ওয়েব সিরিজ রিভিউ: নিকষ ছায়া ( সিজন ১: পর্ব ৫ )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে 'নিকষ ছায়া' নামের ওয়েব সিরিজ এর পঞ্চম পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "সমূহ বিপদ"। গত পর্বে দেখেছিলাম যে, অমিয় নামের পুলিশ অফিসারটি জঙ্গলে এক ব্যক্তিকে ধরতে গিয়েছিলো। এখানে ঘটনা কি হয় সেটা দেখা যাক।
✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠
✠মূল কাহিনী:✠
অমিয় যখন লোকটাকে পিছু করতে করতে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলো তখন তাকে আচানক হামলা করে। আর তার চেহারাও যেন একটা ভয়ানক মতো অবস্থা। আসলে ভানু তাকে বশে করে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে, তাকে যখন যা করতে বলে সেটা অনিচ্ছা সত্বেও করে ফেলে, কারণ তাকে জোর করে করায় তন্ত্র বিদ্যার সাহায্যে। এখন অমিয়র উপরে হামলা করে আর তাকে আঘাতও করে ছুরি দিয়ে। এরপর অনেক্ষন ধস্তাধস্তি হওয়ার পরে অমিয় তাকে গ্রেফতার করে আর অন্যান্য কনস্টেবল এসে তাকে নিয়ে থানার দিকে যেতে থাকে। এর মধ্যে চিরঞ্জিত অর্থাৎ ভাদুড়ী সেখানে এসে উপস্থিত হয়, আসলে ভাদুড়ী যখন ধ্যান করছিলো, তখন এটা দেখতে পেয়েছিলো যে, তার উপর আক্রমণ হতে পারে। আর সেইজন্য সে সেখানে আসে। তার আরো একটা উদ্দেশ্য ছিল যে, তার কাছ থেকে ভানু আর বন্যা নামের মেয়েটি কোথায় আছে সেটা জানার জন্য।
এদিকে ভানু তার তান্ত্রিক জ্ঞানের মাধ্যমে বুঝে ফেলে যে তার তৈরি করা ওই লোকটা ভাদুড়ীকে সব বলে ফেলতে পারে, তাই তাকে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলে ওখানেই। এদিকে বন্যা নামের মেয়েটিকেও বশে নিয়ে ফেলে। সে নিজেকে মেরে ফেলার চেষ্টাও করে, কিন্তু ভানু সেটা করতে দেইনি। কারণ এখানে তার বড়ো লস হবে, আর মাত্র একটা রাত, তারপর তার বিয়ে দিয়ে দেবে। এরপর ভাদুড়ী এবং অমিয় সবাই বাড়িতে চলে আসে আর সবাইকে সাবধান করে যে, সবার থেকে একটু সাবধানে থাকতে অর্থাৎ সামনে যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি নাও হতে পারে। এখন ভাদুড়ী আসলে ভানুর চালাকি ধরতে পারলেও তার কাছে পৌঁছানোর প্রচেষ্টা বারবার বিফল হচ্ছে।
এখন হাতে সময়ও নেই, কারণ আর একটা রাত বাকি, এর মধ্যে ভানুকে না আটকাতে পারলে বন্যা নামের মেয়েকে আর বাঁচানো যাবে না। এখন ভাদুড়ী স্মশান পুজো করার পরিকল্পনা করে। তাই একদিন সে স্মশানে গিয়ে একজনকে বলে তার পুজোর সমস্ত কিছু রেডি করে দিতে। এদিকে রাত হয়েও এসেছে, ভাদুড়ীকে আটকানোর জন্য আবার তার নাতিকে তার কাছে পাঠায় অর্থাৎ সেটা সত্যি না, অদৃশ্য এক প্রকার বলা যায়। ভাদুড়ী সেটা পরে বুঝে ফেললে সেই চক্রের থেকে পেরিয়ে স্মশানে চলে যায় এবং পুজো শুরু করে দেয়। এদিকে ভানুও পুজো শুরু করে দেয়।
✠ব্যক্তিগত মতামত:✠
এখন বিষয়টা ভালো আর খারাপের মধ্যে লড়াইয়ের মতো পরিস্থিতি হয়েছে অর্থাৎ এখানে ভানু তো তার তান্ত্রিক বিদ্যা খারাপ কাজের ক্ষেত্রে ব্যবহার করেছে। আর ভাদুড়ী এখন সেখানে তার তান্ত্রিক সাধনার জ্বরে কিছু করতে পারে কিনা সেটা দেখার বিষয়। যদিও ভাদুড়ির থেকে ভানু তন্ত্র বিদ্যায় বেশি শক্তিশালী হয়ে উঠছে। ভানু এখন বন্যা নামের মেয়েটিকে যে উদ্দেশ্যে নিয়ে গিয়েছে অর্থাৎ তাকে এক অশরীর সাথে বিয়ে দিয়ে একটা অশরীরী অর্থাৎ অস্বাভাবিক বাচ্চার জন্ম দিতে চায়, সেটা সম্পূর্ণ করতে পারছে কিনা দেখার বিষয়। তবে এখানে মেয়েটির জীবন-মৃত্যুর বিষয় এখন। তবে শেষ পর্যন্ত দেখা যাক, ভাদুড়ী তার কঠিন সাধনার দ্বারা এই বিয়ে আটকাতে পারে কিনা।
✠ব্যক্তিগত রেটিং:✠
৮.৮/১০
✠ট্রেইলার লিঙ্ক:✠
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালো খারাপের এই বড় লড়াইয়ে কে জিতবে এখন আমি তো এটাই ভাবছি শুধু। ভানু দেখছি অনেক বড় খেলা খেলছে। আর তাকে ভাদুড়ী আটকাতে পারবে কিনা এটাই ভাবছি। যদিও ভানু অনেক বেশি শক্তিশালী ভাদুড়ীর থেকে। আর এইসব কিছুর মাঝে বন্যা নামের মেয়েটার জীবন মৃত্যুর বিষয় আটকে রয়েছে। এগুলোর ফলে মেয়েটা মারা যেতে পারে। আশা করি ভাদুড়ী পারবে ভানুকে আটকাতে। এখন অপেক্ষায় থাকলাম দাদা পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য। আশাকরি অনেক তাড়াতাড়ি শেয়ার করবেন পরবর্তী পর্বের রিভিউ।
নিকষ ছায়া ওয়েব সিরিজের দেখতে দেখতে পাঁচটা পর্ব শেষ হয়ে গিয়েছে। দাদা আমার কাছে সবগুলো পর্বের মতো এই পর্বের রিভিউটা পড়তে অনেক ভালো লেগেছে। এখনতো দেখছি অনেক বড় একটা ঘটনা ঘটতে চলেছে। ভালো খারাপের লড়াইতে কে জিতবে আসলে। ভানু দেখছি তন্ত্র বিদ্যায় অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এখন তাদের এই লড়াইয়ে কি হবে। আমি এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।
ভানু তন্ত্র বিদ্যায় যতই শক্তিশালী হোক না কেনো,আমার মনে হচ্ছে ভাদুড়ী তার কঠিন সাধনার দ্বারা এই বিয়েটা আটকাতে পারবে। যাইহোক আগের পর্ব গুলোর মতো এই পর্বটা পড়েও ভীষণ ভালো লাগলো দাদা। এই ওয়েব সিরিজটা আসলেই দারুণ। এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।