নিজের ভুলগুলো স্বীকার করাই সততা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা অনেক সময়ই নিজের ভুলগুলো স্বীকার করতে চাই না,কারণ মনে করি যে এতে আমরা ছোট হয়ে যাবো কিংবা লোকে আমাদের নিয়ে খারাপ ভাববে।কিন্তু আমি এখন যতো বড় হচ্ছি, ততো বুঝতে পারছি যে নিজের ভুল স্বীকার করাটাই আসলে সবচেয়ে বড় সততার পরিচয়।কারণ আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে,এটা স্বাভাবিক। কিন্তু সেই ভুলগুলো যদি আমরা এড়িয়ে যেতে চাই কিংবা অস্বীকার করি।তাহলে সেটা আমাদের চরিত্রকেই খাটো করে ফেলে।
অনেক সময় দেখা যায়,আমরা বুঝেও ভুলটা স্বীকার করি না,কারণ তখন আমাদের অহংকার চলে আসে সামনে।আমরা ভাবি,যদি আমি নিজের ভুল স্বীকার করি তাহলে সামনে থাকা মানুষটা আমাকে দুর্বল ভাববে।অথচ বাস্তবে যার মধ্যে যত বেশি আত্মবিশ্বাস থাকে, সে কিন্তু তত সহজেই নিজের ভুলগুলো মেনে নিতে পারে।এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি।
আমি নিজের জীবনেও এমন অনেক ভুল করেছি যেগুলা স্বীকার করতে শুরুতে আমার অনেক কষ্ট হতো।মনে হতো লজ্জা লাগবে,খারাপ দেখাবে।কিন্তু এক সময় নিজেকেই বললাম,যদি আমি নিজের ভুল মেনে না নিই,তাহলে আমি তো কখনোই ঠিকটা শিখতে পারব না।সেই জায়গা থেকেই আজ আমি নিজের ভুল বুঝলে স্বীকার করতে দ্বিধা করি না।
ভুল স্বীকার করলে শুধু নিজের সম্মান বাড়ে না,বরং অন্যদের কাছেও আমরা বিশ্বাসযোগ্য হয়ে উঠি।কারণ একজন মানুষ তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তার মধ্যে সত্য বলার সাহস থাকে,নিজের দোষ দেখানোর সাহস থাকে।নিজের দোষ ঢাকতে গিয়ে আমরা অনেক সময় এমন এমন মিথ্যে বলি বা এমন আচরণ করি যেটা পরে গিয়ে আমাদের আরো বেশি সমস্যায় ফেলে দেয়।
তাই আমি মনে করি,জীবনে ভালো মানুষ হওয়ার প্রথম ধাপই হলো নিজের ভুলগুলো মেনে নেওয়া।এটা আমাদের আরও সৎ, আরও মানবিক আর আরও পরিণত করে তোলে।কারণ যারা নিজের ভুল দেখে, শেখে এবং সামনে এগিয়ে যায়,তারাই আসলে জীবনে সবচেয়ে বেশি উন্নতি করতে পারে।আর সবার আগে নিজেকে বদলাতে হলে নিজের ভুলগুলা স্বীকার করতেই হবে।

