বেশ কিছু ভুলের কারণে চেন্নাইয়ের এই ম্যাচটা হারে পরিণত হলো

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল চেন্নাই আর পাঞ্জাবের মধ্যে একটি ম্যাচ ছিল। এই ম্যাচটা দুই পক্ষের জন্যেই জেতাটা খুবই প্রয়োজন ছিল, কারণ তাদের কোয়ালিফাই করতে এখন বেশ বেগ পেতে হচ্ছে। পয়েন্ট তালিকা অন্যদের তুলনায় নিচে আছে তাদের। খেলাটা চেন্নাইতে হয়েছে ঠিকই, কিন্তু ঘরের মাঠে চেন্নাই এইরকম খারাপ আগে কখনো খেলেনি, আমার যতদূর মনে পড়ে। তবে এখানে কিছু কিছু পিচে একটু সমস্যা আছে অর্থাৎ এই ধরণের পিচগুলোতে সঠিক সিদ্ধান্ত নিয়ে খেলাটাও অনেক জরুরি হয়ে পড়ে। যেমন এখানে টস অনেক নির্ভরশীলতা ম্যাচ জেতার ক্ষেত্রে। পাঞ্জাব এক্ষেত্রে টস জিতে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। যদিও তাদের অধিনায়ক বিদেশী, কিন্তু এইসব পিচ সম্পর্কে তার ধারণা আছে আর তাছাড়া তাদের গাইড হিসেবে অনেকেই আছে যে, কোন পিচে কি সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়া যাবে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

চেন্নাইয়ের জন্য খুবই হার্ড ছিল এই প্রথমে ব্যাটিং করা, কারণ এই পিচে ফাস্ট বলে যাহোক একটু খেলতে পারলেও স্পিনে একদম অবস্থা খারাপ হয়ে যায় তাদের। প্রথমে একটু ভালোই খেলছিল, মোটামুটি রান রেট ছিল সাড়ে ৮ এর মতো। কিন্তু পরে রাহানে আউট হয়ে যাওয়ার পরে দুবে গেলো, পরে জাদেজাও উঠে উঠে সব পড়ে গেলো। এক্ষেত্রে হিউজ প্রেসার ক্রিয়েট হয় রুতুরাজ এর উপর। এক তো ক্যাপ্টেন আর তার উপর আছে এই রান তোলার প্রেসার। মোটামুটি বলতে গেলে তার সাথে কেউই পার্টনারশীপ গড়তে পারেনি ঠিকভাবে। রিজভি এসে একটু খেললেও সেটা সাময়িক, বল খেয়ে খেয়ে রান করা যাকে বলে। এক্ষেত্রে রুতুরাজও বল খেয়েছে প্রথম থেকে, মেইন সমস্যাটা হয়েছে প্রথমে এই পিচে তারা ঠিকমতো সুবিধাই করতে পারেনি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

ওদের দুইজন স্পিনার হরপ্রীত আর রাহুল ম্যাচটাকেই ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ তাদের কোনো পজিশনই ধরতে দেইনি এই দুইজন। রান কম আর তারপর উইকেট ৪ টা নিয়ে নিয়েছে। ধোনি শেষ পর্যায়ে ফিনিশার হিসেবে আসলেও সেও তেমন সুবিধা করতে পারেনি। এখানে ম্যাচ এর অবস্থা ১৩ ওভার পর্যন্ত খুবই খারাপ ছিল, মাত্র ৮৩ রান আর তারপর উইকেটের অবস্থাও খারাপ। আমি তো ভেবেই নিয়েছিলাম রান ১২০-১৩০ এর বেশিই হবে না। কিন্তু তাও লাস্টের দিকে কয়েকটা ওভারে রান এসেছিলো তাদের। কিন্তু ধোনি এখানে ফিনিশার হিসেবে ভালো খেলে সবসময়। বল আসলে খুবই হার্ড ছিল আর ফিল্ডিংও, সেক্ষেত্রে ধোনি তাও খেলেছে লো ফুলটজ বলে। রান যাইহোক, খারাপ হয়নি, ১৬৭ রান একেবারে চেজ হিসেবে খারাপ ছিল না। কিন্তু এখানে চেন্নাইয়ের বেশ কিছু ভুল ছিল, চেন্নাই প্রথম থেকেই ভুল করে আসছিলো অর্থাৎ চেন্নাই এখানে যদি রিভিউগুলো সঠিক নিতে পারতো সেটাও একটা কথা ছিল, কিন্তু সব ভুল রিভিউ নিয়েছে।


স্ক্রিনশর্ট: jiocinema

যেমন এখানে একটা বড়ো ভুল সিদ্ধান্ত ছিল যে, দুবের যে lbw ছিল সেটা একদমই মিডেল স্ট্যাম্প, তাহলে জেনেশুনে রিভিউ নষ্ট করার কি ছিল এখানে। এছাড়া তার ফিল্ডিং এর ক্ষেত্রেও গড়িমশি করেছে একপ্রকার বলা যায়। পাঞ্জাব প্রথম থেকেই স্ট্রং ব্যাটিং করে যাচ্ছে। কারো বলেই কাজ হচ্ছে না। একমাত্র মুস্তাফিজই ভালো বল করেছে এখানে। ৪ টা ওভারেই এখানে দুর্দান্ত বল করেছে। তবে লাস্ট ওভারে একটু বাজে করে ফেলেছে, কারণ নো আর ওয়াইড বেশি দিয়ে ফেলেছিলো। কিন্তু সব থেকে ইন্টারেষ্টিং একটি বিষয় হয়েছে ১৫ ওভারে মুস্তাফিজ যে মেইডেন ওভার দিয়েছে এটা আশ্চর্যজনক আর এর আগে কখনো এইরকম হয়েছে কিনা সেটা হয়তো কাকতালীয়।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

