একা থাকাও কখনো কখনো দরকারি হয়ে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অনেক সময় আমরা ভাবি,একা থাকা মানেই হয়তো দুঃখ, মন খারাপ বা সম্পর্ক ভেঙে যাওয়া।কিন্তু আমি বলি, একা থাকাও মাঝে মাঝে দরকারি হয়ে যায় কারণ সব সময় চারপাশে অনেক মানুষ থাকলেই যে আমাদের মন ভালো থাকবে,সেটা কিন্তু নয়।অনেক সময় নিজের সঙ্গে কিছুক্ষণ কাটানো,নিজের ভেতরের অনুভূতি বোঝা,নিজের কথা নিজের কাছে বলা অনেক বেশি দরকার হয়।

আমরা যত বড় হই,তত বুঝতে পারি যে সব অনুভূতি সবাইকে বলা যায় না।কিছু কিছু চিন্তা, কষ্ট বা ইচ্ছা থাকে যেগুলো শুধু নিজের মধ্যেই রাখা ভালো।একা থাকার সময় এই অনুভূতিগুলোকে বুঝে নেওয়া যায়,ফিল করা যায়।সেটা হয়তো কারো জন্য কঠিন সময় আবার কারো জন্য নিজের নতুন পথ খোঁজার সময়।

আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি,মাঝে মাঝে একা থাকাটা একদম দরকারি।তখন নিজের ভুলগুলো নিয়ে ভাবা যায়,নিজের ভালো-মন্দ সিদ্ধান্তগুলো যাচাই করা যায়।জীবনে যা ঘটছে সেটা নিয়ে একটু থেমে ভাবা যায়,না হলে আমরা শুধু দৌড়েই যাচ্ছি,কিন্তু কেমন আছি সেটা বোঝার সময়ই পাই না।

আর একটা বিষয় হলো,একা থাকলেই যে আমরা একাকী হয়ে যাই, ব্যাপারটা কিন্তু এমন না।একা থাকা মানে নিজের জন্য একটু সময় রাখা।নিজেকে ভালোবাসা,নিজের যত্ন নেওয়া।এই জিনিসগুলো অনেকেই ভুলে যায়।আমরা এত ব্যস্ত থাকি অন্যের সঙ্গে চলতে গিয়ে,যে নিজের সঙ্গে সম্পর্কটাই দুর্বল হয়ে যায়।কিন্তু যদি আমরা নিজেকেই না বুঝি,তাহলে অন্যকে কীভাবে বুঝবো?

তবে এটা সত্যি,একা থাকাটা যেনো অভ্যাসে পরিণত না হয়।কারণ মানুষ আসলে সামাজিক প্রাণী,সম্পর্ক,যোগাযোগ,ভালোবাসা এগুলো ছাড়া জীবন অসম্পূর্ণ।তাই একা থাকাটা যেনো হয় নিজের উন্নতির জন্য,নিজের মানসিক শান্তির জন্য,কিন্তু কখনোই কষ্ট নিয়ে নয়।

সবশেষে আমি বলবো,একা থাকা মানে কোনো খারাপ কিছু না বরং মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া,নিজের চিন্তাগুলো গুছিয়ে নেওয়া,নিজের ভেতরের শক্তিটুকু ফিরে পাওয়া এটাই আমাদের আবার নতুন করে পথ চলতে সাহায্য করে।একা থাকা মানে নিজেকে হারানো নয় বরং নিজেকে খুঁজে পাওয়া।

ABB.gif