প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়াটা আমি এখন বুঝতে শিখেছি। আগে ভাবতাম, বড় কোনো পরিবর্তন একদিনে আসে, কিন্তু আসলে তা না। ছোট ছোট পরিবর্তন, ছোট ছোট সিদ্ধান্তই একটা সময় গিয়ে বড় কিছু হয়ে দাঁড়ায়। আমি নিজের জীবনেই এটা দেখেছি।

এক সময় খুব হতাশ ছিলাম, কিছুই ভালো লাগত না, মনে হতো জীবনটা একই জায়গায় আটকে আছে। কিন্তু ধীরে ধীরে কিছু ছোট পরিবর্তন আনলাম। যেমন সকালে একটু আগে উঠে পড়া, নিজের জন্য ১০ মিনিট সময় রাখা, দিনশেষে একটা ভালো চিন্তা করা, কিংবা শুধু নিজেকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা। এগুলো খুব সাধারণ জিনিস, কিন্তু ধীরে ধীরে এগুলোই আমাকে বদলে দিচ্ছে।

একদিনে কিছুই হয় না, সেটা আমি এখন বুঝি। কিন্তু প্রতিদিন যদি আমি নিজের একটু একটু উন্নতি করতে পারি, নিজের মনটাকে একটু শান্ত রাখতে পারি, তাহলেই তো আমি বদলাচ্ছি। আগে যে কথায় রাগ করতাম, এখন একটু ভেবে নেই। আগে যে মানুষগুলোকে ভুল বুঝতাম, এখন তাদের দৃষ্টিভঙ্গিটাও বোঝার চেষ্টা করি।

এভাবে নিজের চিন্তা, মনোভাব, আচরণ সব কিছুতেই আমি একটু একটু করে বদলে যাচ্ছি। এবং এই পরিবর্তনগুলো আমি নিজের মধ্যে অনুভব করতে পারি। নিজের প্রতি কেমন যেন একটা মায়া তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে।

আমি এখন আর আগের মতো নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করি না। আমি জানি, আমি ধীরে ধীরে বদলাচ্ছি, এবং এই বদলে যাওয়াটাই আমার সবচেয়ে বড় অর্জন। তাই আমি চাই, প্রতিদিন নিজেকে একটু সময় দিতে, নিজের পরিবর্তনটাকে গ্রহণ করতে এবং একটু ভালো মানুষ হয়ে উঠতে।

ABB.gif