বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার ইচ্ছে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জানি না, এই ইচ্ছে কতটা বৈধ কিংবা কতটা অবৈধ, কিংবা এই ইচ্ছের কোনো ভিত্তি আছে কিনা, সেটাও জানি না। কিন্তু যেহেতু আমরা মানুষ, এক্ষেত্রে আসলে আমাদের মনের মধ্যে অনেক সময় অনেক কিছুই ঘটতে থাকে, অনেক কিছুই চলতে থাকে। যেগুলোর সাথে অনেক সময় খাপ খাইয়ে নিতে পারি নিজেকে, আবার অনেক সময় খাপ খাইয়ে নিতে পারি না। অর্থাৎ বলতে গেলে, ব্যাপারগুলো অনেক কিছুই ওঠানামার মধ্যে দিয়ে যায়।

তেমন একটা ব্যাপার হলো আমার মাঝেমধ্যে উদ্ভট উদ্ভট কিছু ইচ্ছে করে। এবং সে ইচ্ছাগুলোর অন্যতম একটা ইচ্ছা হল, মাঝেমধ্যে আমার একেবারে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে বাস্তব পক্ষে যেটা একেবারেই সম্ভব নয় বললেই চলে।

কারণ, কোনো মানুষ কোনোভাবেই কিন্তু বিচ্ছিন্নভাবে বেঁচে থাকতে পারে না। এবং এটা কোনোভাবে স্বাভাবিক কিংবা আসলে সম্ভব নয়। কারণ, একটা মানুষ যখন বিচ্ছিন্নভাবে বেঁচে থাকতে চায়, তখন কিন্তু সে বেশিদিন কখনোই বেঁচে থাকতে পারবে না। কারণ, আমরা মানুষরা কখনোই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নই।

কারণ, সৃষ্টিকর্তা আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করেননি। আর সৃষ্টিকর্তা আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করেনি বলেই, কিন্তু আসলে আমরা অনেক সময় অনেক রকম সমস্যার মধ্য দিয়ে যাই। এবং আসলে অনেক কিছুই আমাদের জীবনে ঘটে, যার জন্য আমাদের অন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয়।

আমরা কখনো কেউ সঙ্গী ছাড়া বাঁচতে পারি না এবং পারব না। এটা আসলে আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রেও সম্ভব নয়। অর্থাৎ, সবভাবে চিন্তা করতে গেলে কোনোভাবেই এটা সম্ভব নয়।

কিন্তু আমাদের আশেপাশের, বিশেষ করে প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্ট থেকে আসলে আমাদের মধ্যে অভিমানের মাধ্যমেই এই কথাটি, কিংবা ব্যাপারটি আমাদের মনে আসে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ, মানুষের দেওয়া কষ্টগুলো আসলে আর সহ্য করতে না পেরেই মাঝেমধ্যে আমার বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে। আমার মনে হয় যে, বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার মধ্যেই হয়তো শান্তি থাকবে। কারণ, সেখানে অন্য কোনো মানুষের কাছে আমাদের কোনো এক্সপেকটেশন থাকবে না, তাদের কাছে আমাদের কোনো চাওয়ার কিছু থাকবে না।শুধুমাত্র একা বেঁচে থাকার একটা যাত্রা হবে।

ABB.gif