মেইডেন ওভার দিয়েও কাজ হয়নি, কারণ ১৬ ওভারে ম্যাচের নিষ্পত্তি ৯০% হয়েই গিয়েছিলো। অবশেষে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়, তাদের উইকেটও তেমন পড়িনি, সবাই ভালো ব্যাটিং করে গিয়েছে। এখন চেন্নাইয়ের পক্ষে কোয়ালিফাই করা কঠিন হয়ে গিয়েছে, কারণ ৫ টার মধ্যে ৩ টি জিততে হবে, তার মধ্যে এই একটা ম্যাচ হাত থেকে গেলো। বাকি ৪ টা থেকে ৩ টি জিততেই হবে যদি কোয়ালিফাই করতে চায়। এক কোথায় বলা যায় যে, আর একটি ম্যাচেই তাদের এই বিষয়টা ফায়সালা করবে, নাহলে একদম সব কয়টা জেতা লাগবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এবছর আইপিএলের ইতিহাসে কোন বলার এখনো মেডইন দিতে পারেননি। মুস্তাফিজ ভালো বল করেছিল। আমি তো উইকেটের আশায় খেলা দেখছিলাম। চেন্নাই বেশ দুর্দান্ত খেলছিল কিন্তু আজকে প্রথম দিকে রান বেশ স্লো তুলে ফেলেছে। রান একটু বেশি হলে এটা বেশ দুর্দান্ত ম্যাচ হতো। এটাই ছিল মোস্তাফিজের শেষ ম্যাচ। না জানি মোস্তাফিজ যদি সব ম্যাচ খেলতো বেশ ভালই করতো। চেন্নাইয়ের জন্য কোয়ালিফায়ার করা এখন অনেক কষ্টকর হয়ে যাবে। তাও চেন্নাই এর জন্য শুভেচ্ছা রইল।

 last month 

চেন্নাইয়ের মাটিতে খেলা হওয়া সত্ত্বেও তারা হেরে গিয়েছে জেনে খারাপ লাগলো।যদিও সবসময় একই রকম খেলার ধরন থাকে না।চেন্নাইয়ের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে সামনের খেলাগুলোতে জিতে টিকে থাকার জন্য।সুন্দর রিভিউ দিয়েছেন, ধন্যবাদ দাদা।

 last month 

মোস্তাফিজের পারফরমেন্স সত্যি অনেক ভালো ছিল। যদিও খেলাধুলার বিষয়ে খুব একটা বুঝি না। কিংবা দেখার সুযোগ হয় না। তবে আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো দাদা।চেন্নাইয়ের এই ম্যাচ হারে পরিণত হলো এটা জেনেও খুবই খারাপ লাগলো। মাঝে মাঝে অনেক সময় ভুল সিদ্ধান্ত কিংবা অসতর্কতা অনেক ক্ষতি বয়ে আনে।

 last month 

আমি সেই ২০১৫ থেকে চেন্নাই সাপোর্ট করি। চেন্নাই আইপিএল এর অন‍্যতম সেরা দল এবং বতর্মান চ‍্যাম্পিয়ন। সত্যি এবার যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে আর আইপিএল দেখা হবে না। গতকাল চেন্নাই যে রান করেছিল সেটা ম‍্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। এবং পাঞ্জাব দেখেশুনে খেলায় খুব সহজেই জয় টা তুলে নেয়।

 last month 

গতকাল চেন্নাই যে রান করেছিল সেটা ম‍্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।

তবে ওই পরিস্থিতিতে যা রান করেছিল সেটা যথেষ্ট ছিল। কারণ রানই তো হচ্ছিলো না গতকাল তাদের। রানেও ম্যাচের মোড় ঘোরাতে পারতো, কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে সব ক্ষেত্রে। কারণ একটা ম্যাচে যেখানে ১৫ ওভারের মতো জায়গায় মেইডেন ওভার যায়, সেখানে এই ম্যাচে জয় পাওয়া উচিত , যদি প্রথম দিক থেকে কন্ট্রোল করতে পারতো।

 last month 

দাদা ক্রিকেট খেলা আমার কাছে দারুন লাগে। আপনি কিন্তু বেশ সুন্দর করে আজকের ম্যাচটির খুটিনাটি আমাদের মাঝে শেয়ার করতে সক্ষম হয়েছেন। সক্ষম হয়েছেন ম্যাচটির একটি সুন্দর রিভিউ উপস্থাপন করতে। আমার কাছে আজকের খেলার রিভিউ কিন্তু দারুন লেগেছে।

 last month 

এই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ছিলো। চেন্নাইয়ের ব্যাটসম্যানরা বেশ স্ট্রাগল করেছে। তবে রুতুরাজের ব্যাটিং বেশ ভালো লেগেছে। আসলে সঠিক সময়ে রিভিউ নিতে না পারলে,পরে ভোগান্তিতে পরতে হয়। মোস্তাফিজের মেইডেন ওভার নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় উঠেছে। এই ম্যাচে মোস্তাফিজ এককথায় দুর্দান্ত বোলিং করেছে। তবে ২/১ টা উইকেট পেলে আরো বেশি ভালো লাগতো। চেন্নাই যেনো বাকি ম্যাচগুলো জিতে সেমিফাইনালে যেতে পারে,সেই কামনা করছি। যাইহোক এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70853.78
ETH 3811.42
USDT 1.00
SBD 3.43