স্বরচিত কবিতা ||গন্তব্যহীন ভালোবাসা

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করতে এসেছি। মাঝে মাঝে দু একটি কবিতা লিখতে বেশ ভালই লাগে।যদিও খুব একটা ভালো লিখতে পারি না তবুও চেষ্টা করি।আজ মূলত যে কবিতা টি লিখেছি তা পারিপার্শ্বিক ঘটনা কে কেন্দ্র করে।মূলত সমাজে এখন পরকিয়া প্রেম ছড়িয়ে পড়েছে ভাইরাসের মত।যা যে কোন সমাজের জন্য ক্ষতিকর।এটা একটি পরিবার কে যেমন ধ্বংস করে দেয় তেমনি সমাজ কেও নষ্ট করে দেয়।পারিপার্শ্বিক এই ঘটনার প্রেক্ষাপটেই মূলত কবিতা টি লিখেছি।হয়তো আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি কবিতার মূল ভাবে।

sunset-4024815_1280.jpg

source

ভালোবাসা একটি পবিত্র শব্দের নাম ।কিন্তু এই ভালোবাসা যখন দুটি সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ায় তখন সেই ভালোবাসা আর পবিত্র থাকে না ।যাইহোক এ ধরনের ভালোবাসায় যারা লিপ্ত হয় তারা কোন কিছু পরোয়া করে না। পরিবার ,সমাজের কথা চিন্তা করে না ।তারা শুধু নিজেদের ভালোবাসার কথাই চিন্তা করে। নিজের আবেগকে প্রশ্রয় দেয় ।যদিও তার ফল ভালো হয় না। তার পরেও তারা এগিয়ে যায় ।অবশেষে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভালোবাসা বিরহ ডেকে আনে। হয়তো কোন কোন ক্ষেত্রে মিলন হয় ।তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিরহে সমাপ্তি ঘটে। এ ধরনের ভালোবাসা সত্যি কারো কাম্য নয়।


গন্তব্যহীন ভালোবাসা

আকাশ ছোঁয়া ভালোবাসায় মেতেছি দুজনে
যে ভালোবাসায় রয়েছে অনেক ভীতি ,
পরিণতি ভয়াবহ জেনেও এগিয়ে যাচ্ছি
পরম ভালোবাসার টানে ।
যার নেই কোন মানে ।
ভালোবাসা মানে না সময় অসময়,
ভালোবাসা দেখে না কোন বয়স,
মনের মিলেই হয়ে যায় ভালোবাসা ।
তবুও সব ভালোবাসা পরিণতি পায়না ।
শুধু ভালবাসার মাঝেই
পরম শান্তি খুঁজে ফিরে,
ভালোবাসা দেখে না ঠিক বেঠিক,
অজানা গন্তব্যে হেঁটে চলে দুজনে ।
পরিবার ,সমাজ সবাইকে ভুলে
হেঁটে চলে ভয়ংকর ভালোবাসার টানে ।
বিরহেই সমাপ্তি হয় শেষে,
সবটা জেনেও ভালোবাসে ।
যার নেই সত্যিই কোন মানে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

GjSEgbUx2JZgz3wnijbGJFkubwFepGBrvBecB8VtLmyVWAzGMPpTgbBsoy5PNzCfX7WhWhJCZSpSo9E9Jc17Tv7KXyNFbfWPFbdB1C4WJC...5vGvSsZguxTpSiHBAx4rhwSdLzhfhKX5dLmogWxNMVMfyK6KfbXMuYzzkViubAnuY8sLUrEeaeyLqoyzMk8oRd67nwve2VmS75Da6qakPoAVTuMx1JNu2Q4Na.webp

Sort:  
 26 days ago 

গন্তব্যহীন ভালোবাসার দারুণ প্রকাশ ঘটিয়েছেন শব্দের গাঁথুনি দিয়ে আপু। কবিতাটির প্রতি লাইনে লাইনে ভালোবাসার ছোঁয়া। বেশ ভালো লেগেছে আপনার কবিতাটি।গন্তব্যহীন ভালোবাসা শিরোনামে কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

Polish_20241210_102126711.jpg

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @wahidasuma,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 26 days ago 

ভালোবাসা কিছু কিছু ক্ষেত্রে মানুষকে এমনি স্বার্থপর করে তোলে। তখন শুধু নিজেদের ছাড়া অন্য কোন কিছুই চিন্তা করতে পারে না। আর এসব ক্ষেত্রে পরিণতি খুব একটা ভালো হয় না। যাই হোক আপু আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি লাইন। ভালো লাগলো পড়ে।

 26 days ago 

কবিতার ভাষায় চরম সত্যগুলো তুলে ধরেছেন আসলেই ভালোবাসা কোন বয়স কোন ভয়-ভীতি কোন কিছুতেই বেঁধে থাকে না। পবিত্র ভালোবাসা কে নিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 26 days ago 

ভালোবাসা নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে আমার কাছে অনেক ভালো। ভালোবাসা সত্যি অনেক সুন্দর। আর এটা অনেক পবিত্র একটা বন্ধন। এই কবিতার লাইন গুলোর মধ্য দিয়ে অনেক কিছুই তুলে ধরেছেন আপনি। ছন্দ মিলিয়ে সুন্দর করে সবগুলো কবিতা লেখায় বেশি ভালো লেগেছে।

 26 days ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।