অন্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক সময় এমন কিছু মানুষের সঙ্গে মিশি বা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে কেউ না কেউ অন্য কাউকে ছোট করে দেখানোর চেষ্টা করে।হয়তো তারা ভাবে,অন্যকে নিচে নামাতে পারলে তারা নিজে উপরে উঠে যাবে। কিন্তু আসলে কি তাই হয়?আমার মতে,অন্যকে ছোট করে কেউ কখনো সত্যিকার অর্থে বড় হতে পারে না।

আমি নিজের জীবন থেকেই বুঝেছি,বড় হওয়া মানে শুধু অবস্থান বা বাহ্যিক সফলতা না,বড় হওয়া মানে হলো মানসিকতা,আচরণ আর নিজের ভিতরটা কতটা পরিপক্ব সেটা।আর এই বড় হওয়ার সঙ্গে কখনোই কারো অপমান,কাউকে কষ্ট দেওয়া বা ছোট করে দেখানোর কোনো সম্পর্ক নেই বরং অন্যকে সম্মান করেই মানুষ সত্যিকার অর্থে বড় হতে পারে।

আমরা অনেক সময় দেখি,কেউ যদি ভালো কিছু করে তখন কিছু মানুষ থাকে যারা তার সফলতাকে মেনে নিতে পারে না।তারা তখন নানা রকম কথা বলে,পিছনে নেগেটিভ মন্তব্য ছড়ায়,এমনকি তার সাফল্যকে ছোট করে দেখাতে চায়।অথচ তারা বুঝে না,এসব করে তারা আসলে নিজের মানসিকতার ছোটতা তুলে ধরছে।

কারো উপরে উঠে যাওয়ার মানে কখনোই এই না যে অন্যদের পেছনে ফেলে দিতে হবে।সবাই যদি নিজের জায়গা থেকে ভালো করার চেষ্টা করে,তাহলে হয়তো আমরা একটা সুন্দর পরিবেশ পেতাম যেখানে কেউ কাউকে নিচে নামিয়ে নয় বরং পাশে নিয়ে এগিয়ে যেতে চাইতো।

আমার মনে হয়,কেউ যদি সত্যি বড় হতে চায়,তাহলে তাকে আগে নিজের মনটাকে বড় করতে হবে।কারো সফলতায় উৎসাহ দিতে হবে,কারো কষ্টে পাশে দাঁড়াতে হবে।কারণ এই জিনিসগুলোই একজন মানুষকে ভেতর থেকে বড় করে তোলে।

আর একটা কথা আমি সব সময় মনে রাখি,যারা অন্যকে ছোট করে দেখে,তারা নিজেরাই একসময় মানুষের চোখে ছোট হয়ে যায়।কারণ মানুষ কখনোই সেই ব্যক্তিকে শ্রদ্ধা করে না যে অন্যকে ছোট করে আনন্দ পায় বা আত্মতৃপ্তি পায়।

তাই আমি সব সময় বিশ্বাস করি,নিজের কাজ আর নিজের লক্ষ্যেই মনোযোগী হওয়া উচিত।অন্যকে টেনে নামিয়ে নয়,বরং নিজে ভালো কাজ করে,সৎ পথে থেকে, নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে তবেই বড় হওয়া যায়।অন্যকে ছোট করে নয় বরং পাশে নিয়ে এগিয়ে চলাই আসল বড়ত্ব।

ABB.gif