জিততে তোমাকে হবেই
চ্যাম্পিয়ন সবাই হতে চায় তার জীবনে সবাই চায় তাদেরকে পৃথিবীর সম্মান করুন এবং সবাই গুরুত্ব দিন এবার নিজেকে প্রশ্ন করো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তুমি কতটুকু পরিশ্রম করেছ কতকিছু সাক্রিফাইস করেছো তুমি কি একজন চ্যাম্পিয়ান নাকি একজন লুজার যার মধ্যে নিজের প্রতি কোন বিশ্বাস নেই নিজের স্বপ্ন পূরণ করার কোনো চেষ্টা নেই তুই কি আজও খুঁজে যাচ্ছে একটা সহজ রাস্তা চূড়ায় পৌঁছে দিতে পারে তাহলে জেনে রাখো তুমি হারিয়ে যাচ্ছে তোমার উদ্দেশ্য হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া নয় এটা হল বাস্তব রিয়ালিটি এখানে পরিশ্রম ছাড়া জীবনের সাফল্য অর্জিত হয় না বন্ধু আর কতদিন অপেক্ষা করবে সফল অপেক্ষা করলে তুমি সাফল্যকে পাবে না তোমাকে সেই সাফল্যের যোগ্য হয়ে উঠতে হবে আর তুমি যখন যোগ্য হয়ে উঠবে তখন ঐ সাফল্যই তোমার কাছে আসবে আমরা চ্যাম্পিয়ন আমরা সহজ রাস্তায় নয় পরিশ্রম এর রাস্তায় চলে তাই আমরা অন্যদের থেকে আলাদা আমরা অনেকবার অনেকবার পড়ি তবে আবার আমাদের চ্যাম্পিয়ন মাইন্ডসেট আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে আমাদের চেষ্টা আমাদের স্বপ্ন সূর্যের সাথে আমাদের জাগিয়ে তোলে আমরা কোনো কূল জন্য আমাদের প্রয়োজন পড়েনা সুট বুট পড়ে কাউকে
ইমপ্রেস করা তবে জীবনের যুদ্ধে পরিশ্রমের খামে নিজেদের জীবনকে আমরা সুগন্ধে ফুর্নিতুরে আমাদের যায় আসে না কে কি ভাবল আমাদের নিয়ে আমাদের যায় আসে না আমরা কালো না ফর্সা আমাদের যায় আসে না আমরা কাটুন লম্বা আমাদের মনোবল আমাদের চ্যাম্পিয়ন বানায় বন্ধু নিজের মধ্যে একটা চ্যাম্পিয়ন মাইনষে কোনদিনও নিজেকে ছোট ভেবনা অন্যের কথায় কান দিও না শুধু পরিশ্রম করে নিজের জীবনকে গড়বো কারণ এন্ড অফ দা ডে তোমার জীবনে তোমার সঙ্গী তোমার জীবনের যুদ্ধে
