"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮১২ [ তারিখ : ১১.১১.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maria47
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মারিয়া মুক্তি। স্টিমিট আইডি - @maria47।উনি রান্না করতে ভালোবাসেন। নতুন নতুন রেসিপি তৈরি করতে উনার সবচেয়ে বেশি ভালো লাগে। সে সাথে ঘুরতে যেতে ও অনেক পছন্দ করেন।সে সাথে উনার লেখার হাত ও ভালো। স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছেন ২০২৩ সালের নভেম্বর মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
কবিতা-অভিমানী ভালোবাসা... @maria47 (10.11.2025 )
উনি সত্যিই বেশ সুন্দরভাবে লিখেছেন।উনার এই লেখাটায় দারুণ ভাবে আবেগ আর কষ্ট ফুটিয়ে তুলেছেন।উনার এই কবিতার প্রতিটি লাইনেই একটা না বলা বেদনা আছে যেটা মন ছুঁয়ে যায়।সহজ শব্দে এতো গভীর অনুভূতি প্রকাশ করা সত্যিই প্রশংসনীয়।কবিতায় ভালোবাসা,অভিমান আর অবহেলার যে মিশেল তিনি দিয়েছেন তা খুব বাস্তব আসলে।অনেক সময় ভালোবাসার মানুষই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।এই কথাটাই উনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন।ভালোবাসা যখন অবহেলায় পরিণত হয় তখন যে হৃদয় ভেঙে যায় সেই কষ্টটা উনি নিজের অনুভূতির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন।
সবচেয়ে ভালো লেগেছে উনি অনুভূতিকে লুকাননি।খুব সাধারণভাবে সহজ ভাষায় নিজের ভাবনা বলেছেন যা যে কেউ পড়লে বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে। উনার লেখা থেকে বোঝা যায় যে উনি সত্যিই নিজের মতো করে কবিতা লিখে আনন্দ পান আর সেটাই আসলে একজন লেখিকার সবচেয়ে বড় শক্তি।সত্যি বলতে উনার লেখা কবিতাটি আবেগে ভরা,বাস্তবতার ছোঁয়া আছে আর মন ছুঁয়ে যায় এমনভাবে লেখা হয়েছে।আশা করি উনি এমন আরও সুন্দর কবিতা লিখবেন।কারণ উনার লেখায় যে আন্তরিকতা আছে সেটাই এই লেখাকে বিশেষ করে তুলেছে।
ছবিগুলো @maria47 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।





আমি খুব ভালো কবিতা লিখতে পারি না। তবে মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। আর আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্ট নির্বাচিত করার জন্য।
ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। মারিয়া আপুকে অনেক অভিনন্দন। তার কবিতাটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে নির্বাচন করার জন্য ।