সহজ জীবনযাপন কি সত্যিই সম্ভব?
সহজ সরল জীবন যাপন বলতে এখানে শুধুমাত্র এই জীবনের পরিচালনার কথা বলা হয়নি বরং অভারল বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমাদের জন্য এই সমাজের টিকে থাকা অনেকটা সহজ হতো। সকাল বেলা উঠেই খাওয়া করে মাঠে যেতাম। সেখানে ফসল ফলাতাম কিংবা মাছ ধরতাম সেগুলো আবার বাজারে বিক্রি করে দুপুরের মধ্যে বাসায় চলে আসতাম। এরপরে অনেকটা সুখ শান্তিতেই বসবাস করতে পারতাম।
তখন জীবন ধারণের জন্য খুব বেশি কিছু একটা প্রয়োজন ছিল না। সত্যিকার অর্থে এটাই সত্য কথা। কারণ সে সময়ে ইন্টারনেট ছিল না, না ছিল কোন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সবমিলিয়ে একটি চমৎকার জীবন যাপন করতে পারতাম। কিন্তু বর্তমানে জীবন ধারাটা একটু অন্যরকম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া মেইনটেইন করতে হয়, এছাড়াও জীবনের তাগিতে আমাদেরকে ইনকাম করতে হয়। আগে যেখানে অল্প ইনকাম করে আমরা সকলেই সন্তুষ্ট থাকতাম কিন্তু এখন নিজেদের চাহিদা বাড়ছে, নিজেদের পরিবারের চাহিদা বাড়ছে।
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো সহজভাবে জীবন যাপন করা সম্ভব। যদিও বর্তমানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা মঙ্গল কর হবে বলে মনে হয় না। কারণ বর্তমানে ভালো ইনকাম করতে গেলে অবশ্যই শহরের মধ্যে থাকতে হবে এবং শহরের মধ্যে কখনোই সুন্দর এবং একটি সহজ সরল জীবন যাপন করা মোটেও সহজ বিষয় হয়ে উঠবে না। যদি গ্রামাঞ্চলে গিয়ে একটি ছোট্ট বাড়ি তৈরি করা যায় এবং সেখানের মধ্যেই আমাদের জীবিকা নির্বাহের জন্য কোন একটা ব্যবস্থা করা যায় তাহলে হয়তো সেই জীবনটা আমরা উপভোগ করতে পারি।

