আমার কাছে আমার মা সবচেয়ে বেশি দামি।

in আমার বাংলা ব্লগ2 days ago

আজ- ২৯ ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

1000080361.png


পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যা আমাদের জীবনকে বদলে দেয়, অনেক মানুষ আছে যারা আমাদের জীবনে আসে আর যায়, কিন্তু একটি সম্পর্ক আছে যা কোনোদিন ফিকে হয় না—তা হলো মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। আমার কাছে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি কে, আমি এক নিঃশ্বাসে বলব—আমার মা।

আমি যখন জন্মাই, তখনই আমার জীবনের প্রতিটি অধ্যায়ের শুরু হয় মায়ের হাত ধরে। আমার প্রথম কান্না থেকে প্রথম হাঁটা, প্রথম কথা বলা থেকে প্রথম স্কুলে যাওয়া—সবকিছুর পেছনে মায়ের অবদান অপরিসীম। আমি যখন অসুস্থ হয়ে রাত জেগে কাঁপতাম, তখন মা নিজের ঘুম ত্যাগ করে আমার পাশে বসে থেকেছেন। আমি যখন কিছু বুঝতাম না, তখন মা ধৈর্য ধরে আমাকে শিখিয়েছেন। আমার প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে আছে মায়ের নিরলস পরিশ্রম ও ত্যাগ।

মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। পৃথিবীতে এমন কেউ নেই, যিনি মায়ের মতো শুধুই দিতে জানেন, বিনিময়ে কিছু চান না। মা কখনো নিজের কষ্টের কথা বলেন না, বরং নিজের অশ্রু লুকিয়ে রেখে আমাকে হাসিখুশি রাখেন। আমার জীবনে অনেক মানুষ এসেছে, অনেকেই ভালোবেসেছে, কিন্তু মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না। কারণ এই ভালোবাসা স্বার্থের ঊর্ধ্বে, এটি সত্যিকারের এবং অনন্ত।

মা আমার প্রথম শিক্ষকও। তিনি আমাকে শুধু পড়াশোনা শেখাননি, শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয়। ছোটবেলা থেকেই তিনি শিখিয়েছেন সততা, ধৈর্য, পরিশ্রম আর সম্মান করার শিক্ষা। তিনি বলেছেন, মানুষের আসল সম্পদ হলো তার চরিত্র। আমি আজ যা কিছু হয়েছি, তার পেছনে মায়ের শিক্ষা এবং দিকনির্দেশনা রয়েছে।

আমি যখন জীবনে ব্যর্থ হয়েছি, তখন মা-ই আমাকে সাহস দিয়েছেন। যখন মনে হয়েছে আমি আর পারব না, তখন মা-ই বলেছিলেন—“তুমি পারবে, শুধু চেষ্টা চালিয়ে যাও।” তার এই কথাগুলো আমার জীবনের প্রতিটি সংগ্রামে শক্তি জুগিয়েছে। পৃথিবীর অন্য কেউ হয়তো আমাকে ছেড়ে যেতে পারত, কিন্তু মা কখনো আমাকে ছেড়ে যাননি। তার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি।

মায়ের ত্যাগের কথা ভাবলে সত্যিই চোখ ভিজে আসে। তিনি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা অনেক সময় বিসর্জন দিয়েছেন শুধু আমার হাসির জন্য। আমি নতুন জামা পরেছি, কিন্তু মা পুরনো শাড়ি পরে থেকেছেন। আমি পেট ভরে খেয়েছি, অথচ মা অনেক সময় না খেয়েই ঘুমিয়েছেন। এইসব ত্যাগকে কোনো সম্পদ দিয়ে মূল্যায়ন করা যায় না। তাই আমি বিশ্বাস করি, আমার কাছে আমার মা-ই পৃথিবীর সবচেয়ে দামি।

অর্থ, গহনা, নাম-যশ—সবই একসময় শেষ হয়ে যায়। কিন্তু মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। এটি একটি অমূল্য সম্পদ যা আমার সারাজীবনকে আলোকিত করে। যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন মায়ের মুখ মনে পড়লেই নতুন শক্তি পাই। যখন কোনো সিদ্ধান্তে দ্বিধায় ভুগি, তখন মনে হয় মা কী বলতেন—সেই ভেবেই আমি সঠিক পথ খুঁজে পাই।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 yesterday 

মা হ লো এমন এক মানুষ যে কেবলমাত্র সন্তানের সুখের জন্য নিজের জীবনকে বিলীন করতে প্রস্তুত। নিজে কষ্টে থেকে হলেও সন্তানকে সুখের সাগরে ভাসিয়ে রাখতে প্রস্তুত। আপনি সঠিক বলেছেন মা হল এমন মানুষ যে কেবলমাত্র সন্তানকে নিঃস্বার্থভাবে দিতেই জানেন। প্রত্যেক সন্তানের কাছেই মা হলো এক দামি জিনিস।