মানুষ মানুষের জন্য।
আজ- ২১শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
দু মিনিটের জন্য বাইরে বের হলে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হয় কত গরম জামা কাপড় পরিধান করতে হয় এখানে প্রয়োজনের সাথে সাথে আমরা আমাদের ফ্যাশনটা কেউ ফুটিয়ে তুলি অথচ। যাদের প্রয়োজন তাদের কাছে এই ফ্যাশনটা তো অনেক দূরের কথা বরং তারা নিজেদের প্রয়োজনীয় জামা কাপড়গুলো দিও নিজেদের উষ্ণ রাখতে যথার্থ পারে না।
আমরা যদি আমাদের নিজ নিজ সমর্থ্য অনুযায়ী একজন মানুষকে হলেও অন্তত শীতের সময়টাতে কাছে দাঁড়াতে পারি তাহলে এ সমাজের চিত্র টাই পাল্টে যাবে। কেননা সমাজ হতদরিদ্রর তুলনায় ধনী সংখ্যা বেশি। মধ্যবিত্তরা কিংবা ধনীরা চাইলে কিন্তু একজন মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারে আর এভাবে একজন মানুষ শুধু একজন মানুষের পাশে দাঁড়ায় তাহলে সবার সব প্রয়োজন মিটে যাবে।
মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আমরা মানুষ হয়েই বা কি করব। অন্যকে দেওয়ার মধ্যে অন্যকে বিলানোর মধ্যে অন্যকে ভালো রাখার মধ্যে যে আনন্দ সেটা আসলে কোন কিছুতেই যেন পাওয়া সম্ভব নয়। যে মানুষটা অন্যকে দেওয়ার মধ্যে আনন্দ পায় সে যেন পৃথিবীর সব আনন্দ ভোগ করে।
সর্বশেষ একটাই কথা বলতে চাই আমরা চাইলে আমাদের এই শীতের রাতগুলোকে সবার জন্য আনন্দময় করে তুলতে পারি মানুষের পাশে দাঁড়িয়ে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR


একদম ঠিক বলেছেন ভাই মানুষ মানুষের জন্য সত্যিই আমাদের এই সমাজে ধনী এবং মধ্যবিত্ত লোক যদি একটি দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের অনেক আশা এবং প্রয়োজন মেটানো সম্ভব। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়ালে শীতের রাতগুলো আনন্দময় করে তুলতে পারি সবাই মানুষের পাশে দাঁড়িয়ে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।