স্মার্টফোনের ভিড়ে আমরা কি ধীরে ধীরে বাস্তব জীবন ভুলে যাচ্ছি?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে সকলের হাতে হাতে স্মার্টফোন। এমন একটা অবস্থা কিংবা এমন একটি যুগ চলে এসেছে, যে আমাদের নিজেদের ঘরের এমন কোনো ছোট সদস্য নেই কিংবা বাচ্চা নেই, যারা এই স্মার্টফোন অপারেট করতে পারে। অর্থাৎ ছোট থেকে বুড়ো সকলকেই এখন দেখা যায় যে সারাদিন ফোন হাতে নিয়ে ব্যস্ত থাকে। বরঞ্চ, আমরা নিজেরাও এখন কিন্তু সেই ফোন হাতেই নিয়েই ব্যস্ত। আসলে, এই স্মার্টফোনের যুগে স্মার্টফোন আমাদের জন্য যতটা না আশীর্বাদ হয়ে এসেছে, ঠিক তার চেয়ে বেশি যেন অভিশাপ হয়ে এসেছে। কারণ, আমরা এটা ভুল ব্যবহার করছি এবং ভুল ব্যবহারের কারণেই এটা দিনে দিনে আমাদের জীবনকে ধীরে ধ্বংস করে দিচ্ছে।
সত্যি কথা বলতে, স্মার্টফোনের জন্য আমরা আমাদের বাস্তব জীবন ভুলে যাচ্ছি। যেমন ধরুন, আমি খুব একটা ছোট উদাহরণের মাধ্যমে ব্যাপারটি একটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। ব্যাপারটি হলো একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যে এই স্মার্টফোন ব্যবহারের ফলে আমাদের জীবন অনেক সহজ হয়েছে ব্যাপারটি ঠিক, কিন্তু আমাদের মধ্যে বাস্তব জীবনে মানুষের সাথে দূরত্ব বেড়ে গিয়েছে অনেক বেশি।
যেমন আগে, যখন কোনো অনুষ্ঠান হতো কারো বাড়িতে, তখন সেখানে সকলে যেন আসে, তার জন্য আমরা সকলের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতাম। আর কেউ যদি অনুষ্ঠানে না-ও আসে, তবুও ওই যাওয়ার মাধ্যমেই অর্থাৎ দাওয়াত দেওয়ার মাধ্যমেই আমাদের সকলের সাথে দেখা হতো, একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে স্মার্টফোনের কারণে এখন আর কারো ঘরে গিয়ে আমাদের দাওয়াত দিতে হয় না। আর সে কারণেই, যেহেতু অন্যদের সাথে আমাদের যাওয়া-আসা কমে যায়, সে কারণেই আসলে আন্তরিকতাটাও অনেকটাই কমে যায় এবং গেছে।
এটা খুব ছোট একটি উদাহরণ, কিন্তু এই ব্যাপারটি দিয়েই একটা জিনিস বুঝুন আগে আমরা আমাদের প্রিয়জন, বন্ধু-বান্ধবদের সাথে কত সুন্দর সময় কাটাতাম, কিন্তু বর্তমানে সেটা একেবারে অসম্ভব হয়ে গিয়েছে। কারণ, আমরা সবাই আসলে স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকি। এমনকি কখনো বন্ধু-বান্ধবদের সাথে দেখা হলেও, আসলে আমরা সেই ফোনের মধ্যেই ডুবে থাকি।

