নিজের ভুল থেকে শেখা – একান্ত কিছু অভিজ্ঞতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নিজের ভুল থেকে শেখা ব্যাপারটা আমি খুব কাছ থেকে বুঝেছি। আসলে আমরা যত কিছুই শুনি বা জানি না কেন, নিজের অভিজ্ঞতা না হলে কোনো কিছুই ঠিকমতো বুঝে ওঠা যায় না। আমি অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলোর ফল পরে আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু এখন যখন ফিরে তাকাই, বুঝি ঐ ভুলগুলোর কারণেই আজ আমি একটু হলেও বুঝদার হয়েছি।

এক সময় খুব তাড়াহুড়ো করে সবকিছু করতে চাইতাম। যেটা মনে হতো ঠিক, সেটা ভেবেচিন্তে না করে করে ফেলতাম। আর পরে বুঝতাম, ঠিক তখনই একটু থেমে চিন্তা করা দরকার ছিল। একবার একটা খুব ভালো বন্ধুর উপর অকারণে রেগে গিয়েছিলাম, পরে বুঝেছি তার দৃষ্টিভঙ্গিটা ভুল ছিল না, বরং আমি নিজেই একটু বেশিই আবেগে ছিলাম। তখন খুব খারাপ লেগেছিল, কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে শেখালো কিভাবে ঠান্ডা মাথায় ভাবতে হয়।

আরেকটা জিনিস আমি শিখেছি, সেটা হলো না বলতে শেখা। অনেক সময় শুধু কাউকে কষ্ট না দিতে গিয়ে এমন কিছু কাজ করেছি যেটা আমার নিজের জন্য ঠিক ছিল না। পরে বুঝেছি, সবার খুশি রাখতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলি, তাহলে আসলে কোনো কিছুই সঠিকভাবে হয় না।

ভুল করাটা দুঃখজনক হলেও একদিক দিয়ে দরকারি, কারণ এটা থেকেই শেখা যায় জীবনের সবচেয়ে সত্য কথাগুলো। আজ যেসব সিদ্ধান্ত আমি একটু বেশি ভেবে নেই, সেগুলোর পেছনে ঠিক এই ভুলগুলোরই অভিজ্ঞতা কাজ করে।

তাই এখন আমি মনে করি, ভুল করলে হতাশ হওয়ার কিছু নেই, বরং সেটা থেকে কিছু না শিখতে পারাটাই সবচেয়ে বড় ভুল। নিজের ভুলকে স্বীকার করে, সেটা থেকে কিছু শেখার মানসিকতা থাকলেই মানুষ আস্তে আস্তে একটু করে ভালো হয়ে ওঠে। আমি ঠিক সেটাই শিখছি, প্রতিদিন একটু একটু করে।

ABB.gif