"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫৩ [ তারিখ : ২৭-১২-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬০৬ দিন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ভ্রমন পোস্ট - " হিমছড়িতে একদিন " by...@shimulakter(27.12.2025 )
এই পোস্টটি লিখেছেন @shimulakter। কক্সবাজার ভ্রমণের সময় হিমছড়িতে কাটানো একটি সুন্দর দিনের অভিজ্ঞতা তিনি খুব সহজ ও আন্তরিক ভাষায় তুলে ধরেছেন। পোস্টটি পড়লে মনে হয় লেখকের সাথে আমরাও সেই ভ্রমণের অংশ হয়ে যাচ্ছি।
পরিবারের সবাই মিলে ঘোরাঘুরি, পাহাড়ে উঠে সমুদ্র দেখা, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা এবং ভ্রমণের ফাঁকে আইসক্রিম ও ডাব খাওয়ার ছোট ছোট মুহূর্তগুলো লেখাটিকে আরও জীবন্ত করে তুলেছে। সাথে নিজের তোলা ছবিগুলো পোস্টটিকে আরও আকর্ষণীয় করেছে।
লেখার সরলতা আর অনুভূতির কারণেই এই পোস্টটি আমার কাছে ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকেই এই লেখাটিকে ABB Featured Post হিসেবে নির্বাচন করা হলো।
ছবিগুলো @shimulakterএর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।





পরিবারের সাথে ঘুরতে যাওয়া প্রকৃতির মাঝে সে এক আনন্দময় অনুভূতি।আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
পরিবারের সাথে সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া সে এক আনন্দময় অনুভূতি। আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।