একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনে আর্ট নিয়ে।আজকের আর্টটি অনেক সুন্দর, এই ধরনের আর্ট গুলো হাতে পড়লে খুবই সুন্দর লাগে। খুব বেশি কঠিন নয় আজকের আর্টটি, খুব সহজেই হাতে পড়া সম্ভব। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_0919.jpeg

প্রথমেই পেঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_0920.jpeg

এরপর এর চারিপাশে এভাবে দুই লেয়ারে ছোট ও বড় কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_0921.jpeg

এরপর ফুলটির নিচে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_0922.jpeg

এরপর ডিজাইনের চারপাশে এভাবে ছোট ছোট কিছু ফুল এঁকে নিয়েছি।

IMG_0923.jpeg

IMG_0924.jpeg

এরপর নিচের দিকে এভাবে পরাপর ডিজাইন করে নিয়েছি।

IMG_0925.jpeg

IMG_0927.jpeg

এরপর নিচের দিকে এভাবে কতগুলো ফুল ও পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_0928.jpeg

ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

বরাবরের মতো আজকেও চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। এই ডিজাইনটি হাতে পড়লে নিঃসন্দেহে অনেক সুন্দর লাগবে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মেহেদী পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করেছেন। এই ডিজাইনটি হাতে লাগালে দেখতে বেশ ভালই লাগবে। এরকম সিম্পল ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।