিছু মানুষ রয়েছে যাদের অর্থ-সম্পদ এত বেশি হয়ে গেছে তারা এখন মানুষকার মানুষ রূপে দেখে না। সেই জোয়ারের মতই অবস্থা। কিন্তু তাদেরকে ভাবতে হবে যে জোয়ার দিতে পারে সে ভাটাতে উপরে পরিণত করতে পারে। তাই দাম্ভিকতা ছেড়ে মানুষকে নাটকের যার প্রাপ্য সেই প্রাপ্যটা দেয়ার চেষ্টা করেন। না হলে তো দেখবেন একদিন আপনি যেখানেই ছিলেন ঠিক সেখানেই চলে যাবেন।
সৃষ্টিকর্তা যখন আপনাকে এত কিছু দিতে পেরেছেন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারেন। আপনাকে দিয়েছে অনেক সময় লেগেছে কিন্তু নিতে কিন্তু তার একবিন্দু সময় লাগবে না। প্রতিটা মানুষের উচিত মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। মানুষকে ভালোবাসা মানুষের সাহায্য সহযোগিতা করা। মানুষ যদি মানুষকে ভালোবাসে বুঝবেন সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসে। কারণ সৃষ্টিকর্তা যদি আপনাকে না ভালোবাসে তাহলে মানুষ আপনাকে কখনোই ভালবাসতে পারে না। তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে আপনি আপনার নিজের দিকে তাকিয়ে নিজের ভাবনাগুলোকে সেই ভাবে ভাবেন যেভাবে আপনি নিজের পথটাকে সুগম করতে পারবেন। আমাদের উচিত মানুষকে মাইনা করা মানুষের প্রাপ্য টাকে বুঝিয়ে দেয়া যে যতটুকু পার তার সেই পরিমাণ পাওয়া টাকে পূর্ণ করা। মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, কারণ মানুষের লোভ-লালসা ওই সময় এর কথাগুলোকে ভুলিয়ে দেয়। সে ভুলে যায় একটা সময় সে এমন ছিল না। কিছু সময় অর্থ এবং নিচু বংশের মানুষের প্রলোভনের কারণে মানুষ পরিবর্তন হয়ে যায়। কিন্তু দিনশেষে সেই ব্যক্তি ঠকে যায় যে মানুষকে ঠকায়। তাই আমরা সৃষ্টিকর থেকে ভয় করব এবং নিজের পূর্বের পজিশনটাকে মাঝেমধ্যে স্মরণ করব তাহলে ভবিষ্যৎ টা অনেক ভালো হবে। আর যদি আপনার ভিতরে অহংকার বোধ চলে আসে তাহলে আপনি নিশ্চয়ই সেই দিনের অপেক্ষায় থাকেন যেদিন আপনি যেমন ছিলেন আপনি তেমনই হবে রয়ে যাবেন। অর্থাৎ তুমি যা ছিলে সময় তোমাকে তাই বানাবে।
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
| ডিভাইস | poco M2 |
|---|---|
| লোকেশন | মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR





Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাইয়া মানুষ কখনো নিজের অতীত ভুলে গেলে ভালো থাকে না।অহংকার করলে একদিন ঠিকই পতন হবে। আর সৃষ্টিকর্তা চাইলে যেকোনো কিছু দিতে পারেন, আবার নিতে পারেন।তাই সবসময় নম্র হয়ে, মানুষকে সম্মান করে চলা উচিত।ধন্যবাদ ভাইয়া বাস্তবিক একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সময় সত্যিই আমাদেরকে আমাদের প্রকৃত রূপে গড়ে তোলে। এটি আমাদের অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে আমাদেরকে আরও পরিপক্ক করে তোলে।আমার জীবনে অনেক সময় এমন পরিস্থিতি এসেছে যখন আমি নিজেকে হারিয়ে ফেলেছি, কিন্তু সময়ই আমাকে আবার ঠিক পথে এনেছে। সময় সত্যিই সবকিছু ঠিক করে দেয়।সময় আমাদেরকে শক্তি দেয় এবং আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে সৃষ্টিকর্তা চাইলে সবকিছু করতে পারেন৷ মানুষজনকে তিনি শুধু মাত্র পরীক্ষা করে থাকেন৷ মানুষজন সেই পরীক্ষায় পাশ করে কিনা তিনি সেগুলো দেখে থাকেন৷ আর যারা পাশ করে যায় তারা ভালো থাকে৷ আর যারা এখানে পাস করে না অহংকার করে থাকে, তারাই ধ্বংস হয়৷ কিছু কিছু মানুষকে সৃষ্টিকর্তা এমন কিছু দিয়ে থাকেন যে তারা দেখে উপরের দিকে উঠতে থাকে৷ তারা যত বেশি সফল হতে থাকে তারা তত বেশি অহংকারী৷ তারা তাদের অতীতের সেই কষ্ট ভুলে যায়৷ তবে একটা সময় পর সৃষ্টিকর্তা আবারও তাদেরকে সেই অবস্থানে ফিরিয়ে দিতে পারেন৷ যার ফলে তারা সে থেকে শিক্ষা গ্রহণ করতে পারে৷ তবে এক্ষেত্রে বেশিরভাগ মানুষই থাকে যারা যখন কোন ধরনের খারাপ সময় থেকে ভালো সময় উঠে যায় তখন তারা অতীত ভুলে যায়৷ তারা সেই কষ্ট ভুলে গিয়ে অকৃতজ্ঞ হয়ে যায়৷