সরিষা ফুলের ফটোগ্রাফি ও চাষ সম্পর্কে কথা🌸

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

1000073742.jpg

1000073770.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে সরিষা ফুলের ফটোগ্রাফি এবং এই সম্পর্কে কিছু কথা আশা করি আপনাদের ভালো লাগবে।

1000073747.jpg


সরিষা ফুল (Mustard Flower) বাংলাদেশের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ ফুল। এটি সরিষা গাছের ফুল, যা তেল বীজ ফসল হিসেবে ব্যাপকভাবে চাষ করা হয়। সরিষা ফুল মূলত হলুদ রঙের এবং ছোট আকৃতির। সরিষা ফুল উজ্জ্বল হলুদ রঙের হয়ে থাকে প্রতিটি ফুলের ৪ টা পাপরি রয়েছে।

1000073748.jpg

1000073759.jpg

1000073762.jpg

1000073763.jpg

1000073765.jpg


অন্যান্য ফুলের মতো সরিষা ফুলের গন্ধ আছে যা অনেকটা মৃদু আকারের।যা অনেক পোকামাকড় কে আকর্ষণ করে।যেমন মৌমাছি প্রজাপতি। মৌমাছি এই সরিষা ফুল থেকেই মধু সংগ্রহ করে।
সাধারণত শীত কালেই সরিষাফুল ফোটে তবে আধুনিক কৃষির আবির্ভাবে এখন অন্য সময়েও তা দেখা যায়।নভেম্বর টু ফেব্রুয়ারী অবদি সরিষা ক্ষেতের হলুদ রঙে ভরে থাকে বাংলার মাঠ।


সরিষা ফুল থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি যেমন সরিষা ফুলের মধু যা আমাদের শরিরের জন্য অত্যান্ত উপকারী। এছাড়াও সরিষার তেল যা দিয়ে রান্না বান্নার কাজ করি এছাড়াও সরিষার তেল শরিরে মাখা হয় প্রাচিন কাল থেকেই।এছাড়াও প্রাকৃতিক ভাবে সুন্দর পরিবেশ তৈরি করে।সরিষা ফুলের আরো গুনো হলো এটি চাষের মাধ্যমে জমির উর্বতা বজায় থাকে এবং জমি সাস্থ ভালো থাকে।


সরিষা চাষে তেমন খরচ নেই তাই আপনারা চাইলেই এটি চাষ করতে পারেন আমন ধান কাটার পর পর জমি ভেজা থাকলে লাঙল দেওয়া লাগে না ওভাবেই ছিটিয়ে বুনে দিলে গাছ হয়ে যায় আমাদের এদিকে এভাবেই চাষ করা হয়।আশা করি আমার পোস্ট থেকে আপনারা উপকৃত হবেন।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 last year 

এখন শীতের সময়। এ সময় ফসলের মাঠে সরিষা ফুলের দেখা মেলে। সরিষা ফুল আমাদের সকলের কম বেশি প্রিয়। আমরা কমবেশি সরিষা ফুল অনেক পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। পাশাপাশি সরিষা চাষ নিয়ে অনেক আলোচনা করেছেন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্টটি দেখে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 last year (edited)

শীতকাল আসলে সরিষা ফুলের ফটোগ্রাফির ছড়াছড়ি শুরু হয়ে যায়। এখনো ফেসবুকে সেরকম শুরু হয়নি। যাই হোক ভাইয়া আপনার কাছে সরিষা ফুলের ফটোগ্রাফি প্রথম দেখলাম এবার শীতে। খুব ভালো লাগলো ফুলগুলো। চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে প্রজাপতি বসার ফটোগ্রাফিটি দেখে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু হ্যা আমাদের এদিকে আমাদের টাই প্রথম এই ক্ষেত ধন্যবাদ।

 last year 

শীতের সময় আসলে আমাদের দেশে ফসলের মাঠগুলোতে সরিষা ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। সরিষা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। সরিষা চাষ সম্পর্কে অনেক সুন্দর তথ্য তুলে ধরেছেন আপনি। অনেক ভালো লাগলো আপনার পোস্ট দেখে।

 last year 

ধন্যবাদ আপনাকে।

 last year 

শীতকাল আসলেই প্রত্যেকটা জায়গাতে সরিষা ফুল দেখতে পাওয়া যায়। আপনার শেয়ার করা সরিষা ফুলের এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিকেলের দিকে সরিষা ফুলের সাথে সময় অতিবাহিত করতে পারলে খুবই ভালো লাগে।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 last year 

শীতকালের সৌন্দর্যময় অপরূপ দৃশ্য হলো সরিষা ফুলের দৃশ্য। আর সরিষা ফুলের সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 last year 

ধন্যবাদ আপনাকে

 last year 

1000073865.jpg

 last year 

সরিষা ফুলের সৌন্দর্য সত্যিই ভালো লাগে দেখতে। আপনি দারুন ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। মৌমাছি এসে বসার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। সেই সাথে সরিষা চাষ সম্পর্কে খুব সুন্দর কিছু তথ্য দিয়েছেন। এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

বছর পেরিয়ে চলে এসেছে আবার সরিষার সময়। শীত আসলেই বাংলার মাঠ জুড়ে হলুদ পরির আবাহন। হলুদ পরিমানে সরিষা ফুল। মাঠ জুড়ে হলুদ রঙের সরিষা ফুল দেখতে অপূর্ব লাগে। চোখ ধাঁধানো কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন সেই সাথে সরিষা ফুলের চাষ কথা জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য