পল্লী শিল্প এবং হস্ত শিল্প

ChatGPT Image Nov 21, 2025, 03_40_21 AM.png

Image Created by OpenAI

গ্রাম বাংলায় পল্লী শিল্প এবং হস্ত শিল্পের এক ঐতিহাসিক দিক রয়েছে। প্রাচীন সময়ে বা এখান থেকে প্রায় ১৫-২০ বছর আগে গ্রাম বাংলার এক অনন্য চিত্র ছিল। বর্তমান সময়ে সেগুলো সব হারিয়ে যেতে বসেছে। যদিও অনেক গ্রাম অঞ্চলের দিকে এইসব দেখা যায় এখনও, অনেকে ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে তাদের হাতের কারুকার্য এর মাধ্যমে। গ্রাম বাংলা বলতে আমরা শুধু নদী, খাল, সবুজ মাঠ এইসব বুঝি। কিন্তু আসলে তা নয়। এর বাইরেও এইসব শিল্পের অনেক অবদান রয়েছে। যেনো গ্রামের প্রতিটি কোণে এক একটা শিল্পের জন্মভূমি।

পল্লী শিল্প এবং হস্ত শিল্প আমাদের গ্রাম বাংলার সংস্কৃতির এক অমূল্য সম্পদ বলা যায়। যা আজকের আধুনিক যন্ত্রের মধ্যে দিয়েও দেখা যায় দক্ষ হাতে তৈরী বিভিন্ন জিনিষ। মূলত পল্লী শিল্প সহজ ভাবে বললে যেটা বোঝায়, সেটা হলো- গ্রামীণ জীবন যাপনের উপর ভিত্তি করে যেসব শিল্প গড়ে ওঠে। বিভিন্ন প্রথাগত নকশা এবং হস্ত শিল্পীদের হাতে নিখুঁত ভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্য। এগুলোর মধ্যে রয়েছে- মাটির তৈরী কোনো জিনিষ, বাঁশের তৈরী, কাঠের তৈরী ইত্যাদি। এইরকম আরো বহু পদ্ধতিতে হাতের মাধ্যমে ফুটে ওঠে গ্রামীণ সভ্যতা এবং সংস্কৃতির ঐতিহ্য।

তবে এইসব জিনিষ এর যে বিভিন্ন ধরণের নকশা আমরা দেখতে পাই, তা গ্রামের বিভিন্ন অঞ্চলের এক একটা আলাদা স্টাইল বা ডিজাইন এর উপর নির্ভর করে। আর হস্ত শিল্প যা হাতের দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরী করা হয় বিভিন্ন শিল্প। যেমন- এর মধ্যে রয়েছে টেরাকোটা, মৃৎশিল্প, পাটশিল্প ইত্যাদি। তারপর আমরা যেসব বিভিন্ন ডিজাইন এর মূর্তি দেখতে পাই, সবই এই দক্ষ হাতের মাধ্যমে তৈরী করা হয়।