আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হতে পারে এটাই শেষ আয়োজন
ফুরিয়ে যেতে পারে সকল প্রয়োজন,
ভাবনাগুলোর মাঝে যত অভাবনা
সীমানায় স্পষ্ট মেঘের আনাগোনা।
কবির ভাবনা যেখানে নীরব-নিস্তেজ
জীবনের প্রয়োজন সেখানে বিবর্ণ-নিঃশেষ।
লেখক
লেখকের অনুভূতি:
জীবনের গন্তব্য সব সময় শেষ সীমানা পর্যন্ত যেতে পারে না, শুন্যতা সেখানে অপূর্ণতার নতুন সমীকরণ তৈরী করে দেয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হয়তো থেমে যাবে সব আয়োজন,
চুপসে যাবে দিনের সব প্রয়োজন।
মনের আঙিনায় জমবে অগণিত শূন্যতা,
আলো-অন্ধকারে ঘেরা নীরবতা।
কবির স্বপ্ন ভেসে যায় নিঃশব্দ স্রোতে,
জীবনের গান মিশে থাকে হাহাকার নোটে।
তবুও হৃদয়ে রবে আশার আলো,
শেষের ভেতরেও লুকিয়ে থাকে শুরুর কালো।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
নিঃশব্দ ভোরে হারিয়ে যায় সকল গান,
চেনা স্বপ্নগুলো হয় অচেনা অবসান।
সময়ের নদীতে ভেসে যায় সব চিহ্ন,
স্মৃতির পাতায় শুধু রয়ে যায় দহন।
আলো ম্লান হলে আঁধার নামে ধীরে,
মন খুঁজে ফেরে আশার কোন নীড়ে।
জীবন বোঝে তখন শূন্যতার ভাষা,
অপূর্ণ হৃদয়ে জাগে অনন্ত আশা।
হতে পারে এটাই সমাপ্তি
কিন্তু নতুনের এক গীতি,
ভাবনাগুলো বড্ড বেশি কাঁদায়
সীমারা থমকে যাক হাসির ঠিকানায়।
কবির আবেগ যেখানে পাথুরে
জীবনের জ্যোতি সেখানে আঁধারে।।
হয়তো আজই শেষ রঙের উৎসব,
ম্লান হবে চেতনার সকল অনুরাগ।
তবু হৃদয়ের গোপন সুর ভেসে যায়,
অচেনা দূরত্বে আলো হয়ে ছায়।
সময় থেমে থাকে নিঃশব্দ প্রহরে,
স্মৃতিগুলো কাঁদে অনুরণন ধ্বনিতে।
শেষ যদি হয় তবু শুরু নতুন গান,
অন্তরে জাগে চিরন্তন অভিমান।
মনের আঙিনায় নিঃশব্দ হাহাকার,
স্বপ্নগুলো ঝরে যায় অকারণে বারবার।
চেনা পথে অচেনা ছায়ার বসতি,
ভালোবাসা মলিন, সময়ের অবহেলিত স্মৃতি।
শেষ প্রহরে জাগে এক নিরালোক গান,
অপূর্ণতার ভেতরেই জীবন মহান।
হয়তো এ পথই হবে অন্তিম ভ্রমণ,
থেমে যাবে সব গানের রঙিন সৃজন।
আলো যেখানে নিভে যায় নিঃশব্দ আকাশে,
স্মৃতিরা ভেসে থাকে শূন্যতার আশ্বাসে।
ক্লান্ত সময় গুনে চলে নীরব প্রহর,
ভালোবাসা ঝরে পড়ে অচেনা অন্তর।
আশার প্রদীপ নিভে যায় অন্ধকার ঘিরে,
তবু মন খোঁজে আলো আগামী ভোরের।
শেষ আয়োজনে মুছে যায় সব চাওয়া,
তবু রয়ে যায় জীবনের গভীর দাওয়া।
অভাবের ভিড়ে স্বপ্ন হয় ক্ষণস্থায়ী,
তবু আশার আলো বুকে রাখে জীবন্ত প্রহরায়ী।
জীবনের আয়োজন হয়তো শেষ
তবুও থাকবে জীবনের প্রয়োজন,
রাতের আঁধার কেটে ফুটে ওঠে আলো
শূন্যতার অন্ধকারে স্বপ্নগুলো নীরবতায়
স্মৃতির পাতায় ভেসে বেড়ায়,
নীরবতা আজ বেদনায় ভরা
হৃদয় কেন আজ বিষন্নতায় ঘেরা,
হৃদয়ে তবুও থাকে এক বুক আশা
ভালোবাসা ঘিরে স্বপ্ন নিয়ে বাঁচা।
শক্তির ধ্বংস বা শেষ নেই।
শক্তির ঘটে রূপান্তর।
আজ যার হচ্ছে শেষ।
এতো নতুনেরই নামান্তর।
এই শেষ তো শেষ নয়।
নতুন শুরুর পূর্বাভাস।
এই বেদনা হবে একদিন,
আমাদের সবার উচ্ছ্বাস।
হতে পারে এ পথের শেষ প্রান্ত আমার,
নিভে যেতে পারে সব আলো অগণিত।
স্বপ্নগুলোর ভিড়ে যত অপূর্ণ আশা থাকে,
আকাশে ভাসে শুধু নিঃসঙ্গ ভাষা কষ্ট মনে।
যেখানে নীরবতা খুঁজে নেয় অন্ধকার ঠিকানা,
সেখানে হারায় জীবনের সোনালি গান গুলো।
তবুও অন্ধকারের গভীর আঁধার শেষে জীবনে,
আসবে নতুন ভোর আশার আলো মিশে থাকবে জীবনে।