DIY-ক্লে দিয়ে তৈরি পুলি পিঠা 🌮
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজ আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি ডাই পোস্ট শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
অনেক দিন আগেই বাজার থেকে কিছু ক্লে নিয়ে এসেছিলাম ৷ ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালোই লাগে ৷ অনেকেই অনেক কিছু বানিয়েছে , আমিও কিছু বানানোর জন্য ক্লে নিয়ে এসেছিলাম ৷ এরপর একদিন চেষ্টাও করেছিলাম ৷ সেভাবে কিছু বানাতে পারনি ৷ এরপর ব্যস্ততার জন্য আর সেসবের প্রতি খেয়াল ছিলো না ৷ আজ আমাদের বাড়িতে শীতকালীন কিছু পিঠাপুলি তৈরি করা হয়েছে ৷ পিঠাপুলির স্বাদ নিতে নিতে ভাবলাম আজ এমনই একটা ডাই পোস্ট শেয়ার করবো ৷ তাই চেষ্টাও শুরু করলাম , প্রথমে পিঠা পুলির আর্ট করতে চাইলাম , তারপর ক্লে গুলো চোখে পড়তেই ভাবলাম ক্লে দিয়ে কিছু তৈরি করা যাক ৷ ক্লে গুলো যেভাবে এনে রেখেছি , সেভাবেই পড়ে আছে ৷ কিছুক্ষণ ভেবে নিয়ে শুরু করলাম চেষ্টা ৷ শেষমেষ করেও ফেললাম ৷ তবে যতটা সহজে হয়ে যাবে ভেবেছিলাম , ততটাও সহজে করতে পারিনি ৷ বেশখানিকটা সময় লেগেছে , তবুও হয়তো সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি ৷ যাই হোক , তবুও আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
প্রয়োজনীয় উপকরণঃ..
- শুধুই ক্লে ৷
প্রস্তুতকরণঃ-..
শুরুতে দুটো কালারের ক্লে নিয়েছি ৷ এরপর কালো কালারের ক্লে কিছুটা নিয়ে রুটি আঁকারে তৈরি করেছি ৷
এরপর সেটি গোল প্লেট বা ছোট ঝুড়ি তৈরি করার চেষ্টা করেছি ৷
এরপর সাদা ক্লে কিছুটা নিয়ে ছোট ছোট ভাবে কেটে নিয়েছি ৷
এরপর সেটি গোল করে পুলি পিঠা বানানোর চেষ্টা করেছি ৷
একই ভাবে বেশ কিছু পিঠা বানিযেছি এরপর সেগুলো প্লেটে সাজিয়ে দিয়েছি ৷
আমাদের কাজ সম্পূর্ণ এরপর কিছু ফটোগ্রাফি করে নিই ৷
ক্লে দিয়ে তৈরি পুলি পিঠা ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তৈরি সিম্পল এই ডাই পোষ্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01-01-2025
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...



















ক্লে দিয়ে কত সুন্দর পুলি পিঠা তৈরি করলেন। এত পুরো আসল পিঠার মতো মনে হচ্ছে। সামনে রাখলে লোকে হয়তো ভুল করে মুখে পুরে দেবে। খুব নতুনত্ব চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে আপনার এই পিঠাটির মধ্য দিয়ে।
https://x.com/Nirob7000/status/1874499194742014362?s=19
শুধুমাত্র ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটি পুলি পিঠা তৈরি করেছেন আপনি। দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তব পুলিপিটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব ভালো লেগেছে আপনার এত সুন্দর ভাবে তৈরি করা এই ডাই পোস্ট। দুই তিন দিন আগে আমি নিজের হাতে পিঠা তৈরি করেছিলাম। পুলিপিটা আমার খুবই ভালো লাগে। তবে আজকের দিনে আপনি তার একটি ডায় পোস্ট তৈরি করে দেখাবেন ভাবতে পারিনি। অসাধারণ হয়েছে।
আমি তো প্রথমে সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম যে এটা পুলি পিঠা। কিন্তু আপনি যে একটি ডায়েট প্রজেক্ট করেছেন। পোস্ট দেখে বুঝতে পারলাম। বেশি দারুণভাবে আপনি ক্লে দিয়ে কাজ সম্পন্ন করেছেন।
ক্লে দিয়ে তৈরি পুলি পিঠা দেখে অনেক ভালো লাগলো। সত্যি কারের পিঠের মতই হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথম দেখাতে সত্যি সত্যি পিঠা ভেবেছিলাম ভাইয়া। আপনি এত সুন্দর করে ক্লে দিয়ে পিঠা তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। আপনার আইডিয়াটা সত্যিই দারুণ ছিল। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে।
বাহ্ ক্লে দিয়ে দারুণ দারুণ কিছু পুলি পিঠা তৈরি করছেন ভাই। আসলে ক্লে দিয়ে এখন অনেক কিছু বানানো সম্ভব। আপনার বানানো পুলি পিঠা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হাহা চমৎকার বানিয়েছেন ক্লে পুলি।আমি প্রথম ফটোগ্রাফি দেখে ভেবেছিলাম পিঠা রেসিপি পরে দেখলাম এগুলো সত্যিকারের পিঠার মতোই ক্লে দিয়ে পুলি পিঠা।দারুণ হয়েছে। ধাপে ধাপে ক্লে দিয়ে পিঠা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।