আমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম, তাহলে সেটাই হতো আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিন। ছোটবেলা থেকেই অদৃশ্য হওয়ার কল্পনা করতাম। মনে হতো, আহা যদি কেউ আমাকে দেখতে না পায়, আমি যা খুশি করতে পারি, কারও কোনো অনুমতির দরকার নেই। এখনো মাঝেমধ্যে মনে হয়, যদি একটিবার এমন হতো!

প্রথমেই আমি চলে যেতাম আমার প্রিয় কিছু জায়গায়, যেখানে সাধারণত অনেক ভিড় থাকে। যেমন একটা বড় লাইব্রেরি। কেউ আমাকে দেখবে না, কোনো স্টাফ বাধা দেবে না, আমি ঘণ্টার পর ঘণ্টা বইয়ের মধ্যে ডুবে থাকব। এমনকি বিরক্তিকর নোটিশ বই ছুঁয়ে দেখবেন না এগুলোও তখন কোনো কাজে আসত না। আমি অবলীলায় ছুঁয়ে ছুঁয়ে পড়ে ফেলতাম সব অদেখা বই।

তারপর আমি চলে যেতাম আমার বিশ্ববিদ্যালয়ে। ক্লাসরুমে ঢুকে দেখতে চাইতাম, আমার অনুপস্থিতিতে বন্ধুরা আমাকে নিয়ে কী ভাবে, শিক্ষক কী বলেন। কৌতূহল যে কতটা, তা বলে বোঝানো যাবে না। কেউ আমাকে কতটা গুরুত্ব দেয়, সেটা জানার জন্য অদৃশ্য হওয়া দারুণ উপায় হতো।

আর একটা জায়গা আমি ঠিক করেই রাখতাম, সেটা হলো কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা অফিস যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের জীবনের, অথচ সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আমি দেখতে চাইতাম, পেছনের সত্যটা কী, তারা কীভাবে আমাদের নিয়ে আলোচনা করে, আদৌ করে কি না। হয়তো কিছু অন্যায় বা দুর্নীতির প্রমাণও পেয়ে যেতাম। তখন সেই প্রমাণ অনলাইনে ফাঁস করে দিতাম, কারণ আমার পরিচয় কেউ জানবে না।

আরেকবার ভাবি, বাড়ির সবাইকে দেখে নিতে কেমন হতো। আমি বাড়িতে থাকতাম, অথচ কেউ জানত না। কে কে আমার অনুপস্থিতিতে চিন্তা করে, কেউ খোঁজ নেয় কি না, মাকে দেখে বুঝতে চাইতাম, তিনি কি সত্যি আমাকে বুঝতে পারেন? নাকি আমিও শুধু এক সাধারণ সদস্য।

সবচেয়ে বড় কথা, আমি একদিনের জন্য হলেও দায়িত্বের বাইরে থাকতে পারতাম। কেউ কিছু জিজ্ঞেস করতো না, কোনো দায়িত্ব চাপিয়ে দিতো না। এটা একধরনের মুক্তি হতো আমার কাছে।

তবে ভয়ও কাজ করে। কেউ যদি ভুল করে কষ্ট পায়, আমি কিছু করতে না পারি। আবার ফিরে আসার সময় যদি না পাই, যদি এই অদৃশ্যতা চিরতরের হয়ে যায়! তখন কিন্তু মজা আর থাকত না।

তবু, একদিনের জন্য যদি এমন সুযোগ পেতাম, তাহলে আমি নির্ভয়ে, নির্লজ্জে আর নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে নিজেকে বুঝতাম নতুনভাবে। নিজেকে একবার বাইরে থেকে দেখা, সেটাও তো এক ধরনের দেখা।

ABB.gif