সবার কথায় গুরুত্ব দিতে নেই ।
আজ- ২৩ শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো কোন কথায় কান দেব আর কোন কথাকে এড়িয়ে যাব—এটা বুঝে নেওয়া। আমরা সমাজে বাস করি, তাই চারপাশে অসংখ্য মানুষের মতামত, উপদেশ আর মন্তব্য থাকবেই। কিন্তু সবার কথা গুরুত্ব দিয়ে শুনতে গেলে নিজের জীবনটাই অন্যের নিয়ন্ত্রণে চলে যায়। তাই শান্ত থাকতে ও নিজের মতো করে বাঁচতে শিখতে হলে সবার কথায় গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ।
সব মানুষ একই মনোভাব, অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে না। কেউ নিজের কষ্ট থেকে কথা বলে, কেউ হিংসা থেকে, কেউ আবার না বুঝেই মন্তব্য করে বসে। এসব কথার ভিড়ে যদি আমরা প্রতিটা কথা হৃদয়ে নিয়ে বসি, তাহলে নিজের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ে। মানুষ তখন নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করে, সিদ্ধান্ত নিতে ভয় পায়, আর নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে ভুলে যায়।
সবার কথা গুরুত্ব দিলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজের মানসিক শান্তির। কেউ বলবে তুমি ঠিক করছ না, কেউ বলবে তুমি পারবে না, কেউ আবার তোমার সাফল্যকেও ছোট করে দেখবে। এসব কথায় কান দিলে মন ভারী হয়ে যায়, কাজের আগ্রহ কমে যায়, আর জীবনের গতি থেমে যায়। অথচ যারা কথা বলছে, তারা তোমার দায়িত্ব নেবে না, তোমার ব্যথা বুঝবে না—তবু তাদের কথাই তোমার মনকে আঘাত করে।
এর মানে এই নয় যে কাউকে শোনা যাবে না। পার্থক্যটা বুঝতে হবে। যাদের অভিজ্ঞতা আছে, যারা তোমার ভালো চায়, যাদের কথা যুক্তিসংগত—তাদের কথা শোনা জরুরি। কিন্তু যে কথা তোমাকে ভেঙে দেয়, হতাশ করে, এগিয়ে যেতে বাধা দেয়—সেই কথাকে গুরুত্ব না দেওয়াই নিজের প্রতি সম্মান।
নিজের জীবনের চালক তুমি নিজেই। তুমি জানো তোমার সীমা, সামর্থ্য আর স্বপ্ন। অন্যরা বাইরে থেকে দেখে মন্তব্য করে, কিন্তু ভেতরের লড়াইটা তারা বোঝে না। তাই নিজের লক্ষ্য, নিজের মূল্যবোধ আর নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সবাইকে খুশি করতে গেলে শেষ পর্যন্ত কেউই খুশি থাকে না, এমনকি তুমি নিজেও না। তাই কখন চুপ থাকতে হবে, কখন উপেক্ষা করতে হবে—এই বোধটাই মানুষকে পরিণত করে। সবার কথা শোনা নয়, ঠিক কথাকে গুরুত্ব দেওয়াই আসল বুদ্ধিমত্তা।
শেষমেশ বলা যায়, নিজের শান্তি আর আত্মসম্মান বাঁচাতে হলে সবার কথায় গুরুত্ব দিতে নেই। যে কথা তোমাকে শক্ত করে, সামনে এগিয়ে নিতে সাহায্য করে—সেটাই রাখো। বাকিটা ছেড়ে দাও। জীবন তখন অনেক হালকা, অনেক সুন্দর হয়ে উঠবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR


