নিজের ঘর সাজানোর পেছনে লুকানো আবেগ


jump-2731641_1920.jpg

Source

বেশ কিছুদিন হয়েছে নতুন একটি ঘরে উঠেছি যেই ঘরটা আমার মা আমাদেরকে গিফট করেছেন তার সম্পূর্ণ অর্থায়ন এবং তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে। ধরুন তিনি যেভাবে করে ডিজাইন করে এই রুমগুলো তৈরি করেছেন কোথায় কোন আসবাবপত্র বলবে সে সব কিছু গুছিয়ে দিয়েছেন এর মধ্যে রয়েছে আবেগ ভালোবাসা এবং অনেকটা দায়িত্ববোধ। প্রত্যেকটা মানুষই চায় তার নিজের ঘরটা যেন তার নিজের মনের মতো করে গোছানো থাকে, সবসময় পরিপাটিয়ে থাকে, এটা একটি আবেগের জায়গা একটি ভালোবাসার জায়গা।

প্রত্যেকটা মানুষ এই যখন কর্ম ব্যস্ততায় সারাদিন কাটিয়ে নিজের ঘরে এসে দেখে নিজের ঘরটা অনেক চমৎকার ভাবে গোছানো রয়েছে নিজের মনের মত করে পরিপাটি করে সাজানো রয়েছে তখন তার মন অনেকটাই ভালো হয়ে যায়। সারাদিনের ক্লান্তি ভুলে সেই একটু ভালো অনুভব করে। এজন্যই এই বিষয়টি আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের অনেকেরই ঘরেই রয়েছে অগোছালো আমি ব্যক্তিগতভাবেও আগে গোছানো ঘর পছন্দ করতাম কিন্তু এখন অনেকটা বেশি আলসেমি হয়ে গেছি। যদিও আজ আর ঠিক দুপুর বেলায় আমার রুমগুলোকে চমৎকারভাবে গুছিয়ে রেখেছি যাতে করে কাজ করতে আমার ভালো লাগে।

প্রত্যেকটা মানুষেরই একটি শান্তির জায়গা হচ্ছে নিজের ঘর। যে ঘরের মধ্যে ভালো খারাপ সবকিছুই তারা অনুভব করতে পারেন। সেই ঘর যদি পরিপাটি থাকে এবং সাজানো থাকে তাহলে তার দিনগুলো এবং স্মৃতিগুলো হয়ে ওঠে সুমধুর যেটা হয়তো আমরা অনেকেই অনুধাবন করতে পারি না। একদিন নিজের মত করে আপনার ঘরকে সাজিয়ে দেখুন দেখবেন অপরূপ এক শান্তি আপনার মনের মধ্যে দোলা দিয়ে যাবে।

ABB.gif