ডিজিটাল যুগে মানুষের ধৈর্যের অভাব
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
যত দিন যাচ্ছে, তত কিছু কিছু ব্যাপার খুব আসলে উল্লেখযোগ্যভাবে নজরে পড়ছে। তো ভাবলাম, সেটা নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ কিছু কিছু ব্যাপার শেয়ার না করলেই যেন নয়, কিংবা কিছু কিছু ব্যাপার আসলে শেয়ার করতেই হয়। তো আজকে ভাবলাম, তেমন একটি ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এটা আপনাদেরও হয়তো ভালো লাগবে।
আসলে ডিজিটাল যুগ মানে আমরা সর্বপ্রথম যেটা ভেবে নিয়েছি, সেটা হলো সব কিছু সহজ হয়ে যাবে। আর যত সামনের দিকে দিন যাবে, কিংবা যত সামনের দিকে সবকিছু আগাবে, তত সকলের সবকিছু আসলে আরও ভালোভাবে হবে।
কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, কিংবা সাধারণত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো ডিজিটাল যুগে মানুষ যেন আরও বেশি অমানুষ হয়ে উঠছে এবং অমানবিক আচরণ করছে, যেটা কখনোই কাম্য ছিল না। কারণ, ডিজিটাল যুগে আসলে মানুষের আরও ভালো দিকে যাওয়ার কথা ছিল, কিংবা আরও বেশি বোধসম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা একেবারেই হচ্ছে উল্টো।
অর্থাৎ আমি যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে মানুষের ধৈর্যের দিক থেকে আগেকার মানুষের ধৈর্য অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে মানুষের ধৈর্য আসলে একেবারেই নেই বললেই চলে।
ডিজিটাল যুগ মানে সবকিছুই মোটামুটি আমাদের হাতের কাছে। আর সবকিছু আমরা হাতের কাছে পেয়ে যাওয়াতে, আসলে আমরা কোনো কিছুকেই এখন আর তেমন গুরুত্ব দিচ্ছি না। আর শুধু তাই নয়, আমরা আসলে এখন সবকিছুতেই কেমন যেন অনেক অধৈর্য হয়ে পড়ছি। সবকিছু যেন আমাদের মুহূর্তের মধ্যেই দরকার হচ্ছে।
অর্থাৎ সেটা যে কোনো সময় পেলেই হয়, কিংবা একটু পরে পেলেও কোনো সমস্যা নেই।কিন্তু আমরা সেই ধৈর্য আর ধারণ করতে পারছি না। তার মূল কারণ হলো, যেহেতু ডিজিটাল যুগের কারণে আমরা সবকিছু সহজেই পেয়ে যাচ্ছি এবং সবকিছু অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে।সে ক্ষেত্রে এটা বলাই যায় যে, আমরা ভুল পথে চলছি।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 2 days ago
$0.00
Reveal Comment
