" ছেলের নতুন স্কুলের প্রাঙ্গন থেকে তোলা কিছু চমৎকার ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
ছেলের নতুন স্কুলের প্রাঙ্গন থেকে তোলা কিছু চমৎকার ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।ফটোগ্রাফি করতে সব সময়ই ভীষণ ভালো লাগে আমার।চোখের কাছে যা কিছু আমার ভালো লাগে আমি তার সৌন্দর্য নিজের মোবাইলে ধারন করে থাকি।এইতো সেদিন ছেলের নতুন স্কুলে গিয়েছিলাম ভর্তি পরীক্ষা দিতে।পরীক্ষা চলাকালীন সময়টাতে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না।তাই বেশ কিছু সময় হাঁটাহাঁটি করেছিলাম।স্কুলটা বেশ খানিকটা বড়।সম্পুর্ন স্কুল ঘুরে দেখতে অনেক সময়ের দরকার হতো।আমি সবটা ঘুরে দেখার সময় পাইনি।তাই আমি স্কুল প্রাঙ্গনটি ঘুরে ঘুরে দেখেছিলাম।যেহেতু টেনশন কাজ করছিল আমার।ছেলে নতুন পরিবেশ,নতুন স্কুলে লিখতে পারে কিনা।এ কারনে পুরোটা স্কুল সেদিন ঘুরে ঘুরে দেখার ইচ্ছে করেনি আমার।
স্কুলের সামনের দিকটা এতোটাই সুন্দর ছিল সকাল বেলা চমৎকার চমৎকার ফুল গুলো দেখে মনটা ভালো লাগায় ভরে উঠেছিল।আর তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আমার মতো আশাকরি আপনাদের কাছে ও ভালো লেগেছে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো।
স্কুলের সামনের দিকটাতে যেমন নানা রকমের ফুলের গাছ লাগিয়েছে।তেমনি সামনে ছিল বড় খোলা মাঠ।স্কুলের বাচ্চারা টিফিনের সময়টাতে খেলা করছিল।মাঠটা বাচ্চাদের কলোরবে মুখরিত হয়ে উঠেছিল।
ফুল ভালোবাসে না এমন মানুষ একজন ও পাওয়া যাবে না।আমিও ফুল ভীষন ভালোবাসি।আর তাইতো ফুলের গাছ গুলোতে এতো সুন্দর সুন্দর ফুল দেখে ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম।
আজকে বেশকিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বরিশাল ,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
















