হারিয়ে যাওয়া বন্ধুটা আজও মনে পড়ে
আমি ব্যক্তিগতভাবেই এমন একটি মানুষ যে মানুষের তেমন কোন বন্ধু ছিল না পুরো জীবনকালেই শুধুমাত্র কয়েকটি বন্ধু-বান্ধব ছিল। যদিও তারা বর্তমানে আর আমার সাথে নেই তারাও বিভিন্ন কাজে জীবনের তাগিতে বিভিন্ন জায়গায় রয়েছে। তবে সেসব বন্ধুদের কথা মনে পড়লে আজ অনেকটাই খারাপ লাগে। কারণ যে সকল সময় গুলো তাদের সাথে কাটিয়েছিলাম সে সকল সময় গুলো আর কখনোই ফিরে আসা নয়। তাদের সাথে যখন এতটাই আন্তরিক ছিলাম কিন্তু বর্তমানে সেই আন্তরিকতার মধ্যে ফাটল ধরা শুরু হয়েছে।
তবে আমার জীবনে এমন একটি বন্ধু ছিল যাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বলে মনে করতাম। যার কাছে আমি আমার জীবনের সব কথাই শেয়ার করতাম। কিন্তু সেই মানুষটাও দিনশেষে আমার পিঠের ছুরি লাগিয়ে চলে গেল। তাই এরপর থেকে আমি কখনোই আমার কোন ধরনের বেস্ট ফ্রেন্ড বানাইনি। বরংচ নিজেকেই নিজের ভালো বন্ধু হিসেবে পরিচিত এবং নিজের কাছেই নিজের সব সমস্যা হওয়ার কথা আমি নিজেই বলি।
তবে আমি এটাও বিশ্বাস করি জীবনে বেঁচে থাকতে গেলে এই সমাজের চলতে গেলে অবশ্যই কালকে না কালকে বিশ্বাস করতে হবে এবং কারো না কারো সাথে আপনাকে বন্ধুত্ব স্থাপন করতে হবে। যে বিষয়টা আমি বুঝি এবং এখন বর্তমানে হাতি গোনা কয়েকজন বন্ধু-বান্ধব রয়েছে এর বাহিরে কিন্তু আমার জীবনে আর কেউ নেই। যে চলে যাবার সেই গেছে তার কথা চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করার কোন মানেই হয় না। তবে অতীতে সে আমার অনেক ভালো বন্ধু ছিল এটা নিঃসন্দেহে বলতে পারি।

