"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫৩ [ তারিখ : ২৭-১২-২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬০৬ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


C3TZR1g81UNaPs7vzNXH

ভ্রমন পোস্ট - " হিমছড়িতে একদিন " by...@shimulakter(27.12.2025 )

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভ্রমন পোস্ট।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।কক্সবাজার বেড়াতে গিয়ে বেশকিছু জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম।এর মধ্যে হিমছড়িতে গিয়ে ভীষণ ভালো লেগেছিল।আমরা সবাই মিলে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম।আমরা সবাই সকালে উঠে নাস্তা করে গাড়িতে উঠে হিমছড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম।হিমছড়ি পৌঁছে আমরা পাহাড়ের উপর উঠে যাই।আমার চাচা শ্বশুর ও চাচী শ্বাশুড়ি ও শেষ পর্যন্ত পাহাড়ের উপর উঠে গিয়েছিল।এরপর আমরা সবাই বেশকিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।হিমছড়ির পাহাড়ে উঠে সম্পুর্ন সমুদ্র এক সাথে দেখতে পাওয়া ভীষণ আনন্দের।হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি ই মুগ্ধ হয়ে যাই। পাহাড় কেটে কেটে সুন্দর পথ করে দেয়া,আর মনোমুগ্ধকর ঝর্ণা দেখে সবাই ভীষণ খুশী।.. .


এই পোস্টটি লিখেছেন @shimulakter। কক্সবাজার ভ্রমণের সময় হিমছড়িতে কাটানো একটি সুন্দর দিনের অভিজ্ঞতা তিনি খুব সহজ ও আন্তরিক ভাষায় তুলে ধরেছেন। পোস্টটি পড়লে মনে হয় লেখকের সাথে আমরাও সেই ভ্রমণের অংশ হয়ে যাচ্ছি।

পরিবারের সবাই মিলে ঘোরাঘুরি, পাহাড়ে উঠে সমুদ্র দেখা, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা এবং ভ্রমণের ফাঁকে আইসক্রিম ও ডাব খাওয়ার ছোট ছোট মুহূর্তগুলো লেখাটিকে আরও জীবন্ত করে তুলেছে। সাথে নিজের তোলা ছবিগুলো পোস্টটিকে আরও আকর্ষণীয় করেছে।

লেখার সরলতা আর অনুভূতির কারণেই এই পোস্টটি আমার কাছে ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকেই এই লেখাটিকে ABB Featured Post হিসেবে নির্বাচন করা হলো।

C3TZR1g81UNaPs7vzNXH


ছবিগুলো @shimulakterএর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 9 hours ago 

পরিবারের সাথে ঘুরতে যাওয়া প্রকৃতির মাঝে সে এক আনন্দময় অনুভূতি।আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 9 hours ago 

পরিবারের সাথে সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া সে এক আনন্দময় অনুভূতি। আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।